নাটক রিভিউ :- আরমান ভাই দ্যা জ্যান্টলম্যান,পর্ব -৩ by tuhin002
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ (১৭ - ০৭ - ২০২৩)
আসলামু আলাইকুম,আমার স্ট্রিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি খুব সুন্দর একটি নাটক রিভিউ করতে ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম" আরমান ভাই দ্যা জ্যান্টলম্যান, পর্ব- ৩" নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। |
---|
নাটকের নাম | আরমান ভাই দ্যা জ্যান্টলম্যান,পর্ব-৩। |
---|---|
পরিচালক | সাগর জাহান। |
অভিনয় | জাহিদ হাসান, তিশা, আরফান,মুনিরা,মিঠু, বাদল,আরো অনেকে। |
দৈর্ঘ্য | ২১ মিনিট ১২ সেকেন্ড |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ২১ মে ২০২০ ইং। |
নাটকের সারসংক্ষেপ । |
---|
এই নাটকে দ্বিতীয় পর্বে হুমায়ুন ফরিদীকে দেখেই নাটকটি শেষ হয়ে যায়। এরপরে তৃতীয় পর্বে হুমায়ুন ফরিদ এবং জাহিদ হাসানের মধ্যে কথাবাত্রা চলে। জাহিদ হাসান হুমায়ন ফরিদীকে দেখে ভীষণ খুশি এবং তার হাতে হাত মিলিয়ে মোলাকাত করে। তার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা হয়। হুমায়ূন ফরিদী তার খুবই বড় ফ্যান তার অভিনয় দেখে তার খুবই ভালো লাগে। তাকে কখনো কেউ কিছু বললে তার সহ্য হয় না। অনেক কিছু কথা তার সামনে তুলে ধরে।
এরপরে সে বাসা দেখার জন্য একজনার বাড়িতে আসে। এসে দেখে এক মহিলার সাথে কথা বলে। ওই মহিলাটাকে জাহিদ হাসান আপা বলে সম্বোধন করে। আর এই আপা বলে সম্বোধন করা মহিলাটি একটু বিরক্ত অনুভব করে। এবং বলে ভাইয়া আমি তো আপনার সমবয়সী তাহলে আমাকে আপা বলার কি আছে। আপনি আমাকে ম্যাডাম বলে সম্বোধন করতে পারেন। এছাড়াও ওই মহিলা কিছু কথা বলে কথার কারণে জাহিদা হাসান একটু বিব্রত অনুভব করে।
কথাবাত্রা শেষ করে সিঁড়ি দিয়ে নামার সময় জাহিদ হাসান বলে আমি এখানে বাসা ভাড়া নেবো না। এত কেমন কেমন কথাবার্তা বলে আমার শুনে গলা শুকিয়ে গেছে। তুই দ্রুত যা এবং তাড়াতাড়ি আমার জন্য লাচ্ছি নিয়ে আয়। তখন তার পাশে আরমান বলে ভাই তাহলে চলেন উপরে গিয়ে খেয়ে আসি। তখন সে বলে না না যাওয়ার দরকার নাই নেমে যায়।
যেহেতু জাহিদ হাসান ছোটকাল থেকে পুরান ঢাকাতে বড় হয়েছে পুরান ঢাকায় অনেক মানুষ থাকে এবং সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকে। সেখানে এসে তেমন কাউকে পাচ্ছে না তাই রাস্তা দিয়ে একজন লোক হেটে যাচ্ছে, সে তার হাত দিয়ে ইশারা করে তাকে ডেকে চা খাওয়ানোর জন্য আসতে বলছে।
এই নাটকে অন্যতম চরিত্র রয়েছে বাদল। যার কোন কিছু ছিল না কিন্তু জাহিদ হাসানের কাছে এসে সব কিছু পেয়েছে এবং দুবেলা দুমুঠো ভাত খেতে পারে। বাদল সব সময় জাহিদ হাসানের ভালো চাই। আবার তলে তলে জাহিদ হাসানের বউকে তাদের কথাবার্তা বলে একটু তাল দেয়। মাঝেমধ্যে তাকে ধরে পানিতে চুবাই অথবা গরম রোদে ফেলে রাখে। আর কিছু কথা ছিল যে কথাগুলো বলার জন্য জাহিদ হাসানের কাছে এসেছিল।
এরপর এখান থেকে সে বাসায় ফিরে যায়। বাসায় ফিরে গিয়ে দেখে তার স্ত্রী বাসার কাজকর্ম ব্যস্ত রয়েছে। সে তখন বলছে আমি তো বাসা দেখে আসলাম। এবার ওই যে মহিলার বাসা দেখতে গিয়েছিল ওই মহিলার সাথে যেসব কথাবার্তা হয়েছিল এসব কথাবার্তা তার স্ত্রীর সামনে বর্ণনা করছিল। এবং হুমায়ন ফরিদের সাথে দেখা হয়েছে তার সাথে কথা হয়েছে এ ব্যাপারে তাকে বলছিলো।
