এই যে আপনার পোষ্টের মাধ্যমে বাঁকুড়ার বেশ কিছু পুরনো মন্দির সম্পর্কে জানতে পারছি, দেখতে পারছি -বিষয়টি কিন্তু দারুণ! প্রায় ৪০০ বছর আগের মন্দির অথচ এখনো কাজগুলো বেশ নিখুঁত ভাবে অক্ষত আছে, দেখে বেশ ভালো লাগলো এবং অবাক ও লাগলো। তবে এসব পুরা কীর্তি সামনাসামনি দেখার অনুভূতি ই আলাদা। সেটা আদৌ সম্ভব হবে কি না জানা নেই, তাই আপাতত আপনার চোখে দেখেই শান্তি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।