" বখাটে "১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ) by tuhin002

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো...
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ (০৮-০২-২০২৩)

Screenshot_2023-02-08-08-10-35-818_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

আসলামু আলাইকুম,আমার স্ট্রিম বন্ধুগন।আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন।আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি নাটক রিভিউ করতে ইচ্ছুক ।তাই আজকে আমি একটি নাটক শেয়ার করতে যাচ্ছি।নাটকের নাম " বখাটে "নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো .......

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

নাটকের নামবখাটে
পরিচালকস্বরাজ দেব
অভিনয়সিয়াম আহমেদ, তয়া,রাকিব,সোহাগ
দৈর্ঘ্য১৫ মিনিট ০৩ সেকেন্ড
ভাষাবাংলা
মুক্তির তারিখ০৮ ডিসেম্বর ২০১৬ ইং।

নাটকের সার-সংক্ষেপ।

Screenshot_2023-02-08-07-30-00-658_com.google.android.youtube.jpg
Screenshot_2023-02-08-07-29-54-540_com.google.android.youtube.jpg
Screenshot_2023-02-08-07-30-28-666_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

নাটকের নাম যেহেতু বখাটে সেহেতু সিয়ামের কাজই হচ্ছে বন্ধুদের সাথে বখাটি করে বেড়ানো। বন্ধুদের সাথে ক্যারামবোর্ড খেলে। সে বন্ধুদের সাথে সিগারেট খায় মেয়েদেরকে উত্তপ্ত করে।এই হচ্ছে তার প্রতিদিনের কর্মকাণ্ড। এক কথায় বকাটেরা যেগুলো করে থাকে সবগুলো সে করে।

Screenshot_2023-02-08-07-30-56-058_com.google.android.youtube.jpg
Screenshot_2023-02-08-07-31-42-935_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

সে বাইকের উপরে বসে থাকে,হঠাৎ তখন তয়া একটি ফ্লাক্সিলোডের দোকানে এসে তার মোবাইলে রিচার্জ করে।এবং সে চলে যায়।এরপর সিয়াম ও তার বন্ধুরা দোকানদারের কাছ থেকে জোরপূর্বক তার নাম্বার নেই।

Screenshot_2023-02-08-07-32-53-656_com.google.android.youtube.jpg
Screenshot_2023-02-08-07-33-20-910_com.google.android.youtube.jpg
Screenshot_2023-02-08-07-34-04-900_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এই দৃশ্যের মধ্যে সুন্দর একটি গান হয়। এই গানটা আমার খুবই ভালো লাগে। সিয়াম তয়ার পিছনে পিছনে গাড়ি নিয়ে যেতে থাকে। একটা সময় তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যায়।তয়া সিয়ামকে ভালোবেসে ফেলে। সিয়াম বখাটে হলেও মনের মধ্যে ভালোবাসা ছিল প্রচুর পরিমাণ। তয়া সিয়ামের বাইকে চড়ে একটা বালুর একটা জায়গা আছে সে জায়গায় গিয়ে বসে এবং তার একটি অভ্যাস আছে সে কোন গুটি পেলে কোন কিছু ঠোকার জন্য চেষ্টা করে।

Screenshot_2023-02-08-07-34-20-338_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এদিকে তার ভালোবাসার কথা তার ভাই জানতে পারে। কোন ভাই চাইবে না কোন বখাটে ছেলের সাথে তার বোনের সম্পর্ক হোক। ঠিক তেমনি তাদের সম্পর্কটা তার ভাই মেনে নিতে পারেনি। তাই তাকে অনেক কিছু বলে এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলে।

Screenshot_2023-02-08-07-35-14-552_com.google.android.youtube.jpg
Screenshot_2023-02-08-07-35-01-840_com.google.android.youtube.jpg
Screenshot_2023-02-08-07-35-31-585_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এদিকে সিয়াম তয়াকে একে বারবার ফোন দিতে থাকে।তয়া বসে থাকে আর ফোনের দিকে তাকিয়ে দেখে। তার ফোনটি বাজে কিন্তু সে ফোন ধরে না।পরের দিন সিয়ামের সাথে তয়ার দেখা হয় কিন্তু তারা সাথে কথা না বলে পাস কাটে চলে যাই।এটা সিয়াম কোন ভাবে মেনে নিতে পারেনি।

