আমার মা...

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি। আজ অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। মাঝে পূজার ব্যস্ততা এবং গ্রামের নেট সমস্যার কারণে বেশ কদিন আপনাদের সাথে ঠিকঠাক যুক্ত হতে পারি নি। তবে এখন থেকে আবারো নিয়মিত হচ্ছি।


গত ২৯ অক্টোবর ছিলো আমার মায়ের জন্মদিন। যদিও এবারে কাছে থাকতে পারি নি মায়ের। তাই তেমন কোন আয়োজনও করা হয় নি। তবুও ভাবলাম আপনাদের সাথে মা কে নিয়েই কিছু কথা শেয়ার করি।

আমার মা- আমার চাইল্ডহুড হীরো। আমার মা- খুব সাধারণের মাঝে অসাধারণ একজন মানুষ... বেশ সহজ-সরল, ব্যক্তিত্বপূর্ণ, অসীম ধৈর্য আর ক্ষমাশীলতার কম্বিনেশন... জ্ঞান হওয়ার পর থেকেই দেখতাম কেমন মা দূর্গার মতোন ই যেন দশ হাত দিয়ে সব দিকের সবকিছু ঠিকঠাক সামলে নেয় আমার মা৷ বাবার ভূমিকা অনেকাংশে টাকা দিয়েই যেন সীমাবদ্ধ , বাকি সবকিছুই মায়ের দ্বায়িত্ব। আমাদের তিন-ভাই বোনের পড়াশোনা থেকে শুরু করে, বাজার করা, কার কী লাগবে সেটা সামলানো, আমরা কে কোন স্যারের কাছে পড়বো সেটা ঠিক করা, কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে দৌঁড়ানো, শপিং করা, কোথাও কোন সমস্যা হলে সেগুলো ঠিক করানো,, আবার শহরে বাসা বলে অনেক আত্নীয় আসতো আমাদের বাসায় চিকিৎসার জন্য। তাদেরও দেখভাল করা, সবই ছিলো মায়ের ডিপার্টমেন্ট।


আমার ইন্টার পরীক্ষার সময় এমনভাবে গাইড করেছিলো মা, এখন মাঝে মাঝে ভাবি, তখন আমার সাথে দিন-রাত এক করে ওভাবে লেগে না থাকলে এ+ তো দূরের কথা, আমি বোধহয় পাশ ই করতে পারতাম না!




কোন কোন সময়ে নিজে যখন নিজের উপর কনফিডেন্স পেতাম না, মা অনুপ্রেরণা দিতো... "তুমি পারবে, চেষ্টা করলেই পারবে" -এই কথাটা মা আমাকে সবসময় বলতো.... কতবার হয়তো ভুল পথে পা গিয়েছে, আমার মায়ের মন কীভাবে কীভাবে যেন ঠিকই ধরে ফেলতো! অথচ কক্ষনো আমার সাথে সাথে স্কুল বা কলেজে যেতে হয় নি তার। এই জীবনে আজ আমি যতটুকু যা, তার পেছনে কৃতিত্ব সবচেয়ে বেশি আমার মায়ের! জানি না কতটুকু মায়ের মনমতো হতে পেরেছি, কিন্তু মা, আমার বেস্ট মা! আমার অনুপ্রেরণা! আমার রিয়েল লাইফ চাইল্ডহুড হিরো! ঈশ্বর আমার মা কে সুস্থ রাখুক, খুশি রাখুক, সুখী রাখুক সবসময় মন থেকে এই প্রার্থনা থাকে.... মায়েরা যেমন চায়, "আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে", আমিও তেমনি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, " আমার লক্ষ্মী-মা যেন থাকে দুধে-ভাতে"। আপনারাও একটু আমার মায়ের জন্য প্রার্থনা করবেন প্লিজ।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

মায়েরা এমনই। সন্তানের ভালো, মন্দ সব কিছু দেখার দায়িত্ব যেন মার। মার কাজের কোন শেষ নেই। নিজের সন্তানদের দেখাশোনা থেকে শুরু করে আত্মীয় স্বজন সকল দায়িত্ব একহাতে সামলান মা। দেরিতে হলেও আন্টিকে জানাই শুভ জন্মদিন। আন্টি যেন সব সময় ভালো থাকেন এ কামনা করি।

 10 months ago 

এটা একদমই যথার্থ বলেছেন সেলিনা আপু! মায়েদের কাজের যেন কোন শেষ নেই। এমনকি বাকিদের যেদিন সাপ্তাহিক ছুটির দিন, মায়েদের ব্যস্ততা যেন সেদিন আরো কয়েক গুণ বেশি!!
আর আপনার শুভকামনার জন্যও অনেক অনেক ভালোবাসা আপু।

Posted using SteemPro Mobile

 10 months ago 

দিদি মায়ের জন্মদিনে এবার কাছে থাকা হয়নি। তাই মা কে নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করলেন। এটা ঠিক বলেছেন,মায়ের অনুপ্রেরণা দেয়ার কারনে আজ আমরা যা কিছু করেছি তা মায়েরই অবদান।আপনার মতো আমিও আমার মায়ের অনুপ্রেরণায় আজ এতোটা। পৃথিবীর সকল মা ভালো থাকুক,সুস্থ থাকুক।মা থাকুক দুধে-ভাতে

 10 months ago 

পৃথিবীর সকল বাবা-মা ই ভালো থাকুক। সন্তানদের থেকে প্রাপ্য সম্মানটুকু যেন ঠিকঠাক মতোন পাক। বাবা-মায়েরা তো তেমন বেশি কিছু চায় না..... ভালোবাসা নিবেন শিমুল আপু 😍

Posted using SteemPro Mobile

 10 months ago 

কাকিমার তুলনা হয় না তোমার পোস্ট পড়ে ভাবলাম এসব শুধু তোমার কথা নয় এসব আমাদের ও কথা।ভুল দেখলে যেমন শাসন করতে পিছুপা হন না তেমনি ভালোবাসতেও এক ফোঁটা কৃপনতা করেন না।শ্বশুড়ি মায়ের কাছে গল্প শুনেছি যে এমনো হয়েছে যে বাসায় জায়গা না হয়ে ছাদে গিয়েও অনেকে ঘুমিয়েছে তবুও বাসায় গেছে এলাকার সবাই।তার পর তো মাকে নিয়ে গিয়েও দেখেছি এবং শ্বশুড়িকে নিয়ে গিয়েও বুঝেছি কতোটা মানুষ প্রিয়। ভগবান তাই কাকিমাকে সত্যি দুধে ভাতে রেখেছে এবং সারাজিবন রাখবে সেই কামনাই করি সর্বদা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 59020.34
ETH 2514.65
USDT 1.00
SBD 2.47