পেন্সিল আর্ট। @tuhin002
" আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু "
আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
০১ রমজান ১৪৪৪।০৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ।
২৩ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ।
ষড়ঋতুর বসন্তকাল। |
---|
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। যেহেতু রমজান মাস আমাদের মাঝে চলে এসেছে। আজকের রাত্রেই সকল মুসলমানরা সেহরি খাবে। পুরা বছরে একটি মাস রমজান মাস। এই মাসটি মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসটি হলো ইবাদতের সর্ব উত্তম একটি মাস। আল্লাহ আমাদেরকে পুরা একটি মাস জুড়ে রমজানের রোজা রাখার তৌফিক দান করুন আমিন। যাইহোক সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ... |
---|
স্বহস্তে বানানো পেন্সিল আর্ট
captured by @tuhin002
Device - poco M2
আমি আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের সাথে শেয়ার করবো পেন্সিল আর্ট। পেন্সিল আর্ট তৈরি করতে আমার অনেক ভালো লাগে। আমাদের মাঝে রমজান মাস খুবই নিকট। অর্থাৎ সবকিছু যদি ঠিক থাকে তাহলে আগামী কালকে একটি রোজা হয়েও যাবে। যখন আমি পেন্সিল আর টি তৈরি করার মন-মানসিকতা তৈরি করে তখন মনে হল যে রমজান মাস তো ঈদ মোবারক এর একটি পেন্সিল আর তৈরি করি। তাই আজকে আমার তৈরিকৃত পেন্সিল আর্টটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
উপকরণ সমূহ । |
---|
Device - poco M2
ক্রমিক নম্বর | উপাদান |
---|---|
১ | পেপার। |
২ | পেন্সিল। |
৩ | চাঁদা। |
৪ | স্কেল। |
৫ | রাবার। |
তৈরি চলছে। |
---|
প্রথমে আমি একটি সাদা কাগজের উপরে চাঁদার সাহায্যে একটি দাগ কেটে নিয়েছি। এই দুই দাগের মাথায় একত্রিত করে অনেকটা চাঁদের আকৃতি করেছি। |
---|
তৈরি চলছে। |
---|
এই ধাপে চাঁদের ডানদিকে আমি একটি গম্বুজ আঁকার চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ রুপে অম্বুজের আকৃতি দিয়েছে। |
---|
তৈরি চলছে। |
---|
এই ধাপে আমি গম্বুজের সামনে দুইটি জানালা তৈরি করেছি। এবং গম্বুজে মাথাটি আরেকটু বাড়িয়ে দিয়েছি। এবং পাশে দুটি মিম্বার তৈরি করার চেষ্টা করেছি । |
---|
তৈরি চলছে। |
---|
এই ধাপে আমি মিম্বারকে সম্পূর্ণ এঁকেছি এবং মিম্বারের সামনে কয়েকটি জানালা এঁকে দিয়েছি। তার মাঝখানে আমি পেন্সিল দিয়ে একটু মোটা করে ঘষে দিয়েছি যাতে এটি দেখতে অনেকটা সুন্দর লাগে । |
---|
তৈরি চলছে। |
---|
যখন আমার মিম্বার এবং গম্বুজ তৈরি করা সম্পন্ন হয়ে যাওয়ার পরে এর বাম পাশের দিকে আমি একটি ঝাড়বাতি তৈরি করে নিয়েছে । |
---|
তৈরি চলছে। |
---|
এ ধাপে আমি মিম্বারের ও গম্বুজের ঠিক মাঝখানে দুটি পাখি এঁকে নিয়েছি। এবং পেন্সিল দিয়ে ছাদে একটু ঘষে অনেকটা ভিতরে মেঘের আভা তৈরি করে দিয়েছি । |
---|
তৈরি চলছে। |
---|
এই ধাপে আমার পেন্সিল আর্টি সম্পূর্ণ হওয়ার পরে নিচে আমার হাতে সিগনেচার দিয়ে সম্পূর্ণরূপ একটি ছবি তুলেছি । |
---|
তৈরি সম্পূর্ণ । |
---|
এই সর্বশেষ ধাপে আমি আমার ঈদ মোবারকের পেন্সিল আর্ট সম্পন্ন করি এবং সম্পূর্ণভাবে একটা ছবি তুলেছে । |
---|
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
ডিভাইস | poco M2 |
---|---|
লোকেশন | মেহেরপুর |
ফটোগ্রাফি | পেন্সিল আর্ট |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি তুহিন ব্লগ। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমার একটি বাগান আছে। বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকে। আমি ছবি আঁকতে পছন্দ করি। অবসর সময় মাছ ধরতে অনেক ভালো লাগে। আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
