প্রতিযোগিতা :- ৪০ বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
১১ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ।

০৮ মহরম ১৪৪৪ হিজরি। ২৬ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ।


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু


বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ফাউন্ডার "এডমিন ও মডারেটর প্যানেল সহ সকল সদস্যদের জানাই অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি।



আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা:- ৪০


IMG_20230710_082306.jpg

লোকেশন:- https://w3w.co/lingering.overboard.earnings

হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে জানাই সালাম। আপনারা কেমন আছেন সবাই। আশাকরি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগ, প্রতিযোগিতা:- ৪০ "বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি।আশাকরি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
বৃষ্টির সময়:-


IMG_20230726_123956.jpg

IMG_20230726_123824.jpg

IMG_20230726_123754.jpg

লোকেশন:- https://w3w.co/lingering.overboard.earnings


যেহেতু এখন বর্ষাকাল। আর বর্ষার সময় বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্য ফটোগ্রাফিতে সবকিছুই থাকবে আর বৃষ্টির কোন ফটোগ্রাফি থাকবে না তা তো আর হয় না। সত্যি বলতে যেদিন এই কনটেস্ট দিয়েছে সেদিন থেকে আমাদের এই দিকে বৃষ্টি বন্ধ। মেঘ হয় কিন্তু বৃষ্টি হয় না। চেয়ে আছি আজক এই ছয় সাত টা দিন। যখন অন্যান্য ফটোগ্রাফি দিয়ে আমার পোস্ট প্রায় কমপ্লিট। ঠিক তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। সেসময় অনেক ভালো লাগলো। মাথার উপর ছাতা দিয়ে বাইরে চলে গেলাম এবং অনেক গুলো ফটোগ্রাফি করলাম। এরমধ্যে যেগুলো ভালো লেগেছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। বর্ষার সময় কিছু বর্ষার ফটোকপি করতে পেরেছি এটা আমার কাছে খুবই আনন্দ লেগেছে।
পদ্ম ফুল :-


IMG_20230725_072845.jpg

IMG_20230725_072528.jpg

লোকেশন : -https://w3w.co/lingering.overboard.earnings


আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। বর্ষার সময় চায়ের দিকে পানি থৈথৈ করে। বর্ষা আসলে প্রকৃতি যেন তা নতুন সাজে সজ্জিত হয়। কিছু কিছু ফুল হয়েছে যেগুলো পানির উপরে ফুটে থাকে। আর এর মধ্যে অন্যতম হলো পদ্ম ফুল। অনেকে আমরা গ্রামের ভাষায় এগুলোকে শাপলা ফুল বলে থাকি। কারণ পদ্মফুল এবং শাপলা ফুলের মধ্যে খুব বেশি একটা তফাৎ নেই। আমার বাড়ির পাশে একটা বড় পুকুর আছে সেই পুকুরে এই পদ্ম ফুল ফুটেছে। আর সেখান থেকেই আমার এই পদ্মফুলে ফটোগ্রাফি টা সংগ্রহ করা।


আকাশে ☁ মেঘ :-


IMG_20230724_162755.jpg

IMG_20230724_162810.jpg

লোকেশন:-https://w3w.co/lingering.overboard.earnings

যখন বর্ষার সময় হয় তখন আকাশের সব সময় মেঘ থাকে। সূর্য ওঠার চেষ্টা করে কিন্তু মেঘের আড়ালে সূর্য লুকিয়ে থাকে। এই সময় কখনো দেখা যায় রোদ উঠেছে আবার কখনো দেখা যায় বৃষ্টি হচ্ছে। এভাবে কিন্তু বর্ষার সময় রোদ বৃষ্টির খেলা হয়ে থাকে। অনেক সময় রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে তাই আমরা গ্রামের মানুষের একটা কথা বলে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খেকশিয়াল এর বিয়ে হচ্ছে। বর্ষার সময় আকাশে এমন রোদ এমন মেঘ থাকবে এটাই স্বাভাবিক। এখন যে বর্ষার সময় তার আসল নমুনায় হল সবসময় মেঘ থাকাটা।


সবুজের সমারোহ :-


IMG_20230725_063915.jpg

IMG_20230725_075019.jpg

IMG_20230725_075005.jpg

লোকেশন:- https://w3w.co/lingering.overboard.earnings

বর্ষাকালে যখন চারিদিকে বৃষ্টির হয় তখন আপনারা দেখবেন চারদিক যেন নতুন সাজে সজ্জিত হয়ে ওঠে সব কিছু সজিব হয়ে ওঠে। এই সময় দেখতে খুবই সুন্দর লাগে। গাছপালা সবুজ লতাপাতা যেন প্রাণ ফিরে পায়। বিশেষ করে গ্রাম অঞ্চলের সৌন্দর্য গুলো বেশি ফুটে ওঠে। কারণ গ্রাম অঞ্চলের গাছপালা ছোট লতা ঘাস ইত্যাদি বেশি থাকে। আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন যখন ঘাসের উপরে বৃষ্টি হয় তারপরও যদি সূর্য ওঠে তাহলে বৃষ্টির পানি গুলো সোনার মত জ্বলতে থাকে। তখন কিন্তু সেখানে এক অপরূপ দৃশ্য সৃষ্টি হয়। আমি আমার ফটোগ্রাফির মধ্য দিয়ে এই দৃশ্যগুলো ফুটিয়ে তুলেছি।


