ক্রিকেট বিশ্বকাপ:- বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের ম্যাচ।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি খেলাধুলা বিষয় সম্পর্কে আপনাদের সামনে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি।
খেলার রিভিউ
বাংলাদেশ এবং নেদারল্যান্ডের ম্যাচে প্রথমে নেদারল্যান্ড ব্যাট করতে থাকে। এই বিশ্বকাপে নেদারল্যান্ড বেশ ভালো খেলছে। তাই আশা করা যায় বাংলাদেশে বিরুদ্ধেও তারা ভালো খেলবে। এইতো কিছুদিন আগেই নেদারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। আর এ থেকে বোঝা যাচ্ছে তাদের আত্মবিশ্বাসটা অনেকটা বেশি তারা খুব সহজে বাংলাদেশকে হারানোর চেষ্টা করবে।
নেদারল্যান্ড তাদের ইনিংসে প্রথমদিকে ধাক্কা খায় এবং খুব অল্প রানের মধ্যে অনেকগুলো উইকেট হারিয়ে ফেলে। আমরা বরাবরই জানি বাংলাদেশের ব্যাটিং লাইন ভালো না হলেও তাদের বোলিং লাইনের যথেষ্ট ভালো রয়েছে এবং তারা বলে তাদের এটা এর মধ্যে আটকে ফেলার চেষ্টা করবে। এ পর্যন্ত নেদারল্যান্ডে চার উইকেট পড়ে যায়। তাই বলা যেতেই পারে নেদারল্যান্ড অনেকটা ব্যাক ফুটে চলে গেছে। আশা করি বাংলাদেশ যদি তাদের এই ধারাবাহিকতা বজায় রাখে তাহলে ২০০ রানের আগে তাদেরকে অলআউট করে দিতে পারবে। যদিও ক্রিকেট খেলা বলে কথা দেখা শেষ পর্যন্ত কত কি করতে পারে।
নেদারল্যান্ডের মধ্যে বেশ কিছু ব্যাটিং হয়েছে যারা খুবই ভালো এবং তাদের ব্যাটিং স্টাইল তো অনেক ভালো। বলা যেতেই পারে লো অর্ডারে কিছু ব্যাটিং আছে তারাও বেশ ভালো খেলে থাকেন আর সেই ভালো খেলাতেই নেদারল্যান্ড শেষ পর্যন্ত তারা দুইশ বেশি রান করতে সক্ষম হয়। আজকের এই পিস দেখে বোঝা যাচ্ছে স্লো পিস তার বলায় যেতে পারে এই রান করতে বাংলাদেশের বেশ ঘাম ঝরাতে হবে।
যথারীতি বাংলাদেশের প্রথমে ব্যাটিং এ আসে লিটন দাস এবং তানজিদ তামিম। লিটন দাস বাংলাদেশের অন্যতম ভালো একজন ব্যাটিং তার কাছ থেকে বাংলাদেশ অনেক কিছু আশা করে করে কিন্তু সে তার আশা পূরণ করতে পারছে না প্রতিনিয়ত এসে ব্যর্থ হচ্ছে। যেহেতু আজকে কমরানের পুঁজি নিয়ে নেদারল্যান্ড তাদের বোলিং করবে সে তো তারা বেশ অ্যাটাকিং মোডে খেলতে চাইবে। তাই বাংলাদেশে যদি একটু ধরে খেলতে পারে তাহলে ম্যাচটা তাদের হাতে করে নিতে পারবে। কিন্তু খেলা প্রথম দিকে লিটন দাসের উইকেট।
ঠিক এই সময় নেদারল্যান্ডের ইনিংসের তাদের খেলা যে পরিস্থিতি ছিল বাংলাদেশের খেলা পরিস্থিতির ঠিক একই রকম ঠিক এই অবস্থাতে তাদেরও চার উইকেট পড়ে গিয়েছিল। থাকে বাংলাদেশের অলরাউন্ডার একজন ভালো বেটিং কিন্তু সে এই বিশ্বকাপে কোন পারফরম্যান্স তার নাই একেবারে জিরো। নেদারল্যান্ড এখান থেকেই কিন্তু তারা ২৩০ রান করেছেন এখন দেখা যাক বাংলাদেশের পর্যন্ত কি করতে পারে। তবে নেদারল্যান্ডে যে বোলিং হচ্ছে তাতে আশা করা যায় বাংলাদেশের হেরে যাবে।
বাংলাদেশের খেলা ধরন দেখে বোঝা যাচ্ছিল তারা এই ম্যাচ জিততে পারবে না শেষ পর্যন্ত মাত্র ১৪৩ সনে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডের কাছে। আর এই সুবাদে নেদারল্যান্ড ৮৭ রানী এই ম্যাচ জয়লাভ করে থাকে। নেদারল্যান্ড এর কাছে বাংলাদেশের এই হারের কোন অজুহাত নেই। নেদারল্যান্ড ভালো খেলেছে বাংলাদেশ তাদের নিজের সরবর নিজের সেরাটা দিতে পারে নাই তাই তারা হেরে গেছে। আমার মনে হয় এই বিশ্বকাপে বাংলাদেশের আসাটাই ঠিক হয়নি।
পোস্ট বিবরণ
শ্রেণী | স্পোর্টস |
---|---|
