বুক রিভিউ : গল্পে গল্পে দশরত্ন (রণজিৎ সরকার)

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি। দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে সকলে নিরাপদে এবং সাবধানতা বজায় রেখে চলাচল করবেন এই অনুরোধ রইলো। আজ আপনাদের সাথে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আপনাদের সাথে একটি বুক রিভিউ শেয়ার করতে চলেছি।


এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য


নাম:গল্পে গল্পে দশরত্ন
লেখক:রণজিৎ সরকার
প্রকাশনী :বাবুই প্রকাশ
প্রকাশ কাল:ফেব্রুয়ারী ২০২২
মুদ্রিত মূল্য:২০০ টাকা

বই হচ্ছে মানুষের সবচেয়ে ভালো বন্ধু। আর এই বইয়ের সাথে সখ্যতা যত কম বয়সে গড়ে উঠে, ততই বোধ হয় ভালো! আমাদের ছোটবেলায় আমরা বিভিন্ন গল্প -উপন্যাস টাইপের বইগুলো পড়তাম বাবা-মা কে লুকিয়ে।কেন যেন তারা পাঠ্যপুস্তকের বাহিরের বই পড়তে দেখলে খুব একটা পছন্দ করতো না। মনে করতো এতে বুঝি পড়াশুনার ক্ষতি হবে। নাকি সেটা সকলের সাথে হতো না- এই তর্কে যাবো না। এখন ফেসবুকের কল্যাণে দেখি বিভিন্ন বই রিলেটেড গ্রুপ গুলোতে পোষ্ট আসে যে - " ক্লাস ৫-৮ এ পড়ে এমন ছেলে মেয়ের জন্য উপযোগী বই কোনটা হবে"। এমন প্রশ্ন দেখে বেশ ভালোই লাগে। ভালো লাগে যে এখন গার্জিয়ানরা সচেতনভাবেই সন্তানদের বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এ এংগেজ করে রাখেন। যাই হোক, মূল কথায় আসি। গল্পের বইয়ের নাম শুনেই তো বুঝতে পারছেন যে বইয়ে গল্পে গল্পে দশজন রত্নের কথা বলা আছে। আমাদের সমাজে বিভিন্নভাবে সমাজ সংস্কার, রাজনীতি, সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে অগ্রনী ভূমিকা রেখেছিলেন এমন দশজন স্মরণীয় ব্যক্তির গল্পে গল্পে সংক্ষিপ্ত পরিচয় এবং তাদের কর্ম পরিচিতি নিয়েই এই বই। কিন্তু কারা এই দশ-রত্ন?? নিচের ছবিতেই দেখতে পাবেন...


লেখক মূলত দশটি আলাদা গল্পের ছলে এই দশজন গুণী ব্যক্তিত্বের জীবন এবং কর্ম পরিচিতি খুব সুন্দর ভাবে এবং সহজ ভাষায় ফুটিয়ে তুলেছেন। এমন গুণী মানুষের কর্মের সাথে বর্তমান প্রজন্মের সাথে পরিচয় করানো খুবই প্রয়োজন। মহৎ তাদের চিন্তাভাবনা এবং মহৎ তাদের আদর্শ ও কর্ম। এমন গুনীজনেদের কর্ম সম্পর্কে জানলে বর্তমান প্রজন্মও তাদের আদর্শে উদ্বুদ্ধ হতে পারে।



নিজস্ব মতামত


আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বই টি নতুন পড়ুয়াদের জন্য বেশ উপোযোগী। কারণ লেখক বেশ সহজ ভাষায়ই ছোটদের জন্য লিখেছেন। যারা ছোট শিশু কিশোরদের বই গিফট করতে চান, তারা অনায়াসে এই বইটি গিফট দিতে পারেন। এতে নতুন প্রজন্ম আমাদের সমাজের অগ্রণী ব্যক্তিদের বিষয়ে ধারণা পাবে।

ব্যক্তিগত রেটিং : ৮/১০

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

সুন্দর একটি বুক রিভিউ আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো আপনার এই অসাধারণ বইটা রিভিউ করতে দেখে। যেখানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে লেখা একটি বই, আর সেই বইটা আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন তাই খুশি হলাম।

 11 months ago 

এমন গুনী এবং বরেণ্য ব্যক্তিদের ব্যাপারে আমাদের সকলেরই জানা থাকা আবশ্যক। তাই আপনাদের সকলের সাথে শেয়ার করা। আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম। আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ঠিক বলেছেন আপু আগে গল্পের বই পড়তে দেখলে বাবা মার মনে করতেন পড়ালেখার সময় নস্ট হচ্ছে। তবে সব বাবা মা নয়। আজকাল বাবা মারা ছেলে মেয়েদের বিভিন্ন কোকারিকুলার এক্টিবিটিসে যুক্ত করছেন।বেশ সুন্দর একটি বই এর রিভিউ নিয়ে হাজির হয়েছেন আপু। বাচ্চাদের জন্য বেশ উপযোগি একটি বই। এই বই পড়লে শিশুরা গুনী ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারবে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 11 months ago 

ধন্যবাদ সেলিনা আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 64050.44
ETH 2502.78
USDT 1.00
SBD 2.65