খুবই চমৎকার একটা আর্ট আছে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আপনার অংকন করে এসেছি মনে হচ্ছে যেন এটা মসজিদের কোন একটা মিনার। রমজান মাস উপলক্ষে আপনার এই চিত্রটি অনেক সুন্দর হয়েছে বলে আমার কাছে মনে হয়।
গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমরা পুরো বছর জুড়ে একটি মাসের জন্য অপেক্ষা করি সেটি হচ্ছে পবিত্র রমজান মাস। যে যার সাদ্যমত এবাদত করার, মানুষকে দান করানো সবকিছুতে খুব সক্রিয়ভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করি। আপনি সেই রমজান মাসের শুরুতেই চাঁদ নিয়ে সুন্দর একটি পেন্সিল আর্ট করেছেন দেখতে অনেক ভালো হয়েছে। পেন্সিল আর্ট আমার দেখতে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে পেন্সিল আর্ট করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনি ঠিকই বলেছেন আপু এই রমজানের জন্য প্রত্যেক মুসলমানের অপেক্ষায় থাকে। আল্লাহ সবাইকে এক মাসের সিয়াম পালন করার তৌফিক দান করুন আমীন।
সারা বছরের মধ্যে রমজান মাস আমার কাছে শ্রেষ্ঠ সময়। রোজা রাখলে আত্মশুদ্ধি হয় এবং ভালো থাকা যায়। আপনার আর্ট এবং পোস্টের মান আগের থেকে অনেক ভালো হয়েছে।
ইনশাআল্লাহ সামনে আরো ভালো অংকন উপহার পাবো।
ধন্যবাদ ভাই।
আমরা যেন ইবাদতের মধ্য দিয়ে শেষ করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন আমিন। আমি চেষ্টা করছি ভাই পোস্টে মান উন্নত করার জন্য ধন্যবাদ আপনাকে।
দেখতে দেখতে রমজান মাস চলে এলো। আর রমজান মাস উপলক্ষে আপনি খুব সুন্দর একটি চিত্র অঙ্কন করার চেষ্টা করেছেন। আসলে অঙ্কনের মাধ্যমে অনেক কিছু প্রকাশ করা যায়। সত্যি ভাইয়া আপনার পেন্সিল আর্ট খুবই সুন্দর হয়েছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনি ঠিক বলেছেন মুসলিম জাতির জন্য রমজান মাসটি খুবই গুরুত্বপূর্ণ। আসলে শুদ্ধ আত্মার উন্নতির মাস হিসেবে রমজান মাসকে ধরা হয়। আপনাকেও রমজান মাসের মোবারকবাদ। আপনি খুবই সুন্দর করে একটি পেন্সিল আর্ট করেছেন। পেন্সিল আর্ট গুলো আমার এমনিতেই খুব ভালো লাগে।
আপনাকেও রমজান মাসের মোবারকবাদ রইল। পেন্সিল আর্ট আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো ধন্যবাদ।
আপনি অনেক সুন্দর ভাবে একটি পেন্সিল আর্ট করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে এই সুন্দর দৃশ্যটা দেখলেই শুধু বারবার মনে পড়ে যায় ছোটবেলার ঈদ উদযাপনের কথা। অনেক সুন্দর হয়েছে আপনার পেন্সিল আর্ট।
ছোটবেলা ঈদের মজাই ছিল অন্যরকম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
রমজান মাস চলে এসেছে এজন্য আপনি খুব চমৎকার একটি আর্ট করেছেন। আসলে পেন্সিল আর্ট আমার খুব ভালো লাগে কিন্তু ভালোভাবে এই কাজটি আমি পারিনা। আপনার উপস্থাপনা খুব ভালো লাগলো। শুভকামনা রইল
আপনি চেষ্টা করলেও পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।
ভাইয়া পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনি পেন্সিল দিয়ে আর্ট করে খুব সুন্দর একটি চিত্র আমাদের মাঝে শেয়ার করলেন। চিত্রটি আমার কাছে খুবই ভালো লেগেছে। মুসলমানদের সবথেকে দামি মাস হল এই পবিত্র মাহে রমজান। এ রমজান মাসের মধ্যে মুসলমানগন সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভের চেষ্টা করে। ধন্যবাদ ভাইয়া।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।