আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা- ৩৮ কাঠের ফ্রেম দিয়ে আমার বাংলা ব্লগের ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

আমি @tuhin002
from Bangladesh
২৩ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ।

১৪ জিলক্বদ ১৪৪৪ হিজরি। ০৬ জুন ২০২৩ খ্রিস্টাব্দ।


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু


বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি ।


কাঠের ফ্রেম দিয়ে আমার বাংলা ব্লগের ওয়ালমেট তৈরি।


IMG_20230605_102953.jpg

captured by @tuhin002

Device - poco M2

আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির চলমান প্রতিযোগিতা - ৩৮ শেয়ার করো তোমার ইউনিক " DIY প্রোজেক্ট" এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির দুই বছর পূর্তি উপলক্ষে, আয়োজিত প্রতিযোগিতায় আমি কাঠের ফ্রেম দিয়ে আমার বাংলা ব্লগের ওয়ালমেট তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে, এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমাদের সকলের প্রিয় ও শ্রদ্ধাভাজন @rme দাদাকে অনেক ধন্যবাদ। আমার বাংলা ব্লগ কমিউনিটি আমার কাছে একটি আবেগ ও অনুভুতির জায়গা। আমার বাংলা ব্লগ এর দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার মাধ্যম,সম্মানিত ফাউন্ডার, এডমিন বৃন্দ এবং মডারেটর বৃন্দ, আমার সহকর্মীবৃন্দ সকলকে জানায় দুই বছর পূর্তি উপলক্ষে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।


উপকরণ সমূহ ।

IMG_20230604_142020.jpg

ক্রমিক নম্বরউপাদান
জর্জেট কাপড়।
কাঠের ফ্রেম।
কাটিম সুতা।
ভয়েল সুতা।
কলম
লেস।
কাঁচি।
সুচ।

তৈরির ধাপ গুলো নিন্মে দেওয়া হলো

১ নং ধাপ।

IMG_20230605_090823.jpgIMG_20230604_143200.jpg
প্রথমে আমি হাফ গজ সাদা মোটা কাপড় নিয়েছি। এরপর আমি একটি মাঝারি সাইজের ফ্রেম নিয়েছি। এবং ওই ফ্রেমের থেকে একটু বড় করে কাপড়টি কেটে নিয়েছি।

২ নং ধাপ।

IMG_20230604_144718.jpgIMG_20230604_145238.jpg
ফ্রেমের উপরে পেন্সিল দিয়ে একটি আমার বাংলা ব্লগের একটি লোগো তৈরি করেছি। এবং আমার বাংলা ব্লগ লিখে নিয়েছি। এটিকে আরেকটু সুন্দর করার জন্য একটি ডিজাইন তৈরি করে নিয়েছি।

৩ নং ধাপ।

IMG_20230604_164527.jpgIMG_20230604_172826.jpg
যেহেতু আমি উপরের লোগোটিকে শেপ দিয়ে নিয়েছিলাম। এখন এই ধাপে লোগোটিকে পরিপূর্ণ রূপ দেয়ার জন্য আমি সবুজ সুতা ব্যবহার করেছি। সুঁচ এবং সুতা দিয়ে লোগোটি পরিপূর্ণ ভাবে তৈরি করেছি।

৪ নং ধাপ।

IMG_20230604_180538.jpgIMG_20230604_175227.jpg

এই ধাপে আমি আমার বাংলা ব্লগটি সুতা দিয়ে লিখে নিয়েছি।

৫ নং ধাপ।

IMG_20230605_090559.jpg

আমার বাংলা ব্লগের লোগোটি পরিপূর্ণ ভাবে তৈরি হওয়ার পরে এর নিচে যে ডিজাইনের শেপ দিয়েছিলাম, সেই ডিজাইনটিকে আমি তিনটি কালারের সুতা দিয়ে পরিপূর্ণ রূপ দিয়েছি। এতে ডিজাইনটি সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।

৬ নং ধাপ।

IMG_20230605_092416.jpgIMG_20230605_091958.jpg

ফ্রেমের নিচে যে বাড়তি সাদা মোটা কাপড় ছিল ওই বাড়তি কাপড় কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

৭ নং ধাপ।

IMG_20230605_101734.jpg

এ ধাপে লোগোটিকে আমি পরিপূর্ণ রূপ দিয়েছি।

৮ নং ধাপ।

IMG_20230605_092500.jpg

এখানে আমি তিনটি কালারের সুতা দিয়ে গুলগুলি বানিয়ে নিয়েছি।

৯ নং ধাপ।

IMG_20230605_101654.jpg

ফ্রেমের আরো সৌন্দর্য বর্ধন করার জন্য ফ্রেমে চারপাশে লেস লাগিয়ে নিয়েছি।

শেষ ধাপ।

IMG_20230605_102953.jpg

ফ্রেমের উপরে জর্জেটের রিবন ফুলের মত করে বেঁধে দিয়েছি। এবং আমি যে তিনটি গুলগুলি তৈরি করে নিয়েছিলাম, ওই গুলগুলি তিনটি ফ্রেমের নিচে সুতা দিয়ে বেঁধে দিয়েছি। এবং ওয়ালমেটটি পরিপূর্ণ ভাবে তৈরি করেছি।


IMG_20230605_102820.jpg

IMG_20230605_102651.jpg

IMG_20230605_102953.jpg


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি তুহিন, আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়। এছাড়াও আমার একটি বাগান আছে। বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকি। আমি ছবি আঁকতে পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year (edited)

কাঠের ফ্রেম দিয়ে আমার বাংলা ব্লগের খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আপনার আইডিয়াটা কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল বলতে হয়। সুতার সাহায্যে ভিতরের ডিজাইন টা আপনি করেছেন। আপনি অনেক ধৈর্য ধরে এবং সময় ব্যবহার করে এটি অংকন করেছেন দেখেই বোঝা যাচ্ছে। এমনিতেই এরকম কাজ গুলো করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। সম্পূর্ণটা বলতে হয় অসাধারণ ছিল।

 last year 

জি আপু আপনি ঠিকই বলেছেন এই সমস্ত কাজ গুলো করতে অনেক ধৈর্য লাগে। আপনার গঠন মূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

বাহ্ সুন্দর একটি থিম নিয়ে আপনি আজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। আপনার পোস্টটি দেখে বেশ ইউনিক মনে হল। সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার প্রতি।

 last year 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

প্রথমেই অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আমার বাংলা ব্লগের ওয়ালমেট তৈরি কিন্তু অসাধারণ হয়েছে ভাইয়া। ইউনিক আইডিয়া শেয়ার করেছেন। আপনার ডাই প্রজেক্ট দেখে ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 last year 

চেষ্টা করেছি ভাই ইউনিক কিছু শেয়ার করার জন্য কতটুকু পেরেছি জানিনা। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনি কাঠের ফ্রেম দিয়ে খুব সুন্দর একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলেন।খুব সুন্দর হয়েছে। আপনি সময় নিয়ে খুব ধৈর্য নিয়ে ওয়ালমেটটি করেছেন।দারুন হয়েছে।আপনার উপস্থাপনা খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

আসলে আপু এ ধরনের ডাই গুলো তৈরি করতে অনেক সময় ধৈর্য লাগে। চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। কাঠের প্রেম দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছে। দেখতে খুব সুন্দর লাগছে। আপনার আইডিয়া দারুন ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করার ধাপ গুলো খুব সুন্দরভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপনার গঠন মূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

ভাই, সুই সুতার কারু কাজ দিয়ে কাঠের ফ্রেমে আমার বাংলা ব্লগের সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। যা দেখে সত্যি খুবই ভালো লাগলো। কেননা সুই সুতা দিয়ে এত সুন্দর কারু কাজ করতে গেলে অনেকটা সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। আর সেই ধৈর্য ও দক্ষতার বলে আপনি অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন, এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

সুতার কারু কাজ গুলো নিখুঁত ভাবে করা লাগে। এবং এ ধরনের কাজে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনি আজ আমাদের মাঝে অনেক দক্ষতার সহিত আয়তক্ষেত্রে রঙ্গিণ ম্যান্ডালা অংকন তৈরি করেছেন এবং সেগুলো ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর দেওয়ার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আমাদের প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লক এর চমৎকারভাবে লোগো তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইলো। আপনার ওয়ালমেট তৈরি সত্যি খুব দুর্দান্ত হয়েছে। আসলে কাপড়ের উপর সুতা দিয়ে তৈরি ওয়ালমেট দেখে মুগ্ধ হয়ে গেলাম।

 last year 

আমার ওয়ালমেট তৈরি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।