ভাইয়াকে অভিনন্দন জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন করার জন্য। যেহেতু আইরিন আপু এবং আপনার বাকি আপুরাও এই কমিউনিটিতে যুক্ত আছেন, তাদের থেকে আপনি ভালো দিকনির্দেশনা তো পাবেনই। শুভকামনা রইলো, ভালোভাবে নিয়ম কানুন জেনে বুঝে লেভেলের ক্লাস গুলো করবেন। এবং আশা করি আপনার মাধ্যমে বেশ ইউনিক ইউনিক পোস্ট উপহার পাবো আমরা।
আপু দোয়া করবেন আপনার সবাই পাশে থাকবেন। তাহলেই ইনশাআল্লাহ পারবো আমি।