এক্রেলিক কালার দিয়ে ফুলদানিতে ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগlast year (edited)

" আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু "

আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
০২ সফর ১৪৪৪। ০৪ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ।

১৯ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ।


ষড়ঋতুর ভাদ্র মাস।

আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। যাইহোক সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...

এক্রেলিক কালার দিয়ে ফুলদানিতে ফুল তৈরি।


IMG_20230819_072728.jpg


আমি আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের সাথে শেয়ার করবো এক্রেলিক কালার দিয়ে ফুলদানি উপরে ফুল তৈরি। ফুলদানিটা বাড়িতে অনেক দিন পড়েছিল। অনেকদিন থেকে ভাবছিলাম ফুলদানিটা রং করে সুন্দর একটি ফুল তৈরি করে এটাকে সাজিয়ে রাখবো। যদিও সেভাবে সময় করে উঠতে পারছি না। এর মধ্য দিয়েও কয়দিন আগে একটু সুযোগ পেয়েছিলাম আর সেই সুযোগটা আমি কাজে লাগিয়েছি। তাই আমি আজকে আমার তৈরিকৃত ফুলদানিতে এক্রেলিক কালার দিয়ে ফুল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।


উপকরণ সমূহ।

IMG_20230816_082534.jpg

ক্রমিক নম্বরউপাদান
এক্রেলিক কালার ।
কাঠের ফুলদানি।
রংয়ের বাটি।
ব্রাশ।


তৈরি চলছে।

IMG_20230816_082737.jpgIMG_20230816_083117.jpg
প্রথমে আমি কাঠের তৈরি ফুলদানি টা নিয়েছি। এরপর এর গায়ে সাদা রঙের কালার দিয়েছে এবং ব্রাশ দিয়ে তার সারা গায়ে রং করে দিয়েছে।

তৈরি চলছে।

IMG_20230816_083701.jpgIMG_20230816_084013.jpg
সাদা রঙের এক্রেলিক কালার দিয়ে রং করার পরে সেটাকে আমি বাতাসে শুকিয়ে নিয়েছি। এরপরে এর মুখের উপরে হালকা রং এবং তার পাশে আরেকটি রং দিয়ে সুন্দর করে ফুলদানির মুখে রং করে নিয়েছি।

তৈরি চলছে।

IMG_20230816_084650.jpgIMG_20230816_085256.jpg
খয়রি রঙের এক্রেলিক কালার দিয়ে ফুলদানি সারা গায়ে পুনরায় সাদা রঙের উপরে আমি প্রলেপ দিয়েছি এবং রং করার পরে পুনরায় বাতাসে শুকিয়ে নিয়েছি।

তৈরি চলছে।

IMG_20230816_085501.jpgIMG_20230816_085739.jpg
এর গায়ের রংয়ের প্রলেপ যখন সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছে। এরপর আমি এর গায়ের আগে সাধারণ দিয়ে ফুল তৈরি করে নিয়েছি। আবারো পুনরায় বাতাসা মেয়ে ফুল শুকিয়ে নিয়েছি।

তৈরি চলছে।

IMG_20230816_090250.jpg

এরপরে সাদা রংয়ের ফুলের মাঝখানে যে জায়গা গুলো ছিল,সেই জায়গাতে হলুদ রং দিয়ে আবারো পুনরায় ঠিক একই ধরনের ফুল তৈরি করেছি এবং সাদা ফুলের মাঝখানে হলুদ রঙের প্রলেপ দিয়েছে যাতে ফুলদানি সৌন্দর্যটা বৃদ্ধি পায়।

তৈরি চলছে।

IMG_20230816_090304.jpg

ফুলদানির উপরে সাদা এবং হলুদ রং দিয়ে ফুল তৈরি সম্পন্ন হওয়ার পরে পুনরায় আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবং এর উপরে রং করা সম্পূর্ণ করেছি।

তৈরি শেষ।

IMG_20230819_072754.jpg

আমার ফুলদানিটা সম্পূর্ণ হওয়ার পরে এটাকে আর একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমার বাড়িতে কিছু ফুল ছিল সেটা ফুলদানির মধ্যে দিয়ে পরিপূর্ণ একটি ফুলদানি তৈরি করেছি।


IMG_20230819_072728.jpg


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।
ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর
ফটোগ্রাফি এক্রেলিক পেইন্টিং

