এসো নিজে করি || কাগজের কার্টুন দিয়ে খেলনা ঘর নির্মান।১০% লাজুক খ্যাকের জন্য।
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @torikul001
আজ সোমবার , জানুয়ারী ১৭/২০২২
আসসালামু আলাইকুম
আশা করি সবাই অনেক ভালো আছি। আমিও অনেক ভালো আছি। তার পরও করোনা \ওমিক্রন এর হাত থেকে বাচার জন্য। সব সময় আমাদের খুব সাবধানে চলা ফেরা করতে হবে এবং সবাই এক যোগে মাক্স পরে বাইরে বের হব ইনসায়াল্লাহ।
সর্বশেষ মুল ছবি
১ নং ধাপ
খেলনা ঘর বানানো প্রয়োজনীয় উপকরণ।
১। কাগজের কার্টন
২। গাম
৩। কাটা কম্পাস
৪। স্কেল
৫। কলম
২ নং ধাপ
কাগজের কার্টুন গুলাকে সুন্দরভাবে কাইচি দ্বারা কেটে এক পাশে রেখে দেয়।
৩ নং ধাপ
ঘর তৈরি করার জন্য তার উপরে যে ছাউনি দেয়া লাগে। সেটা তৈরি করে নেই এবং কাইচি দ্বারা সুন্দরভাবে নকশা কেটে রাখি।
৪ নং ধাপ
ঘরটি যার ওপরে রাখা হবে। সেটা তৈরি করি নেই।
৫ নং ধাপ
ঘরের সামনের অংশ তৈরী করে নেই।
৬ নং ধাপ
ঘরের সামনে রাখার জন্য দুটি গাছ তৈরি করে নেই
৭ নং ধাপ
ঘরের সামনে দরজাটা তৈরি করে নেই।
৮ নং ধাপ
কাইচি দ্বারা কাগজের কার্টুনকে নকশা তৈরি করে নেই।
৯ নং ধাপ
গাম দ্বারা কাগজের দেয়াল গুলো একটা একটা করে লাগিয়ে দেয়।
১০ নং ধাপ
কাগজের ছাউনি তৈরি করা আছে।সেখানে গাম লাগিয়ে। ঘরের নকশার উপর লাগিয়ে দেয়।
১১ নং ধাপ
খুব সুন্দর করে লাল কাগজ কেটে নেই। এবং কাগজের সাথে গাম লাগিয়ে। ঘরের সাথে লাগিয়ে দেয়।
এটা আমার নিজ হাতে তৈরী একটি ঘর। এটা তৈরী করতে আমি সক্ষম হয়েছে। এবং সর্বশেষ এই ছবিটি আমি সংগ্রহ করি ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভাল থাকবেন।
অসম্ভব সুন্দর একটা ঘর তৈরি করলেন। কার্টুন দিয়ে অসাধারণ সুন্দর একটা ছোট ঘর তৈরি করলেন। আমার কাছে তো ঘরের সামনের বারান্দার টা খুবই ভালো লেগেছে দেখে। সত্যিই অসম্ভব সুন্দর দেখাচ্ছে এই ছোট ঘরটাকে। আমার কাছে খুবই ভালো লেগেছে এই ছোট ঘর টা দেখে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আমার পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
কাগজের কার্টুন দিয়ে সুন্দর করে একটি ঘর বানিয়েছেন।খুব সুন্দর করে প্রতিটি ধাপ বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
কার্টুন বক্স এবং রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি খেলনা তৈরি করেছেন। আমার কাছে তো অসম্ভব বেশি ভালো লেগেছে। এটি তৈরি করতে আপনি অনেক সময় এবং পরিশ্রম ব্যয় করেছেন। কিভাবে এই বাড়িটি তৈরি করেছেন তা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক ভালো লাগলো।
আপনার মূল্যবান কথাগুলো আমার পোস্ট সম্পর্কে বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
পরিত্যক্ত কার্টুন দিয়ে খুব সুন্দর একটি ঘর প্রস্তুত করেছেন আপনি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে ঘরটি কোন বাচ্চাকে দিলে সে খুবই খুশি হবে ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন শুভকামনা রইল আপনার জন্য
আপনি কার্টুন দিয়ে খুব সুন্দর খেলনা ঘর বানিয়েছে। ঘরটি দেখতে সুন্দর হয়েছে। আপনি প্রতিটা ধাপ সুন্দর ভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া এটা আমাদের মাঝে শেয়ার করার জন্য। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।