ডিভাইস - poco M2
প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট গুলো আমি আপনদের সামনে উপস্থাপন করে যাচ্ছি। বর্তমানে রমজান মাস চলছে। এই মাস হল সিয়াম সাধনার মাস। মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মাস। রোজা থাকার কারণে যদিও কাজের প্রতি খুব একটা ইচ্ছা জেগে উঠছে না। নিজের ভিতরে একটু অলসতা বোধ করছি। তারপরও এই কাজকে আমি ভালোবাসি। তাই একটু কাজ না করলেই কেন জানি অপরিপূর্ণতা লাগে। তাই আজকে আপনাদের মাঝে থ্রিডি আর্ট নিয়ে এসেছি। এখন চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি থ্রিডি আর্ট তৈরি করেছি।
ক্রমিক নম্বর | উপাদান |
১ | সাদা কাগজ। |
২ | মার্কার পেন। |
৪ | হাই লাইটার। |
৫ | পেন্সিল। |
৬ | রাবার। |
৭ | স্কেল। |
প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়েছি। দৈর্ঘ্য এবং প্রস্তর উভয়দিকে আমি দুইটি করে দাগ লম্বালম্বি ভাবে কেটে নিয়েছি। এরপর উভয় পাশে ছোট ছোট করে আরো কিছু দাগ কেটে নিয়েছি।
উভয়দিকে দাগ কাটার ফলে এটি অনেকটা বর্গাকৃতির মতো হয়েছে। এর পর এর মধ্যে আরো একটি বর্গাকৃতি করে দাগ কেটে নিয়েছি। এরপরে এক কোনা থেকে অপর কোনা পর্যন্ত ছোট ছোট করে আরো কিছু সংখ্যক দাগ কেটে নিয়েছি।
এ ধাপে আমি ভিতরে সমানভাবে লম্বা করে দাগ কেটে নিয়েছি। এবং বর্গক্ষেত্রের দুটি ঘরে সমানভাবে লম্বা করে দাগ কেটে ঘর দুটি পরিপূর্ণ করেছি।
বর্গ আকৃতির মধ্যে সম্পূর্ণরূপে দাগ কাটার পরে, আমি এগুলো আবারো ছোট ছোট করে দাগ কেটে নিয়েছি। এখানে দাগ কেটে ইটের আকৃতি তৈরি করে নিয়েছি।
এ ধাপে আমি পরিপূর্ণভাবে ইট গুলো দিয়ে দেওয়ালের আকৃতি তৈরি করে নিয়েছি এবং পাশে ফাঁকা স্থান টাকে হাইলাইটার দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি।
এ ধাপে আমি এর অন্য পাশে মার্কার পেন দিয়ে সাইডে যে অংশটাকে আমি ফাঁকা রেখেছিলাম সেই অংশটাকে ঘষে পূর্ণ করে দিয়েছি। আমি মার্কার দিয়ে ঘরটি পূর্ণ করে দিয়েছি ঠিক তার বিপরীত অংশে আমি পেন্সিল দিয়ে ঘষে ঘরগুলো পূর্ণ করে দিয়েছে।
আমি নিচের দিকে ছোট ছোট করে যে দাগ কেটে নিয়েছিলাম ওই দাগের মধ্যে হাইলাইটার দিয়ে একটা ঘর পরে আর একটা ঘরে আমি সুন্দর মত ঘরটি পূর্ণ করে দিয়েছি।
এ ধাপে আমি ইটের তৈরি দেওয়াল গুলোকে পেন্সিল দিয়ে হালকা করে ঘষে দেয়াল টাকে হালকা কালো করে দিয়েছি। এবং এ চারটি কোণাকে একটু গাঢ় করে পেন্সিল দিয়ে ঘষে দিয়েছি।
ভেতরে যে অংশটা আগে আমি হাইলাইটার দিয়ে পূর্ণ করেছিলাম আর এবং কিছু সংখ্যক ঘর গুলো বাকি ছিল ওই বাকি ঘরগুলোকে আমি পেন্সিল দিয়ে ঘষে হালকা কালো করে দিয়ে ঘরগুলো পূর্ণ করেছি।এবং সম্পূর্ণরূপে আমার থ্রিডি আর্ট তৈরি হয়ে গেল।
আমার থ্রিডি আর্ট সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমি নিজের হাতের একটি সিগনেচার দিয়েছি এবং সিগনেচার সহ আমার থ্রিডি আর্টের একটি ছবি তুলে নিয়েছি।
✳️ এটি আমার তৈরি থ্রিডি আর্টের সম্পূর্ণ ছবি।✳️
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। |
ডিভাইস | poco M2 |
লোকেশন | মেহেরপুর |
ফটোগ্রাফি | থ্রিডি আর্ট । |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি তুহিন ব্লগ। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমার একটি বাগান আছে। বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকি। আমি ছবি আঁকতে পছন্দ করি। অবসর সময় মাছ ধরতে অনেক ভালো লাগে। আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
