নাটক রিভিউ :- " বাটপার প্রেমিক " by @tuhin002
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ (২৯ - ০৫ - ২০২৩)
আসলামু আলাইকুম,আমার স্ট্রিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি খুব সুন্দর একটি নাটক রিভিউ করতে ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম"বাটপার প্রেমিক " নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। |
---|
নাটকের নাম | বাটপার প্রেমিক |
---|---|
পরিচালক | এবিডি তুহিন |
অভিনয় | আ,খ,ম হাসান,এ্যানি খান,সঞ্জীব আহমেদ, লিজা খানম, মীর জাকি, তমা ইসলাম |
দৈর্ঘ্য | ৩২ মিনিট ১৬ সেকেন্ড |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ১৩ জুন ২০২০ ইং। |
নাটকের সারসংক্ষেপ । |
---|
নাটকের শুরুতে আখম হাসান একটু সেজেগুজে ঘর থেকে বেরিয়ে তার মার কাছ থেকে কিছু টাকা চাই। তার মা বলে টাকা কি করবি? আর তুই এভাবে সেজেগুজে এদিক ওদিকে ঘোরাঘুরি করিস, বিয়ে-শাদী করো। মানুষজন এভাবে বেড়ালে খারাপ বলবে। এ কথা শুনে একটু হাসি দেয় এবং ওর মাকে বলে কি বলো তুমি মা একথা বলেছে বাড়ি থেকে বের হয়ে যায়।
এরপরে সে তার বন্ধুদের সাথে বসে থাকে এবং একটু পরে একজন নায়িকা রিকশা নিয়ে তাকে ডাক দেয় এরপরে সে রিকশায় চড়ে খোশ গল্প করতে করতে এদিক-ওদিকে ঘুরে বেড়াতে থাকে।
হাসান এরপরে সে বাড়ি ফিরে এসে দেখে এ্যানি তার বাড়ির উপরে দাঁড়িয়ে আছে। এর পাশে একটু ভাব ভঙ্গি নিয়ে তার সামনে দাঁড়িয়ে বলে কি ব্যাপার তুমি আমাদের বাড়িতে। তখন এনি বলে তোমার মায়ের সাথে আমার একটু দরকার আছে। তখন সে বলে আচ্ছা ঠিক আছে রাত্রে তোমার সাথে আমি দেখা করবো।
এর কিছুদিন পরে এ্যানি হাসানের ফোনে, ফোন দেয় এদিকে সে অন্য একটি মেয়ের সাথে প্রেমে হাবুডুবু খাচ্ছে। ওই মুহূর্তে ফোন দেখে সে তাকে বলে খালা আমি একটু পরে আসতেছি,আমি বাজারে মাছ কিনতে এসেছি । তার সামনে নায়িকাটি তাকে বলে কে তোমাকে ফোন দিয়েছে তখনও বলে এই আমার খালা ফোন দিয়েছে।
এরপরে রাস্তা দিয়ে আসছিল আখম হাসান এ্যানি খান তাকে দেখে বলে যে তুমি কোথায় যাচ্ছ তুমি বলে মাছ কিনতে গিয়েছিলে? তখন তাকে বলে তুমি রিকশায় ওঠো? এ বলে দুইজন রিক্সায় খোশ গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে যাই। কিছুক্ষণ যাওয়ার পরে দেখে এর আগে তার যে প্রেমিকা ছিল সে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে রিকশা থেকে নেমে দৌড়ে পালায়।
দৌড়াতে দৌড়াতে সে কাঁঠাল গাছের নিচে চলে আসে। এবং সেখানে সে দেখে তার আরেকটি গার্লফ্রেন্ড বসে আছে। সে তাকে জিজ্ঞাসা করে তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? তখন সে বলে তোমার কাছে আসবো বলে দৌড়ে চলে এসেছি। সেখানে তার কাছে বসে একটা সেলফি তোলেঐ নায়িকা
আসলে তার তৃতীয় বান্ধবীটা তার প্রেমিকা নয় সে তার সাথে ভুয়া প্রেম করার অভিনয় করে। তার কাছে থেকে কিছু সেলফি তুলেছে এবং এটা এ্যানি খানকে দেখানোর জন্য। এ্যানি খান এটা দেখার পরে একটু রেগে যায় এবং সেখান থেকে সে চলে যায়।
এরপর এ্যানি খান আখম হাসানকে বলে তুমি আমাকে বিয়ে করবা কিনা সেটা বল? সে বিয়ে করার জন্য জোর-জোবর করে। তখন আখম হাসান বলে এই মেয়েদের সাথে প্রেম করলে শুধু বিয়ের কথা বলে থাকে। এ্যানি খান তাকে বলে, যদি তোমাকে আমি না পাই তাহলে আমার মরা ছাড়া কোন পথ থাকবে না।
এর পরে এ্যানির বাবা আখম হাসানের মায়ের কাছে আসে,তার মেয়ের বিয়ের ব্যাপারে। তার বাবা তাকে বলে যে বোন আমি আমার মেয়েকে আপনার ছেলের হাতে তুলে দিতে চাই। আর এই শুভ কাজটা আমি দেরি করতে চাই না।
হঠাৎ করে অনির বাবা চিৎকার করে কেঁদে ওঠে বলে যে আপনার ছেলের জন্য আমার মামারা মেয়েটা মারা গেল আর এটা দেখে আখম হাসানের মা ও স্টক করে মারা যায়। আসলে এটা সত্যি সত্যি মারা যায় না এটা আখম হাসান ঘুমের ঘরে স্বপ্ন দেখে এবং সে চিৎকার করে তার মায়ের কাছে দৌড়ে যায়। এবং বলে মা আমি যা করেছি ভুল করেছি আমি এখন এগুলো সব বাদ দিয়ে দেবো এবং বিয়ে করবো তুমি আমার বিয়ের ব্যবস্থা কর।
এরপর তার মা খুশি হয়ে তাদের বিয়ে দিয়ে দেয়। বাসর ঘরে এ্যানি খানকে আখম হাসান বলে আমি আর কোন মেয়ের পেছনে এভাবে দৌড়বো না। আমি এখন বাটপার প্রেমিক না আমি এখন তোমার স্বামী। এই বলে দুইজন হাসাহাসি করে এবং এখানে নাটকের সমাপ্ত হয়ে যায়।
নাটকের নামটা যেমন সুন্দর ঠিক তেমন নাটকটাও তেমনি সুন্দর। আমার কাছে নাটকটি হেব্বি লেগেছে। একাধিক প্রেম ভালোবাসা করা ভালো, কিন্তুু তার ফলশ্রুতি শেষ পর্যন্ত সাধারণত দেখে থাকি খারাপই হয়। তবে কাউকে ঠকিয়ে বা মনে আঘাত দিয়ে নিজে ভালো থাকা যায় না। সময়ের ব্যবধানে মানুষ তার নিজের ভুল বুঝতে পারে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।
ব্যক্তিগত রেটিং । |
---|
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৯.৩ দিবো।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি তুহিন, আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়। এছাড়াও আমার একটি বাগান আছে। বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকি। আমি ছবি আঁকতে পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/ABashar45/status/1663147553729441794?t=aymQD6n_AdxjlrA_Iso-kw&s=19
আ.খ.ম হাসানের নাটকগুলো বেশ হাসির আর মজার হয়।আমার খুব ভালো লাগে। আপনার রিভিউ পড়ে খুব ভালো লাগলো। সময় পেলে আশাকরি দেখবো নাটকটি।ধন্যবাদ ভাইয়া।
বেশ মজার একটা নাটক আপু দেখলে অনেক ভালো লাগবে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আ.খ.ম হাসানের নাটকগুলো বেশ হাসির থাকে দেখতে ভালই লাগে। তবে এই নাটকটি দেখা হয়নি। পুরো নাটকের রিভিউ পড়ে আমার কাছে ভালো লেগেছে। খুব শীঘ্রই নাটকটি দেখব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক সুন্দর একটি নাটক আপু। সময় পেলে নাটকটি দেখবেন। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
বাটপার প্রেমিক নাটকটার রিভিউ পোস্ট খুবই সুন্দর ভাবে পড়লাম। ভীষণ ভালো লেগেছে এই নাটকটার রিভিউ আমার কাছে। নাটকের রিভিউ আমি অনেক বেশি পছন্দ করি পড়তে। এই নাটকটার রিভিউ অনেক বেশি ভালো লেগেছে সময় পেলে নাটকটা দেখতে হবে। এটা কিন্তু ঠিক কাউকে ঠকিয়ে নিজে কখনোই ভালো থাকা যায় না। সময়ের সাথে সাথে সবাই এই বিষয়টা বুঝতে পারে খুবই সুন্দর ভাবে। যাই হোক আপনার রিভিউ টা অসম্ভব ভালো ছিল বলতে হয়।
আপু এক ব্যক্তির তিনটা মেয়ের সাথে প্রেম করে বেড়ায়। বিয়ে করতে চায় না, বিয়ে করলে আটকা পড়ে যাবে তাই। সময়ের সাথে সাথে নিজের ভুল গুলো শুধরে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।
নাটকটার রিভিউ খুবই মজা করে দিলাম। যদিও এমনিতে এই নাটকগুলো দেখতে আমি অনেক বেশি পছন্দ করতাম কিন্তু এখন ব্যস্ততার কারণে নাটক দেখা হয়ে ওঠেনা। আখম হাসানের নাটকগুলো আমার একটু বেশি দেখা হয় বলতে গেলে। সময় পেলে অবশ্যই এই নাটকটা দেখে নেওয়ার চেষ্টা করব। আপনার রিভিউ পোস্টের মাধ্যমে নাটকটা সম্পূর্ণভাবে পড়ে অসম্ভব ভালোই লাগলো কিন্তু। খুব সুন্দর ভাবেই সম্পূর্ণটা লিখে তুলে ধরলেন।
চেষ্টা করেছি ভাই নাটকের বিষয়বস্তুগুলো তুলে ধরার জন্য। আমার কাছে বেশ ভালো লেগেছে নাটকটি। সময় পেলে একদিন দেখে নেবেন। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।