" কাকতাড়ুয়ার সংসার"। ১০% লাজুক খ্যাকের জন্য) by @tuhin002

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @tuhin002
from Bangladesh
পহেলা ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ।

২৪ রজব ১৪৪৪ হিজরি। ১৫ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ।


IMG_20230215_004152.jpg

স্বরচিত কবিতা

আমি @tuhin002, আমার বাংলা ব্লগএর একজন সদস্য।প্রথমে সবার সুস্থতা কামনা করছি।।আজকে আমি নতুন একটি কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছ।আজকে আমি আপনাদের সামনে যে কবিতাটি শেয়ার করব সেই কবিতাটির নাম " কাকতাড়ুয়ার সংসার "কবিতাটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।

কাকতাড়ুয়ার সংসার

কাকতাড়ুয়া হয়ে এভাবেই আমি

এক জনম ভরে
দাঁড়িয়ে আছি একা।
ভিড়তে দিই না কোন নিঠুর কাককে
আমার মনের আঙিনাতে।

এভাবেই আমি চলতে চলতে
পার করেছি এক যুগ ধরে।
আমার কুৎসিত কাকতাড়ুয়া রুপে।

একদিনও তোমার হাতটি ধরে
চলা হলোও না আমার।
ইচ্ছে ছিল নদীর ধারে
বসবো দু-জন দুজনাতে।
তোমায় নিয়ে ঘুরবো আমি
সারা বিকেল ধরে।

সেই তো তুমি বনের পাখি,
থাকতে গহীন বনের অন্তরালে।
মাঝে মাঝে উড়ে এসে,
বসতে আমার কুৎসিত কাকতাড়ুয়ার খড়ে।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসpoco M2
লেখক@tuhin002
লোকেশনমেহেরপুর

সমাপ্ত

আমি আজ শেয়ার করলাম" কাকতাড়ুয়ার সংসার " আরোও একটি নতুন কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি আপনাদের কাছে ভালো লাগে জানাবেন।আপনাদের ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে।পুনরায় চেষ্টা করবো নতুন কোন একটি কবিতা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে।ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি দেখা ও পড়ার জন্য।

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি তুহিন ব্লগ।আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি।এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়।বর্তমানে আমি বেকার এবং চাকরি খোঁজার জন্য চেষ্টা করছি ।এ ছাড়া আমার একটি বাগান আছে। এবং বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকে।আমি ছবি আঁকতে পছন্দ করি।মাছের চাষ আমার প্রধান পেশা।এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম।সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর কবিতা লেখেছেন।আমার কাছে আপনার এই কবিতা লিখতে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। আমার কাছে কবিতা পড়তে এবং লিখতে দুটোই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ক্লাস টেনে মনে হয় কাকতাড়ুয়া একটা উপন্যাস পড়েছিলাম! আপনার কবিতা পড়ে মনে পড়ে গেল ভাইয়া। মনের পাখি যখন বনে বনে ঘুরে বেড়ায় তখন খারাপ লাগেই ভাইয়া। ভালো লিখেছেন

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

মামা আমি কিছুদিন ধরে খেয়াল করছি আপনি আমাদের মাঝে বেশ দারুন দারুন কবিতা লিখে শেয়ার করছেন। আজকে শেয়ার করেছেন কাকতাড়ুয়ার কবিতা লিখে বেশ দারুন হয়েছে। কিন্তু আমি ক্লাস টেনে কাকতাড়ুয়ার নামে একটি উপন্যাস পড়েছিলাম বেশ মজার ছিল উপন্যাসটি। এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলে ভাগ্নে আজকাল কবিতা লিখতেও যেন ভালো লাগে। গঠনমূলক মন্তব্য জন্য ধন্যবাদ তোমাকে।

 2 years ago 

একটি কবিতা লিখেছেন আপনি ভাইয়া। এরকম কবিতা গুলো পড়তে যেমন ভালো লাগে দেখতে অনেক ভালো লাগে। আমরা তো স্কুলে কাকতাড়ুয়ার উপন্যাস পড়েছিলাম। আমার এখনো ওই উপন্যাসটা মনে আছে। কিন্তু আপনি কাকতাড়ুয়ার সংসার কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটিও পড়তে ওই উপন্যাসের মতই ভালো লাগলো। প্রত্যেকটি লাইন চমৎকারভাবে লিখেছেন আপনি।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি কিন্তু আজকে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন যা পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। এরকম কবিতা গুলো পড়তে একটু বেশি ভালো লাগে আমার কাছে। আপনার কবিতার প্রত্যেকটি লাইন একেবারে মন ছোঁয়া ছিল। কবিতার নামটিও কিন্তু বেশ অসাধারণ ছিল কাকতাড়ুয়ার সংসার।

একদিনও তোমার হাতটি ধরে
চলা হলোও না আমার।
ইচ্ছে ছিল নদীর ধারে
বসবো দু-জন দুজনাতে।
তোমায় নিয়ে ঘুরবো আমি
সারা বিকেল ধরে।

এই লাইনগুলো আমার কাছে পড়তে একটু বেশি ভালো লেগেছে। অসাধারণ ছিল।

 2 years ago 

আমার লেখা কবিতাটা এখনো ভালো লেগেছে জেনে আমার নিজের কাছে অনেক ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

অসাধারণ একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এত সুন্দর কবিতা পড়ে আমি মুগ্ধ। আপনার এত সুন্দর কবিতা আমাকে সত্যিই অনেক অনুপ্রাণিত করেছে। কারণ আমিও মাঝেমধ্যে কবিতা লিখে থাকি, যার জন্য কবিতাটি বারবার করে পড়ার চেষ্টা করলাম। আশা করি এভাবে আরও অনেক কবিতা আমাদের মাঝে উপহার দিবেন।

 2 years ago 

সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার স্বরচিত কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া এটি খুব ইউনিক একটি কবিতা।আপনি খুবই সুন্দর করে সহজ সাবলীল ভাষায় কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন।নিজের আবেগ কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আপু কবিতা গুলো যদি স্বাভাবিক ভাষায় লেখা যায় তাহলে পড়তে ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি আজকে খুবই সুন্দর একটি টপিক নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন। কবিতার মাধ্যমে কিন্তু নিজের দক্ষতার প্রকাশ ঘটে। এক একটি লাইন এতো মনমুগ্ধকর ছিল পড়ে মনটা একেবারে ভরে গিয়েছে। এরকম কবিতা গুলো যত পড়ি ততই ভালো লাগে পড়তে। সম্পূর্ণ কবিতা এক কথায় অসাধারণ ছিল। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে এভাবে কবিতা লিখলে পড়তে ভীষণ ভালো লাগে।

 2 years ago 

কবিতা লেখার সাথে সাথে কবিতার টপিক্সটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ টপিক্সের মধ্যে কবিতার ভাবার্থটা বোঝা যায়।

 2 years ago 

আপনি অত্যন্ত চমৎকার কবিতা লিখেছেন। কবিতার প্রতিটি ছন্দ বেশ দুর্দান্ত হয়েছে। আসলে মনের অনুভূতি গুলো কবিতার ছন্দে চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । যা বেশ দুর্দান্ত হয়েছে। এই ধরনের কবিতা পড়তে ভীষণ ভালো লাগে। কাকতাড়ুয়া উপমা খুব চমৎকার আমাদের মাঝে প্রকাশ করেছেন।

একদিনও তোমার হাতটি ধরে
চলা হলোও না আমার।
ইচ্ছে ছিল নদীর ধারে
বসবো দু-জন দুজনাতে।
তোমায় নিয়ে ঘুরবো আমি
সারা বিকেল ধরে।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।