তাদের মধ্যে আলাপ আলোচনা হতে হতে এ নাটকের তৃতীয় পর্ব এখানে শেষ হয়ে যায়। পরের সপ্তাহে আমি এই নাটকের চতুর্থ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন।
নাটকের এই পর্বে উঠে এসেছে একজন প্রফেশনাল অভিনেতাকে দেখলে মানুষের মধ্যে যে আকর্ষণ অনুভূতি সৃষ্টি হয় সেটা এখানে জাহিদ হাসান এবং হুমায়ুন ফরিদ আহমেদের মধ্যে উঠে এসেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।
ব্যক্তিগত রেটিং । |
---|
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৯.৬ দিবো।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/ABashar45/status/1680896655053258753?t=iVL7YECDTqIKdJpIzsUMeA&s=19
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
আরমান ভাই এই চরিত্রটি সবার কাছে জনপ্রিয়। আসলে এই নাটকের সবগুলো চরিত্রই সবার কাছে বেশ জনপ্রিয়। এই নাটকটি যদিও বেশ কিছুদিন আগে দেখেছিলাম। তবে ভালো করে মনে পড়ছিল না। আপনার শেয়ার করা রিভিউ পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। আমার কাছে খুবই ভালো লেগেছে।
আপনি ঠিকই বলেছেন আপু এই নাটকটি সবার কাছে অনেক প্রিয়। নাটকের যারা চরিত্রে আছেন তারা প্রত্যেক জন তাদের নিজের জায়গায় খুবই সুন্দর অভিনয় করেছেন।
আরমান ভাই নাটক আমার কাছে অনেক ভালো লাগে। এই নাটকের কাহিনী খুবই সুন্দর আর অনেক আগে দেখেছিলাম। বিশেষ করে জাহিদ হাসানের কথা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।
নাটকের অভিনেতার মধ্যে জাহিদ হাসান আমার অনেক ফেভারিট। জাহিদ হাসানের প্রত্যেকটা নাটক দেখতে আমার অনেক ভালো লাগে আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
অনেক চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন ভাইয়া। আসলে এই নাটকটি দেখা হয়নি। তবে আপনার রিভিউ পড়ে খুব ভালো লাগলো এবং আশা করছি যে কোন সময় দেখতে পারি ধন্যবাদ।
আপু নাটকটি দেখবেন অনেক সুন্দর একটি নাটক। অনেকগুলো পর বসে একটু পর্ব দেখলে সব পর্বগুলো দেখতে আপনার মন চাইবে।
জাহিদ হাসান আমার খুবই প্রিয় একজন অভিনেতা। তার অভিনীত নাটক গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। জাহিদ হাসান অভিনীত আরমান ভাই চরিত্রটি সত্যিই অসাধারণ। আর এই আরমান ভাই চরিত্রটি এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, তা দেখে প্রশংসা না করলেই নয়। যাইহোক ভাই, খুব সুন্দর একটি নাটকের রিভিউ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনার সাথে আমি একমত ভাই জাহিদ হাসান এই নাটকে তার চরিত্র যে সুন্দর করে ফুটিয়ে তুলেছে তা সত্যি প্রশংসনীয়। আসলে এ ধরনের অভিনেতা আছে বলেই বাংলাদেশে নাটকগুলো এত সুন্দর।
জাহিদ হাসানের নাটক মানেই দারুন মজা।আর আরমান ভাই হলে তো কথাই নেি।বেশকিছু পর্ব আমি দেখেছিলাম।আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল।আপনি ও দেখছি রেটিং ১০ এ ৯.৬ দিলেন।তবে খুব ভালো লেগেছে বলা যায়। ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে নাটকটির রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।
আসলে আপু নাটকটি এত সুন্দর যে রেটিং পয়েন্ট বেশি না দিয়ে পারলাম না। এর প্রতিটা পর্ব আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই প্রতিশব্দ একটি করে পর্ব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি।