স্পোর্টস:- পাকিস্তান ও নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

in আমার বাংলা ব্লগ6 months ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি খেলাধুলা বিষয় সম্পর্কে আপনাদের সামনে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি।


ম্যাচের কিছু খেলার কভার ফটো

নিউজিল্যান্ডের স্কোয়াড।

পাকিস্তানের স্কোয়াড।

প্রথম ইনিংস।


পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে টি-টোয়েন্টি প্রথম ম্যাচ শুরু হওয়ার পরে শাহীন আফ্রিদি প্রথম ওভারে আউট হয়ে যান ডেভিড কর্নওয়ে। খেলা শুরুতে বড় একটা ধাক্কা খায় নিউজিল্যান্ড। তারপরও যেহেতু নিউজিল্যান্ডের মাটিতে খেলা তাই নিঃসন্দে নিউজিল্যান্ড ভালো কিছু করবে এতে কোন সন্দেহ নেই।


এরপরে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন উইলিয়ামসনের সাথে মিচেল বেশ সুন্দর একটা জুটি করে। মিছিলের দুর্দান্ত খেলায় তারা অনেকটা রান এগিয়ে নিয়ে যায়। মিচেল সম্ভবত ২৬ বলে৬১ রান করেন। আর এতে তারা একটা বড় রানের সামনের দিকে এগিয়ে যায়। যেভাবে তারা মার মুখে ভঙ্গিতে খেলছে তাতে মনে হয়েছিল ২০০ রানের বেশি করতে পারবে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে।


পাকিস্তানের কোন বলেন খুব ভালো বল করতে পারি নাই। তারা বেধড়ক মার খেয়েছে এর ফলে শেষ পর্যন্ত নিউজিল্যান্ড বিশ ওভারে রান করতে সক্ষম হয় ২২৬ রান। নিউজিল্যান্ডে ইরানের টার্গেট দিয়েছে মনে হয় পাকিস্তান এতটা রান করতে পারবে না। তবে বলতেই হয় নিউজিল্যান্ড প্রথম ধাক্কা খেয়ে এত রান করবে এটা আসলেই কৃতিত্ব তাদের। তাদের কয়েকটা ব্যাটসম্যান খুবই ভালো খেলছে যার ফলে এত রাগ সংগ্রহ হয়েছে।


দ্বিতীয় ইনিংস।

নিউজিল্যান্ড প্রথমে যা শুরু করেছিল তার পুত্রাটাই বিপরীতমুখী ভঙ্গিতে খেলছে পাকিস্তানের দুই ওপেনার সায়েম আইয়ুব এবং মোহাম্মদ রেজওয়ান। সাইম আইয়ুব যেভাবে খেলছিল তাতে মনে হয়েছিল এই রান শেষ করতে খুব বেশি সময় লাগবে না। মাত্র ৮ টা বল খেলে ২৯ টা রান করেছিলেন। যার মধ্যে তিনটা ছিল ছক্কা দুইটা ছিল চার। কিন্তু দুর্ভাগ্যবশত সে রান আউট হয়ে যায়।


এরপরে আসে বাবর আজম। রিজওয়ান এর সাথে মোটামুটি ভালই খেলে গেছিল বাবার আজাম। কিন্তু রিজওয়ান খুব বেশিক্ষণ দাঁড়াতে পারি নাই। ১০০ রানের গণ্ডি পার করতে পাকিস্তানকে হারাতে হয় ৪ উইকেট। একপাশে দাঁড়িয়ে ছিল বাবার আজাম। যদি ইফতেখার নিয়ে বেশ একটু জুটি করেছিল তারপরও কোন কাজ হয়নি।


দ্যা বিগ ম্যান বাবর ঠিকই তা নিজের ফিফটিটা তুলে নেন ক্যারিয়ার ৩১ তম ফিফটি। মাত্র ৩৫ বলে ফিফটি পার করেন। কিন্তু ৫০ রান করার পরে বাবারে দাঁড়াতে পারে নাই। সে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে ফিরে যায়। এরপরে আর কেউ সেভাবে দাঁড়াতে পারে নাই। আর এখানে পাকিস্তানের পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যায়।


