নাটক রিভিউ :- আরমান ভাই দ্যা জ্যান্টলম্যান,পর্ব -৪ by tuhin002

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো...
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ (২৪ - ০৭ - ২০২৩)


Screenshot_2023-07-24-08-52-44-347_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

আসলামু আলাইকুম,আমার স্ট্রিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি খুব সুন্দর একটি নাটক রিভিউ করতে ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম" আরমান ভাই দ্যা জ্যান্টলম্যান, পর্ব- ৪" নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....


নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
নাটকের নামআরমান ভাই দ্যা জ্যান্টলম্যান,পর্ব-৪।
পরিচালকসাগর জাহান।
অভিনয়জাহিদ হাসান, তিশা, আরফান,মুনিরা,মিঠু, বাদল,আরো অনেকে।
দৈর্ঘ্য২১ মিনিট ২০ সেকেন্ড
ভাষাবাংলা
মুক্তির তারিখ২২ মে ২০২০ ইং।
নাটকের সারসংক্ষেপ ।


IMG_20230724_085905.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

নাটকের চতুর্থ পর্বে দেখা যায় দরজায় কেউ নক করছে। তখন তিশা গিয়ে দেখে একজন লোক। এরপর ঐ লোকটা তাকে সালাম দেয়, দিয়ে বলে যে ভাবি আপনার ঘরে যে সাউন্ড বক্স চলছে এটা শব্দ যদি একটু কমিয়ে দিতেন তাহলে আমাদের একটু ভালো হতো। আমরা উপরে তলাতে থাকি। আমাদের একটু সমস্যা হচ্ছে। তখন তিশা বলে আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি দেখতেছি।



IMG_20230724_085846.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এরপরে তেশা রুমের ভিতর ঢুকে দেখে জাহিদ হাসান শুয়ে শুয়ে গান শুনছে। তিশা গিয়ে গানটা বন্ধ করে দেয়। জাহিদ হাসান লাফ দিয়ে উঠে বলে, কে গান বন্ধ করলো? তখন তিশা সে বলে আমি বন্ধ করেছি। তখন সে বল কেন তুমি গানটা বন্ধ করলে? তখন বলল প্রতিবেশীর সমস্যা হচ্ছে তাই।


IMG_20230724_085825.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

গান বন্ধ করার জন্য জাহিদ হাসান প্রথমে রেগে যায়। পরে তিশা তাকে সুন্দর ভাবে অনেক গুলো কথা বলে। শেষের দিকে বলে তোমাকে লাচ্ছি খাওয়াবো তুমি চলো এখন আমার সাথে খাবে। এই কথা শুনে জাহিদ হাসান খুব খুশি হয় এবং তাকে বুকের সাথে জড়িয়ে নেয়।


IMG_20230724_085749.jpgIMG_20230724_085718.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এরপরে হুমায়ুন ফরীদি তার বাসায় আসে এবং হুমায়ুন ফরিদী যে অ্যাসিস্ট্যান্ট থাকে তিনি তার সাথেই আসে। জাহিদ হাসান তাদেরকে লাচ্ছি খেতে দেয় এই লাচ্চির গ্লাস এসিস্ট্যান্ট হাতে করে এবং ব্যাগ থেকে চামচ বের করে সেটা খায়। খেয়ে সেটা ঠিক ভালো আছে কিনা, বা কোন কিছু দেয়া আছে কিনা সেটা পরীক্ষা করে দেখে। এরপর বলে স্যার সবকিছু ঠিক আছে আপনি এখন খেতে পারেন। এরপর জাহিদ হাসান তার সাথে অনেক গুলো কথা বলে। এবং শেষের দিকে জাহিদ হাসান তার হাতে চুমু খায় এবং সে বাসা থেকে বের হয়ে যায়।


IMG_20230724_085647.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

কিছুক্ষণ পরে একজন মহিলা তিশাকে ডাকতে ডাকতে ঘরে মধ্যে চলে আসে। এবার সে এসে তিশাকে বলে ভাবি আপনি দরজা আটকে রাখেননি। আপনি কি জানেন এক মাস আগে পাশের একটা বাড়িতে গ্রিল কেটে সবকিছু চুরি করে নিয়ে গিয়েছিল। এই কথা শোনা মাত্র তেশা একটু থমকে যায় এবং সে চিন্তা করে। যার তাদের মধ্যে কিছু কথাবার্তা হয় এবং ওই মেয়েটা চলে যায় সেখান থেকে।


