প্রতিযোগিতা-৪০|| বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যাল্লো, আমার বাংলা ব্লগবাসী। সবাইকে নমষ্কার, আদাব। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন।


আজ আপনাদের সামনে হাজির হয়েছি এবারের কন্টেস্ট এর পোস্ট নিয়ে। যদিও ক্যালেন্ডারের হিসেবে বলে এখন শ্রাবণ মাস আবহাওয়া দেখে তা আর বোঝার উপায় নেই কোন ভাবেই। কিছুদিন আগে যখন @alsarzilislam ভাই কন্টেস্ট এর বিষয় রাখলো ফটোগ্রাফি, তাও আবার বর্ষার প্রকৃতির, সেদিনই ঠিক করেছিলাম অংশগ্রহণ তো করবোই। রিসেন্ট কিছু ছবি তোলার ইচ্ছে ছিলো, তবে প্রকৃতি খুব বেশি সুপ্রসন্ন হয় নি আমার ইচ্ছের প্রতি। যদিও গতকাল দুপুরে হালকা হালকা একটু বৃষ্টি হয়েছিল, তবে সেই বৃষ্টিতে রাস্তাও ঠিকমতো ভিজে নি....😔 তাই বিভিন্ন সময়ে তোলা ছবি দিয়েই হাজির হয়ে গেলাম।


এই ছবিগুলো গতকাল দুপুরে তোলা। শহুরে প্রকৃতিতে সবুজের দেখা মিলে কমার্শিয়াল বিল্ডিং এর নিচে সামনের ফাঁকা অংশটুকুতে। বৃষ্টির জল পেয়ে কেমন স্নিগ্ধ সবুজ ফুটে উঠেছিলো। তাই ঝটপট তুলে নিলাম ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজে যাওয়া মানিপ্ল্যান্ট এবং নাম না জানা আরেকটি গাছের ছবি।

তারিখ: ২৬শে জুলাই, ২০২৩
লোকাশন: বনানী, ঢাকা
ডিভাইস: Realme 9 speed edition



এই ছবিগুলোও গত পরশু দিনের তোলা। বর্ষাকালের আকাশও যে শরতের আকাশের মতোন এত শুভ্র মেঘে সাজানো থাকে তা এবারই খেয়াল করছি। আর শহুরে প্রকৃতি তো, তাই বিল্ডিং ও দেখা যাচ্ছে!! 😜😜

তারিখ: ২৫শে জুলাই, ২০২৩
লোকাশন: বনানী, ঢাকা
ডিভাইস: Realme 9 speed edition



এবারের ছবিটি নিজেই এর লোকেশন বলে দিচ্ছে। সিক্কিম এ ঘুরতে গিয়ে আমরা বৃষ্টির দেখা পেয়েছিলাম। তখন ই এই ছবি তোলা। মহাত্মা গান্ধীর মাথার উপরের ল্যাম্পপোস্ট এ খেয়াল করলে দেখবেন ল্যাম্পপোস্টের আলো আর বৃষ্টি মিলে কি সুন্দর আলো-আধারির খেলার সৃষ্টি করেছে।

তারিখ: এপ্রিল, ২০২৩
লোকাশন: এম. জি মার্গ, গ্যাংটক, সিক্কিম
ডিভাইস: Realme 9 speed edition



এবারের ছবিগুলো গ্রামে আমার শ্বশুড়বাড়িতে তোলা। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বৃষ্টি খুব উপভোগ করেছি। বৃষ্টির সময় মাটির সোদা গন্ধের তুলনা আর কিছুর সাথেই হয় না।আবার টিনের চালের বৃষ্টির শব্দের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ছবির মাটির দিকে খেয়াল করুন, মাটিতে পরে থাকা বৃষ্টিতে ঝড়ে যাওয়া গাছের পাতা এবং বৃষ্টিতে ভিজতে থাকা হাসগুলো আপনার চোখ এড়িয়ে যায় নি তো??