থ্রিডি আর্ট করেছেন। দেখতে একেবারে থ্রিডি মনে হচ্ছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার থ্রিডি আর্টটি এক কথায় অসাধারণ হয়েছে। আর একই সাথে আপনার পদ্ধতিগুলো খুব পরিষ্কার-পরিচ্ছন্ন হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
যেকোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করলে দেখতে ভালো লাগে। তাই চেষ্টা করি ভাই ভালো কিছু করার ধন্যবাদ আপনাকে।
আসলে থ্রিডি আর্ট গুলো করতে যেমন ধৈর্যের প্রয়োজন হয় তেমনি দক্ষতার প্রয়োজন হয়। সেই সাথে অনেক সময়ও লেগে যায় আর্টগুলো সম্পূর্ণ ভাবে অঙ্কন করতে। দেখে বুঝতে পারছি আপনি খুবই নিখুঁতভাবে এবং অনেক সময় ব্যবহার করে এই থ্রিডি আর্ট অংকন করেছেন। উপস্থাপনা ও বেশ ভালো ছিল যা দেখে যে কেউ খুবই সহজে এটি অঙ্কন করতে পারবে।
যেকোনো আর যদি ধৈর্য ধরে করা যায় তাহলে এমনিতেই অনেক সুন্দর লাগে। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার পোস্ট আমি ফলো করি। আপনার আর্ট পোস্ট গুলো দেখলে ভীষণ ভালো লাগে। থ্রিডি আর্টটি ইউনিক মনে হচ্ছে। রং করাতে অনেক সুন্দর লাগতেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আমিও বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি ভাইয়া আপনি আমার পোস্টগুলোকে ফলো করেন। গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
থ্রিডি আর্ট আমার কাছে খুবই ভালো লাগে।থ্রিডি আর্ট অঙ্কন করতে পারি না। তবে যারা থ্রিডি আউট অঙ্কন করে সেগুলো দেখতে অনেক ভালো লাগে ।আপনি অনেক সুন্দরভাবে সাবলীলভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন।
মানুষ ইচ্ছা করলে পারেন এমন কিছু নেই আপনি চেষ্টা করবেন অবশ্যই আপনি পারবেন। আমিও একটা সময় পারতাম না কিন্তু এখন টুকটাক করে পারছি। আপনি চেষ্টা করলে পারবেন।
থ্রিডি চিত্র অংকন নিখুঁতভাবে করতে হয়। অনেক সুন্দর করে ধৈর্য সহকারে নিখুঁতভাবে চিত্ত টি অঙ্কন করেছেন। বিশেষ করে রঙিন পেন্সিল দিয়ে রঙিন করায় আরো সুন্দর লাগছে দেখতে।
অনেক ধন্যবাদ ভাই।
থ্রিডি আর্ট গুলো করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। কারণ একটু ব্যতিক্রম হলেই এটিকে আর থ্রিডি আর্ট মনে হয় না। এটি দেখতে একেবারে সত্যিকারের মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে সুন্দর এই থ্রিডি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রতিটা জিনিস ধৈর্যের মাধ্যমেই সফল হওয়া যায়। গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
আপনি ঠিক বলছেন রোজা রেখে কাজ করতে অলস লাগে কিন্তু অলস লাগলে কি করব সব কাজ তো করে নিতে হচ্ছে নিয়ম মাফিক। আপনি প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন কিছু পোস্ট শেয়ার করেন দেখলে অনেক ভালো লাগে। আপনার আজকে যে থ্রিডি শেয়ার করেছেন আর্ট টি অসাধারণ লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে সুন্দর থ্রিডি আর্ট করে শেয়ার করার জন্য।
রমজান মাস রোজাদারদের জন্য একটা বরকতময় সময়। যদিও সারাদিন রোজায় থাকার জন্য অলস লাগে তারপরও অনেক ভালো লাগে।ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।
খুব সুন্দর একটি থ্রিডি আর্ট করেছেন ভাইয়া। এটা দেখতে সুন্দর হয়েছে অনেক। এরকম থ্রিডি আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
এ ধরনের থ্রিডি আর্টগোল আপনার ভালো লাগে এটা জেনে খুব ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ আপু।