কবিতা পোস্ট :- সন্তানের প্রতি বাবার আকুতি।
আমি @tuhin002
from Bangladesh
০৩ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ।
২৭ জিলক্বদ ১৪৪৪ হিজরি। ১৭ জুন ২০২৩ খ্রিস্টাব্দ।
বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে আমিও ভাল আছি । |
---|
আমি @tuhin002,আমি একজন বাংলাদেশি। " আমার বাংলা ব্লগ "এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আপনাদের মাঝে আমার নিজের লেখা কবিতা শেয়ার করতে চলে চলেছি। প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে কবিতা উপস্থাপন করে যাচ্ছি। আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগেবে। আজকে আমি আপনাদের সামনে যে কবিতাটি শেয়ার করবো কবিতাটির নাম "সন্তানের প্রতি বাবার আকুতি। কবিতাটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রত্যহ যাক নরকে,
নিশাচর শ্বাপদেরা উপরে নিক জিহ্বা দ্বিপ্রহরে।
ছিন্নভিন্ন হাত-পা নিয়ে আহ্লাদ করুক শকুনেরা।
তাদের শৃঙ্খলিত আহ্লাদে কিবা আসে যায় আমার,
আমি প্রার্থনা করি যেন -
সর্ব সুখী হয় সন্তান আমার।
বেঁধেছো আমাকে শৃঙ্খলে,
কিনেছো তোমরা কানা-কড়ি দিয়ে,
আমি যে দাস তোমার।
এই বাংলার বুকেতে গভীর হলে রাত,
নিজ সন্তানের ছিন্ন শির,
উপহার দিই দিল্লিকে।
রাতের আঁধার কেটে গেলে,
বুক চাপড়ে কেঁদে উঠি ;
হাহাকার করে কেঁদে বলি -
আমার প্রাণপ্রিয় সন্তান গুলো রক্তে আছে শুয়ে।
প্রার্থনা করি তার কাছে,
এবার পাঠিয়ে দাও প্রকাশ্য ঘাতক ;
পাঠিয়ে দাও তাকে,
উদ্যানের অবশিষ্ট ফুল গুলো ছিড়ে নিতে।
হুংকার দিয়ে বলবো আমি লিখব আমি খাতায়,
বাংলার নিষ্পাপ শিশুর
সর্বনাশার সরগরমে করবো আমি সভা।
এই কামনা আমার সন্তানের কাছে,
প্রত্যহ যাক সে নরকে।
ছিড়ে ফেলুক উপরে ফেলুক,
এই ভাড়াটে জল্লাদের চক্ষু জিব্বা যা আছে।
প্রার্থনা করি আমি প্রভুর কাছে,
আমার সন্তান যেন সর্ব সুখে থাকে।
পোস্ট বিবরণ
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco M2 |
লেখক | @tuhin002 |
লোকেশন | মেহেরপুর |
আজ আবারও একটি নতুন কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম" সন্তানের প্রতি বাবার আকুতি "। যদি আপনাদের কাছে ভালো লাগলে আমাকে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। পুনরায় আমি নতুন কোন একটি কবিতা নিয়ে,আপনাদের সামনে হাজির হব, ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল।
সমাপ্ত
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি তুহিন, আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়। এছাড়াও আমার একটি বাগান আছে। বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকি। আমি ছবি আঁকতে পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/ABashar45/status/1670037068490371072?t=nAkpeTBDx_3uXEAgZqamKQ&s=19
আপনার কবিতাটি অনেক ভালো লাগল। আসলে ভাইয়া প্রতিটি বাবা চাই তার সন্তান সুখে থাক।কবিতার প্রতিটি লাইন ছন্দে ছন্দে দারুণ মিলিয়েছেন। কবিতার প্রতিটি লাইনে সন্তানের প্রতি বাবার অফুরন্ত ভালোবাসা প্রকাশ পেয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
প্রতিটা সন্তানের প্রতি তার বাপ-মার ভালোবাসার বেশি থাকে। সন্তান হলো বাপ মার মূলধন। চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।
সন্তানের প্রতি বাবার আকুতি আপনি কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। প্রত্যেকটা বাবা চায় তার সন্তান যেন সুখে শান্তিতে বসবাস করে এবং জীবন যেন উজ্জ্বল হয়। একটা বাবা তার সন্তানের জন্য সব সময় ভালো কিছুরই কামনা করে। আপনার লেখা কবিতার প্রত্যেকটা লাইন অনেক বেশি সুন্দর হয়েছে। সব মিলিয়ে অনেক সুন্দর ভাবে কবিতাটা লিখেছেন আপনি বলতেই হচ্ছে জাস্ট অসাধারণ ছিল।
ধন্যবাদ ভাই আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য।
বাবা এবং ছেলেকে নিয়ে ভিন্ন ধরনের একটি কবিতা লিখেছেন ভাইয়া। কবিতার লাইন গুলো বেশ কঠিন ছিল। একেবারে দক্ষ কবির মতোই আপনি কবিতা লিখেছেন। সত্যি ভাইয়া আপনার লেখা কবিতা চমৎকার হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে।
আপু অনেক সুন্দর মন্তব্য করেছেন, কিন্তু এই কবিতার আসল সারমর্ম এখন পর্যন্ত কেউ ঠিক ভাবে মন্তব্য করতে পারে নাই।
প্রত্যেক মা বাবা তার সন্তানকে নিয়ে অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখে এবং অনেক আশা প্রত্যাশা থাকে। আপনি সুন্দর কবিতা লিখলেন সন্তানের প্রতি বাবার আকুতি নিয়ে বেশ ভাল লাগলো। অনেক সুন্দর সুন্দর কথা আপনি কবিতার মধ্যে শেয়ার করেছেন যা পড়ে বেশ লেগেছে। মনের অনুভূতিগুলো খুব সুন্দরভাবে কবিতায় প্রকাশ পেয়েছে।
প্রত্যেক সন্তানের উপরে তার বাবা-মার একটা স্বপ্ন থাকে। আর সেই স্বপ্নগুলো বিভিন্ন উপায়ে দিয়ে প্রকাশ করে থাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।