তারিখ: জুন,২০২৩
লোকাশন: লালমনিরহাট, বাংলাদেশ
ডিভাইস: Realme 9 Speed Edition



নিচের ছবিটি তোলা সুনামগঞ্জের টেকেরঘাটে। বিশাল প্রান্ত জুড়ে সবুজ আর সবুজ৷ তারমাঝে ইনি কেমন বিষন্ন হয়ে দাঁড়িয়ে ছিলেন। ঘন বৃষ্টি শুরুর আগে আগে ছবিটি তোলা। আকাশে কালো মেঘ আগত বৃষ্টির জানান দিচ্ছে...

তারিখ: আগস্ট,২০২১
লোকাশন: টেকেরঘাট, সুনামগঞ্জ
ডিভাইস: Redmi Note 10 pro max



এইটুকুই ছিলো আমার আজকের আয়োজন। আপনাদের কেমন লাগলো জানাবেন।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে

🌼 ধন্যবাদ 🌼

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। বর্ষাকালীন অনুভূতি গুলো দারুন ভাবে তুলে ধরলেন। সবগুলো ফটোগ্রাফির মধ্যে আপনার শ্বশুরবাড়িতে বৃষ্টির ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি পোস্ট গুলো দেখতে সবসময়ই অনেক ভালো লাগে।তার মধ্যে যদি হয় বৃষ্টিভেজা কচিপাতার অপরূপ সৌন্দর্য তাহলে তো কথায় নেই যা দেখে একেবারে চোখ জুড়িয়ে যায়।সবগুলো ফটোগ্রাফি অসাধারণ লেগেছে আমার কাছে।তবে হাঁস খুজে পাইনি তার মানে আমার চোখ সত্যি সত্যি খারাপ হয়ে গেছে যা বুঝলাম।🙄অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ মনা।অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

শ্বশুড়বাড়ির ছবিগুলোর চার নম্বর ছবিতে দেখো, হাঁস দেখা যাচ্ছে ৪-৫ টা.... আসলে কিছু কিছু ছবির রেজুলেশন কমে গেছে দিদিভাই 😔 তাই আলাদা করে বলে দিয়েছি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ফটোগ্রাফিতে পাঁচটি হাঁস দেখা যাচ্ছে আপু। হয়তো ভালোভাবে খেয়াল করেননি।

 2 years ago (edited)

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপু। সিকিম ভ্রমণ করে বৃষ্টির সময় আলো ছায়ার যে ফটোগ্রাফিটা শেয়ার করেছেন সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখে আমি অনেক খুশি হয়েছি আপু। এবং আপনার ফটোগ্রাফি গুলো বেশ মানসম্মত ছিল। এর মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে, আপনার শ্বশুরবাড়ির বৃষ্টির সময়কার কিছু ফটোগ্রাফি শুভকামনা রইল।

 2 years ago 

প্রথমে অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাকে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। বর্ষাকালীন ফটোগ্রাফি গুলো সত্যি খুবই অসাধারণ ছিল। অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে আপু। বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে, গতকাল দুপুরে হালকা বৃষ্টি হয়েছিল। রাস্তাও ভিজেনি ঠিকমতো। আসলেই আকাশের দিকে তাকালে মনে হয় শরৎকাল। সিকিমের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ল্যাম্পপোস্টের আলো এবং বৃষ্টির ফোঁটা যেন একাকার হয়ে গিয়েছে। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার সবগুলো ফটোগ্রাফি ভালো ছিল। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 2 years ago 

এটা সত্য, বৃষ্টি তো এবার হচ্ছেই না। তবে আপনার বিগত সময়ের ছবি গুলো বেশ ভালোই উপভোগ করলাম। বিশেষ করে এই ছবিটা বেশ ভালো লেগেছে। শুভেচ্ছা রইল 🙏

মহাত্মা গান্ধীর মাথার উপরের ল্যাম্পপোস্ট এ খেয়াল করলে দেখবেন ল্যাম্পপোস্টের আলো আর বৃষ্টি মিলে কি সুন্দর আলো-আধারির খেলার সৃষ্টি করেছে।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 112926.96
ETH 4171.47
USDT 1.00
SBD 0.86