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Sort:  
 last year 

একরিক কালার দিয়ে ফুল দানিতে ফুল বানিয়েছেন খুবই সুন্দর হয়েছে আপনার কাজটা।বেশ দক্ষতার সাথে আপনি কাজটা করেছেন অনেক ধন্যবাদ আপনাকে এবং শুভ কামনা রইল।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ফুলদানিতে ফুল তৈরি দেখতে অসাধারন লাগতেছে। ফুলদানির উপরে সাদা এবং হলুদ রং দিয়ে ফুল তৈরি করে দেওয়ার কারনে চমৎকার ফুটে উঠেছে। আপনার কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

ধন্যবাদ ভাই আপনার চমৎকার মন্তব্য করার জন্য।

 last year 

এরকম ফুলদানি গুলো অনেকদিন পরে থাকতে থাকতে নষ্ট হয়ে যায় আপনার রং করার আইডিয়াটি ভালো হয়েছে বিভিন্ন ধরনের ফুল আঁকার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। অনেক সময় নিয়ে নিখুঁতভাবে ফুলগুলো এঁকেছেন জন্য এত চমৎকার হয়েছে। কালার কম্বিনেশনের কারণে আরো ভালো লাগছে।

 last year 

আপু ফুলদানিটা অনেকদিন পরেই ছিল দেখতে কেমন লাগছিল তাই ভাবলাম রং করে এর একটু পরিবর্তন আসি। আর এই কারণেই ফুলদানিতে রং করেছিলাম।

 last year 

বাহ বলতে গেলে খুবই চমৎকার হয়েছে আপনার ফুলদানিটা কালার করলেন। এভাবে এক্রেলিক কালার দিয়ে আপনি চমৎকারভাবে ফুলদানি টা কালার করে নিলেন। এমন সুন্দর ফুলদানিতে ফুল রাখলে সত্যিই অনেক সুন্দর লাগবে। ঘর সাজানোর জন্য এই ধরনের ফুলদানি ও ফুল যথেষ্ট। আপনি ধাপে ধাপে শেয়ার করলেন এক্রেলিক কালার দিয়ে কিভাবে কালার করলেন।

 last year 

আপু আমি এই ফুলদানিতে রং করে ঘরে কিন্তু সাজিয়ে রেখেছি। আমার মা দেখে বলছে খুব সুন্দর হয়েছে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ফুলদানিতে অনেক সুন্দর করে ফুলের পেইন্টিং করেছেন ভাইয়া। এটা একটা অসাধারণ আইডিয়া। এরকম পেইন্টিং গুলো কিন্তু আমার খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ আপু আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য।

 last year 

বাহ্! পুরনো ফুলদানিটা রং করে তো একেবারে নতুন করে ফেলেছেন ভাই। কালার কম্বিনেশনটা এককথায় দুর্দান্ত হয়েছে। আপনার আইডিয়াটা আমার কাছে দারুণ লেগেছে। বেশ দক্ষতার সাথে সম্পূর্ণ কাজটি করেছেন। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ফুলদানিটা বাড়িতে পড়েই ছিল ভাই। দেখে ভাবলাম একে কিছু করা একটা যায় কিনা। আর তাই এটাকে এক্রেলিক কালার দিয়ে রং করে এই সুন্দরভাবে তৈরি করেছি।

 last year 

পড়ে থাকা ফুলদানিটা যেন নতুন সাজে সাজলো। আর তার সুন্দর রূপ ধারণ করলেন আপনি আপনার সুন্দর দক্ষতার মধ্য দিয়ে। বেশ ভালো লাগলো বিভিন্ন কালারের রং ব্যবহার করে ফুলদানিটা নতুন রূপ প্রদান করেছেন দেখে। আসলে এই সমস্ত ক্রিয়েটিভিটি গুলো আমি অনেক পছন্দ করি যেখানে মানুষের সুন্দর দক্ষতার পরিচয় মিলে।

 last year 

কিছু কিছু সময় পড়ে থাকা জিনিস অনেক সময় মূল্যবান হয়ে ওঠে। যদি তার যত্ন করা যায়। কথায় বলে না যত্নে রত্ন মিলে। একটু চেষ্টা করেছি ভাই ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা জিনিস তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আপনি তো দেখছি ফুলদানির চিত্রটাই ভিন্ন করে ফেলেছেন। আপনি যেভাবে ডিজাইন তৈরি করেছেন তাতে ফুলদানিটি দেখতে আরো সুন্দর হয়ে গিয়েছে।

 last year 

পুরনো ফুলদানিটা পুরোটাই রং করে তাকে ভিন্নভাবে সাজিয়ে নতুন রূপ দিয়েছি। ফুলদানিটা অযত্নে পড়েছিল তাই ভাবলাম তাকে একটু যত্ন করি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42