Screenshot_2023-02-08-07-36-33-941_com.google.android.youtube.jpg
Screenshot_2023-02-08-07-37-15-154_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

কিছুদিন পরে সিয়াম তার বন্ধুদের নিয়ে বসে ছিল। হঠাৎ তয়া একটা ছেলেকে নিয়ে রিকশায় চলে আসছিল। এটা দেখে সিয়াম তয়ার পাশে যে ছেলেটা ছিল তাকে রিকশা থেকে নামিয়ে মারধর করছিল। সে কোন ভাবেই তার পাশে ওই ছেলেটাকে মেনে নিতে পারছিল না।

Screenshot_2023-02-08-07-38-00-146_com.google.android.youtube.jpg
Screenshot_2023-02-08-07-38-11-251_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এটা দেখার পরে তয়া রিকশা থেকে নেমে আসে এবং সিয়ামের গালে একটা থাপ্পড় মারে।আর তাকে বলে তুমি চেনো ওকে? কয়দিন বাদে ওর সাথে আমার বিয়ে হবে আর তুমি ওকে মারধর করছো।এই বলে তয়া ওই ছেলের হাত ধরে নিয়ে চলে যায়।

Screenshot_2023-02-08-07-38-26-423_com.google.android.youtube.jpg
Screenshot_2023-02-08-07-38-51-519_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

সিয়ামের হাতে একটি খুর ছিল সে খুরটি নিজের হাতের সাথে শক্ত করে ধরে এবং হাত কেটে রক্ত বের হয়ে যায়। সিয়ামের সাথে একজন সহপাঠী ছিল সে তার হাত ধরে এবং তার হাতে কাপড় দিয়ে বেঁধে দেয় এবং তার বন্ধুদেরকে ডাক দেয়।সিয়াম বসে পড়ে মাটিতে।

Screenshot_2023-02-08-07-39-24-677_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

সিয়াম সেই বালুর চরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে। ওর এক বন্ধু এসে বলে বন্ধু আজকে তয়ার বিয়ে হয়ে যাবে। তুই কিছু কর না হলে সত্যিই আজকে ওর বিয়ে হয়ে যাবে। তখনও সিয়াম কিছুই বলে না শুধু হাতের মধ্যে কে যেন একটা কিছু দেয়।

Screenshot_2023-02-08-07-40-10-461_com.google.android.youtube.jpg
Screenshot_2023-02-08-07-40-31-600_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

তার বন্ধু চলে যাবার কিছুক্ষণ পরে দেখা যায়,একজন বিয়ের সাজনা সেজে কে যেন দৌড়িয়ে আসছে। সিয়াম তাকিয়ে থাকে পরে দেখে যে তয়া।সে এসে সিয়ামকে জড়িয়ে ধরে বলে,তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি ঐদিন তোমার সাথে এই অভিনয়টা না করতাম তাহলে আমার ভাইয়া তোমাকে বিপদে ফেলে দিত। তোমাকে বাঁচানোর জন্যই আমি এই অভিনয়টি করেছিলাম।

Screenshot_2023-02-08-07-41-36-977_com.google.android.youtube.jpg
Screenshot_2023-02-08-07-41-59-863_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

তয়া সিয়ামের সাথে কথা বলতে থাকে। হঠাৎ করে তার মুখ দিয়ে রক্ত বের হয় এবং আস্তে আস্তে সে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। সিয়াম হতবাক হয়ে শুধু তার মুখের দিকে তাকিয়ে থাকে।সিয়াম তার মুখের ভাষা হারিয়ে ফেলেছে। সে যেন পাথর হয়ে গেছে।

