গান কভার:- চাঁন্দের বাতির ।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গান। এই গানটি সবার কাছে অনেক পছন্দের একটি গান। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ....
গান হচ্ছে মানুষের একটা আবেগ ও অনুভূতির একটা জায়গা। অনেকদিন আগের কথা যখন আমি দশম শ্রেণীর ছাত্র। ওই সময় একজনের অনুরোধে আমি এই গানটি গেছিলাম। এরপরে আর সেভাবে গানটি গাওয়া হয়নি। আজ হঠাৎ কি মনে হল সেই দিনের কথা মনে পড়ে গেল তাই আজকে এই গানটি আপনাদের মাঝে আমি গান গেয়ে শোনাবো। গানটি হল চাঁন্দের বাতির "আর এই ভালো লাগা থেকেই আমি আজকে গানটি গেয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
Source
সূর্যের আলো ঝলমলাইয়া আমায় পোড়াইলি( ২)
এখন তো চাঁন্দেও চিনে না,আমারে সূর্য চিনে না
কেমনে চিনবো যে চিনাইবো সেও তো চেনে না।
ইট বালি আর সিমেন্ট দিয়া ঘর বানানো যায়
সেই ঘরেতে যায় না থাকা মিল যদি না হয়।(২)
চাঁন্দের বাতি দিয়া আমার যে ঘর সাজাইলি
সূর্যের আলোয় ঝলমলাইয়া সে ঘর পোড়াইলি।
এখন তো চাঁন্দেও চিনে না,আমারে সূর্য চিনে না
কেমনে চিনবো যে চিনাইবো সেও তো চেনে না।
বুইঝা থাকলে চোখের পাতায় ঘুম কি দিয়া যায়
ঘুম পাড়ানো মাসি পিসি ঘুম যদি না দেয়।
চান্দের বাতি দিয়া আমার যে ঘুম পাড়াইলি
সূর্যের আলোয় ঝলমলাইয়া সে ঘুম ভাঙ্গাইলি।
এখন তো চাঁন্দেও চিনে না,আমারে সূর্য চিনে না
চিনবো কেমনে যে চিনাইবো সেও তো চেনে না।( ২)
গানের কিছু তথ্য
গান :- চাঁন্দের বাতির ।
শিল্পী:- বিপ্লব।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | গান |
---|---|
গানের কভার তৈরি | @tuhin002 |
ডিভাইস | poco M2 |
লোকেশন | গাংনী,মেহেরপুর |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি তুহিন, আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়। এছাড়াও আমার একটি বাগান আছে। বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকি। আমি ছবি আঁকতে পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
এটি অনেক সুন্দর একটি গান এবং খুবই জনপ্রিয় একটি গান। একটা সময় এই গানগুলো প্রত্যেক ঘরে বাজতো। এখন এই গানটা দিয়ে অনেক tiktok ও দেখা যায়। খুব সুন্দর ভাবে আপনি গানটি কভার করেছেন।
আপনি ঠিকই বলেছেন আপু এটা খুবই সুন্দর একটি জনপ্রিয় গান।
https://twitter.com/ABashar45/status/1667848012310401024?t=5HTmv-wXhWrOVwM40fKt-g&s=19
চাঁন্দের বাতির গানটি আগে কখনো শুনিনি। ভাইয়া আপনার কন্ঠে গানটি অনেক ভালো হয়েছে। ছাদে বসে শুনলাম ভীষণ ভালো লাগলো। আশাকরি এভাবে প্রতি সপ্তাহে গান কভার করে আমাদের কে বিনোদন দিবেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
ভাই গানটি কিন্তু আমি আরেকটু ভালো করে গাইতে পারতাম। কিন্তু ঘরে, পাশের রুমে আব্বু ছিল তাই গাইতে পারিনি ভালো করে। 😄😄😄
