কবিতা : ব্যর্থ প্রেমিকের প্রেমিকা কাঠগোলাপ।

in আমার বাংলা ব্লগlast year

আমি @tuhin002
from Bangladesh
২৭ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ।

১৯ জিলক্বদ ১৪৪৪ হিজরি। ১০ জুন ২০২৩ খ্রিস্টাব্দ।


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু


বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি ।

20230610_150746_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি


আমি @tuhin002,আমি একজন বাংলাদেশি। " আমার বাংলা ব্লগ "এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আপনাদের মাঝে আমার নিজের লেখা কবিতা শেয়ার করতে চলে চলেছি। প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে কবিতা উপস্থাপন করে যাচ্ছি। আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগেবে। আজকে আমি আপনাদের সামনে যে কবিতাটি শেয়ার করবো কবিতাটির নাম "ব্যর্থ প্রেমিকের প্রেমিকা কাঠগোলাপ। কবিতাটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।


স্বরচিত কবিতা : ব্যর্থ প্রেমিকের প্রেমিকা কাঠগোলাপ।
লেখা - তুহিন খান

উড়ে যাওয়া একটি পাখিকে একদিন ডেকে বললাম;
ও পাখি শোন না, তোর জীবনটা দিবি আমায়,
তোর জীবনের বিনিময়ে না হয় আমার জীবনটা নিস।
আমার কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ল পাখিটা।
আমায় সে বললো; না বাপু, আমার যে উড়েই সুখ!


থমথমে গম্ভীর আকাশকে ডেকে বললাম ;
ও আকাশ, তোর বৃষ্টি টুকু আমায় দিবি?
আমার হৃদয়ের শূন্য উদ্যান ফুলের বাগান করবো।
মুখ বাঁকিয়ে আকাশ আমায় বললো ;
না বাপু,ঝড়েই আমার সুখ!

মুখটা ভার করে অবশেষে গেলাম পাহাড়ের কাছে ;
ডেকে বললাম পাহাড়কে, তোর ঝর্ণাটা আমায় দিবি?
পাহাড় আমায় বললো ডেকে ;
না বাপু,সাগরকে ভালোবেসে তার নামে লিখে দিয়েছি।

পাহাড়ের কথা শুনে দৌড়ে গেলাম সাগরের কাছে ;
বললাম ডেকে সাগরকে, তুইও কি দিবি না আমায়?
সাগর আমায় বললো ডেকে,আকাশের যে আমাকে বড্ড প্রয়োজন!

আমার এই ব্যর্থ নিষ্ফল জীবনের বিনিময়ে,
কেউ কারো জীবনটা আমায় দেয়নি।
আমার নিরসাক্ত ভালোবাসার বিনিময়ে,
কেউ আমায় একটু খানি ভালোবাসিনি।

এই পোড়া হৃদয় নিয়ে একদিন শহরের বুক ঘেঁষে হেঁটে যাওয়ার সময়,
ঝরে পড়া পদদলিত একটি কাঠ গোলাপের সঙ্গে দেখা।
তাকে উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম।
সহসা সে ডেকে বললো আমায়, প্রেমিক?
হাঁটা থামিয়ে ফিরে তাকালাম তার দিকে।
সে আমায় বললো ডেকে, আমি পদদলিত বলে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস?

তাকে বললাম আমি, আমি যে একজন ব্যর্থ মানুষ।
সেও বললো আমায়, আমিও যে ব্যর্থ তোরই মত।
আমি বললাম, দুঃখ বিনিময় করবি আমার সাথে?
সে সহসা হেসে বললো, আমার দুঃখ যে তোর দুঃখের থেকেও বেশি সইতে পারবি তো?