কদম ফুল।


IMG_20230725_072638.jpg

IMG_20230725_072614.jpg

লোকেশন:-https://w3w.co/lingering.overboard.earnings

আপনারা হয়তো অনেকেই জানেন কদম ফুল হলো বর্ষাকালীন ফুল। বর্ষা আসলে কদম ফুল ফোটে। কদম ফুল প্রচুর পরিমাণে গাছে ফুটে থাকে। আপনার এই ফটোগ্রাফির মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন যে এই গাছে কি পরিমান কদম ফুল ফুটেছে। কদম ফুলকে বর্ষা রাজকীয় ফুলও বলা হয়ে থাকে। কারণ বর্ষার সময় যত ফুল ফোটে তার মধ্যে কদম ফুল সৌন্দর্য বৃদ্ধি মান একটি ফুল। আমরা ছোটকালে এই কদম ফুল নিয়ে অনেক খেলা করতাম। আর কদম ফুলের একটি সুন্দর একটা গন্ধ আছে, যেটা সবার কাছেই ভালো লাগে। আমি যখন ফটোগ্রাফি টা করছিলাম তখন এই কদম ফুল গাছে এত পরিমান মৌমাছি ছিল যা বলে শেষ করা যাবেনা। আসলে তারা এই ফুল থেকে মধু সংগ্রহ করছে। বর্ষাকালে অন্যতম ফুল হলো এই কদম ফুল।


জার্মানি ফুল।


IMG_20230711_171542.jpg

লোকেশন:-https://w3w.co/lingering.overboard.earnings

বর্ষার সময় আরেকটি ফুল সব থেকে বেশি দেখা যায়, এই ফুলটাকে আমরা গ্রামের ভাষায় জার্মানির ফুল বলে থাকি। হতে পারে অঞ্চল ভেদে এর নাম ভিন্ন হতে পারে। কিন্তুু বর্ষার সময় এই ফলটি পানির মধ্যে প্রচুর পরিমাণে ফুটে থাকে। আমার বাড়ি থেকে ২০০ গজ দূরে একটি পুকুর রয়েছে। ওই পুকুরে প্রচুর পরিমাণে এই ফুল ফুটে রয়েছে। ঐদিন বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পরে যখন আমি রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলাম, দেখছিলাম এই ফুলটি এই ফুলের গায়ে বৃষ্টি পড়েছে এবং ফুলটি দেখতে অনেক চমৎকার লাগছে। তাই দেরি না করে ফুলটির একটি ফটোগ্রাফি করে নিলাম। সাধারণত বর্ষাকালে এ ফুলটি বেশি দেখা যায়।


পরিপূর্ণ পানি ও ধানের জমি।


IMG_20230725_072742.jpg

IMG_20230725_065745.jpg

লোকেশন:-https://w3w.co/lingering.overboard.earnings


বর্ষার সময় চারিদিকে পানিতে একাকার হয়ে যায়। খাল বিল গুলো যেন পানিতে সব ভরে যায়। যেদিকে তাকাই শুধু পানি আর পানি। তারপর একটা কথা না বললেই নয়, এই বছরে বর্ষা চাপ খুবই কম। এইতো কয়েক বছর আগে এত পরিমাণ বর্ষ হয়েছিল যে মানুষ ঘর থেকে বের হতে পারতো না। কিন্তু এবার বর্ষা তেমন নেই। তারপরও এর মধ্য দিয়ে যতটুকু বর্ষা হচ্ছে বা পানি হচ্ছে তাতে মাঠঘাট মোটামুটি পরিপূর্ণ। এই সময় আসলে কৃষকেরা জমি চাষ করে এবং জমিতে ধান লাগানো শুরু করে। কারণ বর্ষার সময় হল ধান লাগানোর মৌসুম। আপনারা এখানে যে পুকুরটি দেখতে পারছেন এই পুকুরটি ৮০ বিঘা জমির উপরে। এই পুকুরের পানি থৈ থৈ করছে। এবং পরে ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন কৃষকেরা তার জমিতে ধান লাগিয়েছে।
বর্ষার ফুল।


IMG_20230725_071303.jpg

IMG_20230725_071231.jpg

লোকেশন:-লোকেশন:-https://w3w.co/lingering.overboard.earnings


বর্ষার সময় ফোটে এমন অনেক জনপ্রিয় ফুল রয়েছে। এর মধ্যে রয়েছে, জবা, কদম ফুল, হাসনাহেনা,গন্ধরাজ আরও বিভিন্ন ধরনের ফুল যেসব ফুল গুলো এই বর্ষার সময় ফুটে থাকে। আপনারা নিচে যে দুটি ফুলের ফটোগ্রাফি দেখছেন এগুলো বর্ষাকালে ফুটে থাকে। একটি ফুল হলো আমরা বলে থাকি ঘাসফুল অন্যটি হলো বিদেশি কলমি ফুল। আসলে দেখতে অনেকটা কলমি ফুলের মতো বলে একে কলমি ফুল বলা হয়ে থাকে। হয়তো এর আসল কোন নাম থাকতে পারে। তবে ফুল দুইটি দেখতে বেশ সুন্দর। এরকম অসংখ্য ফুল বর্ষাকালে ফুটে থাকে।
আমার পুরো ছবিগুলো আমার নিজের গ্রাম থেকেই তোলা, তাই লোকেশন একটাই।


আমি সব সময়ই চেষ্টা করে যাচ্ছি আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আশাকরি আপনাদের সবারই ফটোগ্রাফি গুলো দেখে ভালো লেগেছে। আপনাদের সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি, আল্লাহ হাফেজ।


পোস্ট বিবরণ

বিষয়প্রতিযোগিতা:- ৪০
ডিভাইসpoco m2
বিষয়বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি।
লোকেশনজুগির গোফা, গাংনী, মেহেরপুর , বাংলাদেশ।
ফটোগ্রাফার@tuhin002
আজ এ পর্যন্তই, আবারো নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল।

আল্লাহ হাফেজ।