IMG_20230724_085550.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এরপরে জাহিদ আসেন এবং তার বন্ধুরা সবাই মিলে চায়ের দোকানে চা খাচ্ছিল। ঠিক এমন সময় গামছা মস্তান এসেছিল। এসে চা খাচ্ছে এর মধ্যে জাহিদ হাসানের সাথে একজন থাকে, সে তাকে বলছে ভাই আপনি কেমন আছেন? তার সাথে অনেক কথাবার্তা বলছে। হঠাৎ করে গামছা মস্তান তার গালে একটা থাপ্পর মারে। এটা থেকে জাহিদ হাসান রেগে যায়, পরে জাহিদ হাসান তার গালে আর একটা থাপ্পড় মারে এবং তাকে মেরে সেখান থেকে বের করে দেয়।


IMG_20230724_085518.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এর আগের পর্বে জাহিদ হাসান যে মহিলার সাথে কথা বলছিল ওই মহিলাটা জাহিদ হাসানে বাড়িতে আসে। তিশার সাথে অনেকগুলো কথা বলে এই কথার মধ্যে ছিল তার স্বামী বিদেশে থাকে তার ভাই অনেক বড় ব্যবসায়ি। একটা মাত্র মেয়ে সে কানাডায় থাকে। এসব বিষয় নিয়ে এসে কথা বলছিল। সে আরো বলছিল যে, সে নাকি দেখতে অনেক সুন্দর। তার নাকি অনেক গর্জিয়াস চেহারা। এগুলো শুনে তিশার রীতিমতো অবাক হয়ে গেল। তিশাকে বলছিল তুমি তোমার স্বামীর অনেক ছোট বয়সের তোমার স্বামী যদি মারা যায় তাহলে তোমার কি হবে। এই ফ্লাট বাড়ির সম্পত্তি গুলো তোমার নামে কিছু লিখে নিবে।


IMG_20230724_085454.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

নাটকের শেষের দিকে গামছা মস্তানকে দড়ি দিয়ে বেঁধে ভ্যানে করে রাস্তায় দিয়ে নিয়ে যাচ্ছিল। চারিদিকে সবাই দাঁড়িয়ে হেঁটে যাচ্ছিল তার সামনে নিয়ে। আর এ পর্যায়ে নাটকটি এখানেই শেষ হয়ে যায়। আমি পুনরায় আর একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত আল্লাহ হাফেজ।


ব্যক্তিগত মতামত
নাটকের এই পর্বের তেমন বিষয় নেই। তবে কিছু সচেতন মূলক কথাবার্তা রয়েছে যেমন, ঢাকা শহরে অনেক চুরি ডাকাতি হয় এবং এগুলো যদি বাইরে থেকে নতুন মানুষ যায় তাহলে এটা তারা বুঝতে পারে না, এই একটা বিষয়। আর একটা কথা মস্তানের উপর মস্তান থাকে এটা সবারই কিছু না কিছু জানা দরকার। যেকোনো জায়গায় গিয়ে পাঙ্গা নেওয়া উচিত নয়। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।


ব্যক্তিগত রেটিং ।
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৯.৫ দিবো।

Source

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Sort:  
 last year 

মামা আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছেন। আপনি আজকে শেয়ার করেছেন জাহিদ হাসান ও তিশা এর অভিনয়ের নাটক। আসলে এদের অভিনয় আমার কাছে বেশ ভালই লাগে। কিন্তু এখন কার ছেলেমেয়েদের কাছে এই সকল নাটক আর খুব একটা বেশি ভালো লাগে না । সবসময় রোমান্টিক নাটক দেখতে বেশি ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি নাটক শেয়ার করার জন্য।

 last year 

হুম ভাগ্নে তুমি ঠিক বলেছো, এখন তো ছেলে মেয়েরা এ ধরনের নাটক গুলা দেখে না তারা এখন দেখে রোমান্টিক ধরনের নাটক গুলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58522.85
ETH 2614.85
USDT 1.00
SBD 2.43