চাঁন্দের বাতি গানটি হয়তো কোথাও যেনো শুনছি কিন্তু এখন ঠিক মনে পরতেছে না। চাঁন্দের বাতি গানটা আমাকে খুব ভালো লাগে। আপনি চাঁন্দের বাতি নিজের কন্ঠে দারুণ একটা উপহার দিয়েছেন, আপনার কন্ঠ অনেক সুন্দর ভাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য।
ভাই এই গানটি গেয়েছে শিল্পী বিপ্লব। আমি অনেক বছর আগে এই গানটি শুনেছি। ইচ্ছা ছিল গানটির মন খুলে গাইবো পাশের রুমে বাবা ছিল তাই গাইতে পারিনি। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
অনেকদিন পরে শিল্পী বিপ্লবের এই গানটি আপনার মুখ থেকে শুনতে পেলাম।।
একসময় যখন বাটন ফোন চালাতাম তখন মাঝেমাঝে এই গানটি শুনতাম।।
আপনার কন্ঠে গানটি শুনতে পেরে খুবই ভালো লাগলো।।
ধন্যবাদ ভাই আপনার চমৎকার মন্তব্য করার জন্য।
ভাইয়া আপনার গানের গলা সত্যিই অসাধারণ। আপনার গলায় এই গান শুনে অনেক ভালো লাগলো। অনেকদিন পর আপনার গান শুনলাম। দারুন একটি গান গেয়ে সবার মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
আপু প্রত্যেক সপ্তাহে একটি করে গান আমি রিভিউ করে থাকি। আমার গাওয়া গানটি শুনে আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি প্রায় সময় গান কভার শেয়ার করেন আপনার গান কভার গুলো আমার শুনতে অনেক ভালো লাগে। আপনি আজকেও আপনি চাঁন্দের বাতির গানটি আমাদের সাথে শেয়ার করলেন গানটি আমার অসাধারণ ভালো লেগেছে। প্রতিনিয়ত সুন্দর সুন্দর গান কভার করে যাচ্ছেন আপনার থেকে প্রতি সপ্তায় একটি করে গান কভার শুনতে চাই।
অবশ্যই আপু প্রত্যেক সপ্তাহে আমি একটি করে গান কভার করব এবং আপনাদের মাঝে শেয়ার করব। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।
ওয়াও অসাধারণ আপনি বিপ্লবের খুব জনপ্রিয় একটি গান নিজের কন্ঠে গেয়েছেন। আমি এই গানটি কতবার শুনেছি তা বলে শেষ করা যাবে না। কারণ গানটি আমি একদম মুখস্ত গাইতে পারি। সম্ভবত এ গানের ক্যাসেটটি ২০০২ সালে বাইর হয়েছে। তবে আমি ২০১০ সালে প্রথম এই গানটি শুনেছি। এরপর থেকে আমি গানটি সব সময় শুনতাম। সত্যি বলতে আপনার কন্ঠে গানটি শুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে গানটি গাওয়ার জন্য।
আমিও আপু আপনার মতই ওই সময় শুনেছি। গানটি আমার বেশ ভালো লাগে। তাই একটু চেষ্টা করেছিলাম গাওয়ার জন্য এবং আপনাদের মাঝে শেয়ার করলাম
আপনি খুবই সুন্দর একটা গানের কভার করেছেন যা শুনে ভীষণ ভালো লেগেছে। এই গানটা আমার অনেক বেশি পছন্দের। আপনি খুব সুন্দর ভাবে গানটির কভার করেছেন খালি গলায়। একটা লাইন নিজের মতো করে সাজিয়ে বলেছেন। মনটা ভরে গেল ভাই আপনার গাওয়া এই গানটা শুনে। শিল্পী বিপ্লবের গান সত্যি খুবই সুন্দর হয়। ওনার গান আমি মাঝে মাঝেই শুনি। বিশেষ করে এই গানটা বেশিরভাগ সময় শোনা হয়।
গানটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ইচ্ছা করে নিজের মতো করে সাজিয়ে বলেছিলাম ভাইয়া। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।