ডিভাইস | poco M2 |
স্ক্রিনশট সোর্স | sky sports |
লোকেশন | মেহেরপুর |
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
এর আগে অনেক খেলা দেখতাম ভাইজান কিন্তু এখন আর দেখতে ইচ্ছে করে না। একটাই কারণ বাংলাদেশ জিতবে কি করে? আর এটাই সবচেয়ে হতাশা কাজ করে টেনশন কাজ করে। লক্ষ্য করে দেখেছি ভালো প্লেয়ার গুলো এবার বিশ্বকাপে তেমন একটা নেয়া হয়নি বলেই চলে।যার জন্য খেলা দেখার রুচি আমার আসে নাই,তাই টেনশন ফ্রি রাখি।
খেলা একটা শখ। খেলা দেখা বলেন আর খেলাই বলেন না কেন। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।
ভাই জীবনে যত কাজ থাকুক না কেন? বাংলাদেশের খেলার মিস দিতাম না কিন্তু তারা আস্তে আস্তে যে এতটা খারাপ দলে পরিণত হয়েছে। খেলা দেখতে আর ভালো লাগে না। ভালো মন খারাপ হয়ে যায়। তাই খেলা দেখা পুরাই বাদ দিয়েছি ভাই। তাও দিনশেষে আবেগ কাজ করে। নিজের দেশের খেলা খেলা দেখি কিন্তু তারা যে এতটা বাজে ভাবে হারছে। লড়াইটুকু করতে পারছে না। এটা খুবই খারাপ লাগার বিষয়। নেদারল্যান্ডস লড়াই করছে প্রতিটা বড় বড় দলের সাথে। বাংলাদেশ লড়াই করতেই পারছে না। বাংলাদেশের টিমের ভিতর দুর্নীতি ঢুকে গেছে ভাই. এই জন্য সবাই আস্তে আস্তে ঝরে পড়ছে। অনেক ভালো ভালো প্লেয়ারকে নষ্ট করা হচ্ছে। কিছু করার নাই ভাইয়া খেলা দেখা বাদ দিয়ে দেব। অনেক ভালো ছিল বিশ্লেষণটি। যাক বাংলাদেশের হেরে গেছে অনেকে ভালো হয়েছে। তারা এখান থেকে শিক্ষা নেবে।
ভাই এটা বাংলাদেশ। হাজার বার হারলেও ওই হার থেকে এরা কোন কিছুই শিক্ষা লাভ করতে পারবে না।
কালকের খেলা দেখে আসলেই মেজাজ খুব খারাপ হয়ে গিয়েছিল। শুরুর দিকের ব্যাটসম্যানদের দেখলে আরও বেশি বিরক্ত লাগে। এরা মনে হয় খেলতেই পারে না। কেন যে এদের বারবার নেয়। যাই হোক ভাইয়া আপনি খুব সুন্দর করে কালকের খেলার রিভিউ উপস্থাপন করেছেন। ভালো লাগলো দেখে।
বাংলাদেশের প্রথম সারির সব ব্যাটসম্যানরা এমনই খেলে আসছে সারা বছর। তবুও এদের কোন পরিবর্তন করে না।
ঐদিন বাংলাদেশ এবং নেদারল্যান্ড এর খেলা কিছু অংশ আমি দেখেছিলাম। যদিও কাজের কারণে খেলা তেমন দেখতে পারি না। তবে নেদারল্যান্ড এর কাছে বাংলাদেশ হেরে গেল। যদিও বাংলাদেশ মোটামুটি ভালো বোলিং করেছে কিন্তু ব্যাটিং অনেক খারাপ করেছে। তবে বাংলাদেশের হার আশা করি না। যাইহোক খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপু এতো বাজে খেলা করে বাংলাদেশ মাঝে মধ্যে মনে বলে টিভি ভেঙে ফেলি আর খেলায় দেখবো না।
বাংলাদেশ এবং নেদারল্যান্ড এর ক্রিকেট ম্যাচ আমি সম্পূর্ণ দেখেছিলাম। যদিও লেদারল্যান্ড বাংলাদেশ থেকে অনেক দুর্বল । সেই সুবাদে সবাই আশা করেছিল বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে ম্যাচ জিতবে। বাংলাদেশ ভালো বোলিং করেছে ব্যাটিং অনেক খারাপ করেছে। তবে এই হারের কোন অজুহাত নেই। যদিও নেদারল্যান্ড এর আগে আফ্রিকার সাথে একটি ম্যাচ জিতেছিল। তবে সত্যি বলতে ম্যাচটি যখন হেরে যায় আমার কাছে অনেক খারাপ লাগলো। যে বাংলাদেশ নিয়ে আমরা অনেক আশা করেছি তারা আমাদেরকে অনেক হতাশ করেছে এই বিশ্বকাপে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে। যাইহোক খুব সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ভাই যখন দেখলাম ২৩০ রানের টার্গেট দিলো তখনই বলে ফেললাম বাংলাদেশ হেরে যাবে। শেষ পর্যন্ত হেরেই গেলো। তবে এই ম্যাচটা জিতার দরকার ছিল।