মুচকি হেসে বললাম তাকে, ভালবাসলে সবটা সইয়ে নিবো।
আমার কথা শুনে মুচকি হেসে সে বললো আমায়, চল, আজ থেকে তুই আমার প্রেমিক।

সেই থেকে আমায় কেউ ব্যর্থ প্রেমিক বললে,
মুচকি হেসে তাকে বলি,"কাঠগোলাপ আমার প্রেমিকা।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসpoco M2
লেখক@tuhin002
লোকেশনমেহেরপুর
আজ আবারও একটি নতুন কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম" ব্যর্থ প্রেমিকের প্রেমিকা কাঠগোলাপ। যদি আপনাদের কাছে ভালো লাগলে আমাকে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। পুনরায় আমি নতুন কোন একটি কবিতা নিয়ে,আপনাদের সামনে হাজির হব, ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল।

সমাপ্ত

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি তুহিন, আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়। এছাড়াও আমার একটি বাগান আছে। বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকি। আমি ছবি আঁকতে পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

অনেক কিছুই আপনাকে ব্যার্থ আপনি আপনার ভালোবাসা দিয়ে কাট গোলাপের দুঃখবরণ করে নিলেন। আপনার এই কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আপনার কাছ থেকে সুন্দর সুন্দর কবিতা আরো চাই।

 last year 

চেষ্টা করবো আপু আরো কিছু সুন্দর কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করার।

 last year 

ব্যর্থ প্রেমিকের প্রেমিকা কাঠ গোলাপ এই কবিতাটা আপনি খুবই সুন্দর ভাবে লিখেছেন। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনার লেখা আজকের এই কবিতাটা পড়ে। খুবই সুন্দর একটা টপিক তুলে ধরেছেন এই কবিতাটি লেখার জন্য। সম্পূর্ণটাই একেবারে মন ছোঁয়া ছিল বলতেই হচ্ছে। প্রত্যেকটা লাইন নিজের মতো করে খুব সুন্দর ভাবে লিখেছেন।

 last year 

এই কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাই। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 last year 

খুবই সুন্দর একটা কবিতা আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। কবিতাটা পড়ে আমার খুবই ভালো লেগেছে। চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে অন্তত একটি করে কবিতা আমাদের মাঝে শেয়ার করার।

 last year 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য। অবশ্যই চেষ্টা করবো ভাই প্রত্যেক সপ্তাহে একটি করে কবিতা শেয়ার করার জন্য।

 last year 

আমার এই ব্যর্থ নিষ্ফল জীবনের বিনিময়ে,
কেউ কারো জীবনটা আমায় দেয়নি।
আমার নিরসাক্ত ভালোবাসার বিনিময়ে,
কেউ আমায় একটু খানি ভালোবাসিনি।

আরে বাহ্, খুবই সুন্দর একটা টপিক তুলে ধরেছেন তো এই কবিতাটি লেখার জন্য। আপনার লেখা কবিতাটা পড়ে সত্যি খুব ভালো লাগলো। আমি কবিতা লিখতে এবং পড়তে অনেক বেশি পছন্দ করি। আপনি কবিতার প্রত্যেকটা লাইন খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন সবার মাঝে। অসম্ভব ভালো ছিল আপনার লেখা আজকের এই কবিতাটা।

 last year 

ধন্যবাদ আপু আপনার চমৎকার মন্তব্য করার জন্য।

 last year 

ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকার কবিতা লিখেছেন। ব্যর্থ প্রেমিক প্রেমিকার কাঠগোলাপ কবিতা লিখেছেন। তবে আপনার কবিতার প্রত্যেকটি লাইন পড়ে খুব ভালো লাগলো। সত্যি বলতে আজকে আপনার কবিতাটি ভিন্ন রকম লাগলো। অনেক সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে ভিন্ন ধরনের কোন কবিতা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপনি খুব চমৎকার ব্যর্থ প্রেমিকের প্রেমিকা কাঠগোলাপ কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে সত্যিই অনেক ভালো লাগলো। আপনার কবিতার মধ্যে ভিন্ন রকম মজা পেলাম। কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। অনেক সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ভাই আমার কবিতাটি পড়ে আপনি যে মজা পেয়েছেন এটা জেনে খুবই ভালো লাগলো, সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।