" অভিমান "১০% লাজুক খ্যাকের জন্য) by @tuhin002
আমি @tuhin002
from Bangladesh
০৩ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ ।
১৮ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ ।
|
---|
আমি @tuhin002, আমার বাংলা ব্লগএর একজন সদস্য।প্রথমে সবার সুস্থতা কামনা করছি।।আজকে আমি নতুন একটি কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছ।আজকে আমি আপনাদের সামনে যে কবিতাটি শেয়ার করব সেই কবিতাটির নাম "অভিমান"কবিতাটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
|
---|
বসন্ত সেদিনও এসেছিল...
বুক ভরা অফুরন্ত ভালোবাসা ছিল।
বলেছিলে,তুমি আসবে।
তাই তো তোমার জন্য এনেছিলাম-
গোলাপ,কদম, কৃষ্ণচূড়া।
তোমার জন্য লিখেছিলাম-
ভালোবাসার ছড়া,কবিতা আর গান।
অবশেষে তুমি আসলে না।
তোমার কাছে আমার চাওয়ার কিছুই নেই
তোমার দেওয়ার ব্যাথাটাও যে
হাসিমুখে নিলাম মেনে।
মনের কোনে ক্ষুদ্র আশা আছে
ফিরবে তুমি কোন একদিন।
কোন এক শ্রাবণ মাসের শুরুতে
বসে থাকবো আমি চুপটি করে।
আমি আর বলবো না তোমায়
সাগরের ঢেউয়ের মতো করে।
ভাসিয়ে নিয়ে যাও আমায়
দূরে কোন অজানা দেশে।
যখন তুমি চাইলে না মোরে,
তখন ক্ষতবিক্ষত হৃদয়টাকে
তোমার অপেক্ষাতেই রেখে দিলাম
আমার জীবনের বাকি দিন গুলো।
পোস্ট বিবরণ
শ্রেণী কবিতা
ডিভাইস poco M2
লেখক @tuhin002
লোকেশন মেহেরপুর
সমাপ্ত
আমি আজ শেয়ার করলাম "অভিমান "আরোও একটি নতুন কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি আপনাদের কাছে ভালো লাগে জানাবেন।আপনাদের ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে।পুনরায় চেষ্টা করবো নতুন কোন একটি কবিতা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে।ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি দেখা ও পড়ার জন্য।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি তুহিন ব্লগ।আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি।এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়।আমি পাশাপাশি একটি ব্যবসা করি।এ ছাড়া আমার একটি বাগান আছে। এবং বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকে।আমি ছবি আঁকতে পছন্দ করি।মাছের চাষ আমার প্রধান পেশা।এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম।সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
বুক ভরা অফুরন্ত ভালোবাসা ছিল।
বলেছিলে,তুমি আসবে।
তাই তো তোমার জন্য এনেছিলাম-
গোলাপ,কদম, কৃষ্ণচূড়া।
তোমার জন্য লিখেছিলাম-
ভালোবাসার ছড়া,কবিতা আর গান।
অবশেষে তুমি আসলে না।
তোমার কাছে আমার চাওয়ার কিছুই নেই
তোমার দেওয়ার ব্যাথাটাও যে
হাসিমুখে নিলাম মেনে।
মনের কোনে ক্ষুদ্র আশা আছে
ফিরবে তুমি কোন একদিন।
কোন এক শ্রাবণ মাসের শুরুতে
বসে থাকবো আমি চুপটি করে।
আমি আর বলবো না তোমায়
সাগরের ঢেউয়ের মতো করে।
ভাসিয়ে নিয়ে যাও আমায়
দূরে কোন অজানা দেশে।
যখন তুমি চাইলে না মোরে,
তখন ক্ষতবিক্ষত হৃদয়টাকে
তোমার অপেক্ষাতেই রেখে দিলাম
আমার জীবনের বাকি দিন গুলো।
পোস্ট বিবরণ
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco M2 |
লেখক | @tuhin002 |
লোকেশন | মেহেরপুর |
সমাপ্ত
আমি আজ শেয়ার করলাম "অভিমান "আরোও একটি নতুন কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি আপনাদের কাছে ভালো লাগে জানাবেন।আপনাদের ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে।পুনরায় চেষ্টা করবো নতুন কোন একটি কবিতা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে।ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি দেখা ও পড়ার জন্য। |