একদিকে আমির জামিল দাঁড়িয়ে থাকলেও তাকে সঙ্গ দেয়ার মত আর কোন ব্যাটসম্যান ছিল না কারণ সেই পর্যন্ত তাদের ১০ উইকেট হারিয়ে ফেলে। পাকিস্তান মাত্র 180 রানে অল আউট হয়ে যায়। এই জয় নিউজিল্যান্ড সিরিজে ১-০ হতে এগিয়ে গেল। নিউজিল্যান্ডের জন্য শুভকামনা রইল পরবর্তীতে পাকিস্তান যেন ব্যাক করতে পারে তার জন্য তাদের শুভকামনা রইল।


পোস্ট বিবরণ

শ্রেণীস্পোর্টস
ডিভাইসpoco M2
স্ক্রিনশট সোর্সYouTube
লোকেশনমেহেরপুর
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

মাঝে মাঝেই খেলার রিভিউ পড়তে বেশ ভালোই লাগে।যদিও ক্রিকেটের প্রতি বেশি টান নেই আমার।তবে রিভিউ পড়ে বুঝলাম পাকিস্তান অল আউট হয়ে গেছে আর নিউজিল্যান্ডের জয় হয়েছে।একদিক থেকে আমার কাছে বেশ ভালোই লেগেছে, ধন্যবাদ ভাইয়া।

 6 months ago 

আপনি খেলা খুব ভালো না বুঝলেও তারপরও যতটুকু বুঝেছেন সে থেকে যে আপনার ভালো লেগেছে এটা জেনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ক্রিকেট খেলার দল হিসেবে আমি পাকিস্তানকে ছোটবেলা থেকেই সাপোর্ট করি।
পাকিস্তান ভালো খেললে আমার কাছে খুব ভালো লাগে খেলাটা দেখতে।
প্রথম ইনিংসটা ঠিকঠাক মতো দেখা হয়নি।
ভেবেছিলাম দ্বিতীয় ইনিংস টা খুব ভালোভাবে দেখে পাকিস্তানের জয়টা অন্তত দেখতে পারবো অনেকদিন পরে।
প্রথমে শুরুটা ভালো করেছিল খেলাটা খুব ভালো লাগছিল। কিন্তু পরবর্তীতে এমন অবস্থা হলো পাকিস্তান দলটার একবারে মুখ থুবড়ে পড়ে গেল।
তবে যাই হোক হারলেও পাকিস্তান জিতলেও পাকিস্তান। আগামী ম্যাচগুলোর জন্য শুভকামনা রইল

 6 months ago 

এখানেও আপনার সাথে যথেষ্ট মিল রয়েছে ভাই। আমিও ছোটবেলা থেকে পাকিস্তানের সাপোর্ট করি। আপনি ঠিক বলছেন পাকিস্তানের খেলা শুরুটা বেশ ভালো ছিল কিন্তু শেষ পর্যন্ত তারা ধরে রাখতে পারি নাই তাই তারা ম্যাচটা হেরেছে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনি প্রায় মাঝে মধ্যে আমাদের এখানে খেলা বিষয়ে রিভিউ শেয়ার করে থাকেন। আর এর মধ্য দিয়ে অজানা অনেক খেলা সম্পর্কে ধারণা পায় আমি। কারণ এমনিতেই আপনারা জানেন আমি খেলা খুবই কম দেখে থাকি। এ যেমন আজকের এই দুইদলের সুন্দর একটি খেলা সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপনা করেছেন পাকিস্তান ও নিউজিল্যান্ড এর খেলার বিষয়।

 6 months ago 

আপনি খেলা না দেখলেও আমার পোস্ট দেখে পড়ে ধারণা পেয়েছেন এটা জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57899.47
ETH 3134.16
USDT 1.00
SBD 2.39