Screenshot_2023-02-08-07-43-05-401_com.google.android.youtube.jpg
Screenshot_2023-02-08-07-42-22-174_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এদিকে তয়ার ভাই লোকজন নিয়ে সিয়াম কে মারতে আসে। তাকে প্রচন্ড পরিমাণ মাথায় আঘাত করে। এবং মারধরও করে এদিকে তয়া মাটিতে শুয়ে তার ভাইকে বলে আমরা অনেক দূরে চলে যাব। তোমরা ওকে মেরো না কিন্তু কে শুনে কার কথা। তাকে প্রচন্ড মারধর করার পরে তারা সেখান থেকে চলে যায়।

Screenshot_2023-02-08-07-43-56-634_com.google.android.youtube.jpg
Screenshot_2023-02-08-07-44-34-507_com.google.android.youtube.jpg
Screenshot_2023-02-08-07-45-02-530_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

অনেক দিন পরে সিয়ামকে পুনরায় দেখা যায় কিন্তু এই সিয়াম আর সে আগের সিয়াম নেই। সিয়াম পাগল হয়ে গেছে। পাগলের হয়ে সে রাস্তায় ঘুরে বেড়ায়।তয়া পাথর দিয়ে কোন কিছু ঠোকার জন্য চেষ্টা করত। সেটা তার মনে ছিল এবং সে ঠিক সেভাবে একটি বোতল ঠুকছিল।ভালোবাসা শেষ পরিণতি পাগল হয়ে যায়।আর এখানে এই নাটকে সমাপ্তি ঘটে।
ব্যক্তিগত মতামত
" বখাটে " আসলেই নাটকটি আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে বলে বোঝাতে পারবো না।আমার রেটিং দেওয়াতে আপনার বুঝতে পেরেছেন কতটা ভালো লেগেছে এই নাটকটি।এ নাটকে একটি গান আছে এই গানটা আমার অসম্ভব সুন্দর লাগে। আমার জীবনের নাটক দেখার মধ্যে এটাই হচ্ছে বেস্ট মনে হয়। কখনো কখনো বকাটে ছেলেরাও মন প্রাণ উজাড় করে ভালোবাসে। কিন্তু বখাটে বলে সমাজ এবং পরিবার মেনে নিতে পারে না। সবশেষে এভাবেই তাদের জীবনটাকে উৎসর্গ করতে হয়।অসাধারণ একটি নাটক আপনাদের সামনে রিভিউ করলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে।

ব্যক্তিগত রেটিং ।

নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৯.৯ দিবো।

Source

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


IMG_20220723_115342_9~3.jpg

আমি তুহিন ব্লগ।আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি।এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়।আমি কর্মহীন বেকার যুবক।এ ছাড়া আমার একটি বাগান আছে। এবং বারে থাকে।আমি ছবি আঁকতে পছন্দ করি।মাছের চাষ আমার প্রধান পেশা।এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম।সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।।

Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

Sort:  
 3 years ago 

নাটক দেখতে আমি খুবই পছন্দ করি মুভি থেকে নাটক বেশি দেখা হয়। নাটকটি দেখা হয়নি আপনার রিভিউ পড়ে খুবই ভালো লেগেছে সময় পেলে নাটকটি দেখব।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমার দেখা বেস্ট একটি শর্ট ফিল্ম আমি কত বার এটা দেখেছি আর এর ভিতরের গানটা আমার এত পছন্দের অনেক শুনেছি তারপরও আমার কাছে অনেক ভালো লাগে। মাঝেমধ্যে এই গানটি শোনা হয়। আপনি খুবই সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন ভাইয়া ধন্যবাদ তার জন্য।

 3 years ago 

আসলে আপু এই নাটকটি অনেক সুন্দর।

 3 years ago 

ভাইয়া বখাটে নাটকের কাহিনী পড়ে বুঝতে পারলাম মোটামুটি একটি মুভির মতই হয়ে গেছে। মুভি বললেও ভুল হবে না। তবে সিয়ামের শেষ পরিনতি দেখে কষ্ট লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

জি ভাই আপনি ঠিকই বলেছেন সিয়ামের শেষ পরিণতিটা আসলে আমাকে অনেক খারাপ লেগেছে।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.035
BTC 110678.55
ETH 3913.33
USDT 1.00
SBD 0.58