---|
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি তুহিন ব্লগ।আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি।এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়।আমি পাশাপাশি একটি ব্যবসা করি।এ ছাড়া আমার একটি বাগান আছে। এবং বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকে।আমি ছবি আঁকতে পছন্দ করি।মাছের চাষ আমার প্রধান পেশা।এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম।সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
আপনার অভিমান কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো আমার কাছে। বাস্তবের অনেক কাহিনীর সাথে আপনার এই কবিতাটির লাইনগুলো মিলে গেল। আপনি মাধ্যমে অনেক বাস্তবিক কাহিনী ফুটিয়ে তুলেছেন। আপনার কবিতাটি পড়ে মনটা ভালো হয়ে গেল। কবিতা পড়তে ভীষণ ভালো লাগে।
বাস্তবের সাথে মিল রেখেই কবিতাটি লিখেছি ভাই। আপনাকে অনেক ধন্যবাদ
ভাইয়া অভিমান কবিতাটি বেশ ভালো লেগেছে। প্রথমে কবিতাতে প্রিয় মানুষকে পাওয়ার ভালোবাসার কথা থাকলেও পরে কিন্তু কবিতাযর শেষের দিকে অভিমানই রয়েছে। আসলে কেউ যদি ভালোবাসার এমন প্রস্তাব প্রত্যাখ্যান করে আসলেই বেশ কষ্ট লাগে হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যায়।
ভালোবাসা প্রথম দিকে মিষ্টি হলেও শেষের দিকে হয়ে যায় আপু ধন্যবাদ আপনাকে।
আপনার অভিমান কবিতাটি বেশ অভিমান দিয়ে লেখা। কবিতার প্রত্যেকটি লাইনে অভিমান লুকিয়ে রয়েছে। প্রথমে ভালোবাসা ছিল আর ভালোবাসা থেকেই তো অভিমান। যাইহোক ভাইয়া কবিতা আমার অনেক ভালো লাগে। কিন্ত আপনাদের মতো ভালো লিখতে পারিনা। ধন্যবাদ আপনাকে।
অভিমান নিয়ে ভালোবাসা যেখানে অভিমান নেই সেখানে ভালবাসা কি করে থাকে বলো আপু।
লোকে বলে আশায় বাঁচে চাষা শুধু কি তাই 🤔🤔
এমন অনেক প্রেমিক আছে যারা আশা নিয়ে বেঁচে থাকে দীর্ঘদিন ।অনেকেই আবার নাম লিখিয়েছে ইতিহাসের পাতায়।।।
সুন্দর কবিতা রচনা করেছেন কবিতাটি অনেক অর্থ বহন করে রয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে উপরের লাইনগুলো।।।
আপনি ঠিকই বলেছেন ভাই অনেকেই ইতিহাসের পাতায় নাম লিখে গলায় দড়িও দিয়েছে।
মনে জমা অভিমান থেকে কিংবা ভালোলাগা থেকেই হয়তো কবিতার সৃষ্টি হয়। হয়তো অভিমানের সুরগুলো কবিতার মাঝে ভেসে বেড়ায়। তাইতো আপনি আপনার কবিতায় নিজের অভিমানগুলো তুলে ধরেছেন। আপনার লেখা কবিতাটি দারুন হয়েছে ভাইয়া।
অভিমান এবং ভালোবাসা থাকলেই কবিতা লেখা একটু সহজ হয় আপু।
কবিতার মধ্যে বেশ ভালো অভিমান লুকিয়ে আছে, আর খুব চমৎকারভাবে প্রিয়জনকে পাওয়ার আকুল আবেদন কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
প্রিয়জনকে কাছে পাওয়ার জন্যই মানুষ এত কিছু করে থাকে আপু।
আপনার অভিমান কবিতাটি পরে অনেক ভালো লাগলো ।আসলেই আপনি অনেক সুন্দর ভাবে কবিতাটি মিলিয়ে মিলিয়ে লিখেছেন ।কারোর জীবনে অভিমান না থাকলে এত সুন্দর ভাবে অভিমানের কবিতা লিখতে পারেনা। জানিনা আপনার মনে কি অভিমান রয়েছে ভাইয়া ।ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লেখার জন্য।
অভিমান না থাকলে জীবন সুন্দর হয় না আপু।
কবিতাটি দারুন লাগলো। অনেক ভাল লিখেছেন ভাইয়া। এভাবে লিখে যান। প্রতিটি লাইন অভিমান দিয়ে ভরা ছিল।মনে ভালবাসার অভিমান থেকেই হয়ত কবিতার জন্ম হয়।অনেক ধন্যবাদ ভাইয়া।
আপু অভিমান নেই কিন্তু প্রতিশোধ নেয়ার ইচ্ছা আছে।