সর্বগ্রাসী আগুন....

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী- সবাইকে আমার নমষ্কার/আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি। আজ আপনাদের সাথে আবারো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

আজকের পোস্ট টা অনেকটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই লিখতে বসলাম।আজকের সকালটা ঠিক অন্যান্য দিনের মতোই শুরু হয়েছিলো। সকাল ৮ টার দিকে বাসা থেকে বের হলাম অফিসের উদ্দেশ্যে। আমি যে বাস স্টপেজ থেকে বাসে উঠে, শিয়ামসজিদ নাম। কিন্তু বাসট্যান্ডে এসে দেখি কোন বাস, লেগুনা বা ট্যাম্পু কিছুই নেই।কিছু একটা গল্ডগোল হয়েছে৷ পুলিশের পরিমাণ ও অন্যান্য দিনের থেকে একটু বেশি। হঠাৎ সামনের আকাশের দিকে চোখ গেলো, সূর্যটার চারপাশে ঘিরে রয়েছে ধোঁয়ার মেঘ।এবং তার উৎসও খুব কাছ থেকেই বলে মনে হলো আমার।


কর্মরত একজন পুলিশ কর্মকর্তার কাছে জিজ্ঞেস করলাম যে আশেপাশে কিছু কি হয়েছে?? উনি বললেন, কৃষি মার্কেটে আগুন লেগেছে ভোর রাতের দিকে। মার্কেট পুড়ে ছাই। আশেপাশেই টোকিও স্কয়ার শপিং মল, সেখানকার নিজস্ব আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। শুরু থেকেই ফায়ার সার্ভিসের পাশাপাশি টোকিও স্কয়ারের কর্তৃপক্ষও আগুন নিয়ন্ত্রণ এ বেশ সহায়তা করেছে। তাই প্রায় ৪ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণ এ আনা সম্ভব হয়েছে। তবে প্রায় কোন দোকানই অক্ষত নেই বলে জানান তিনি।
শুনে মনটা ভীষণ ই খারাপ হয়ে গেলো। আগুন আসলে সর্বভুক। সামনে যা পায়-সব শেষ করে ফেলে। কৃষি মার্কেট মোহাম্মদপুরবাসীদের জন্য খুবই নির্ভরযোগ্য একটি বাজার। কাচা বাজার থেকে শুরু করে কাপড়, ক্রোকারিজ, সিরামিকস সবকিছুই বেশিরভাগ মোহাম্মদপুরবাসী এই কৃষি মার্কেট থেকেই সাশ্র‍য়ে কিনে থাকে। আমার যেহেতু বাস ধরতে হবে, সামনের দিকে হাঁটা দিলাম। চোখে পড়লো টোকিও স্কয়ার থেকে পানির পাইপ দিয়ে এখনো পানি সরবরাহ চলছে। ***


এখন যদিও আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রণে, কিন্তু যা ক্ষতি হওয়ার তা তো হয়ে গিয়েছে। তাও টোকিও স্কয়ার শপিং মলের থেকে নিরবিচ্ছিন্ন পানির সরবরাহ পাওয়ায় হয়তো তাড়াতাড়ি ই আগুন নিয়ন্ত্রণ এ এসেছে। এমন পরিস্থিতির কথা চিন্তা করে হলেও তো প্রতিটি মার্কেট এমনকি প্রতিটি ভবনেরই উচিত আগে থেকেই আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা করার। নাহলে চোখের সামনে সব শেষ হতে দেখা ছাড়া উপায় নেই। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, যাদের সবকিছু নিঃশেষ হয়ে গেলো এই আগুনে, তাদের শোক সহ্য করার ক্ষমতা দিক।

আজ আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 11 months ago 

কয়েকদিন পর পরই মার্কেট গুলোতে এমন আগুন লাগা কেমন যেন রহস্যময় একটি ঘটনা।আর এই আগুন দোকানীদের একদম নিস্ব করে দেয়৷ সকাল থেকে টিভিতে দেখছিলাম নিউজটি। ঈশ্বর ক্ষতিগ্রস্থদের ধৈর্য ধরার শক্তিদিন এই প্রার্থনা করি।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আরে আমিও আজ যখন সকালে অফিসে আসছিলাম, তখন সেই আসাদগেইট থেকে জ্যাম। আর আসাদ গেইট থেকে কলেজ গেইট পর্যন্ত হেটে আসতে আমার জীবন শেষ। পড়ে অফিসে এসে এই বয়াবহ অগ্নিকান্ডের কথা শুনলাম। বেশ খারাপ লাগলো। কিন্তু কি আর করবো? আমাদের কিছুই করার নেই।শুধু আফসোস করা ছাড়া।

 11 months ago 

মাঝে মাঝেই এই দুর্ঘটনাগুলো আমাদের দুঃখ ভারাক্রান্ত করে তোলে। আমিও খবরে এই সংবাদটি শুনলাম, আর সত্যিই ভীষণ খারাপ লেগেছে। উপর ওয়ালা লোকগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এই কামনা করছি।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপু আপনার পোস্ট পড়ে অনেক খারাপ লাগল। আসলে আপু এখন দেখা যাচ্ছে কয়েক দিন পর পরই মার্কেটে আগুন লাগে।সত্যি আপু আগুন আর বর্ষা কিছুই বাকি রাখে না নিয়ে যেতে। মার্কেটে অনেক ক্ষতি হয়ে গেল যা অপূরণীয়। দোয়া করি আল্লাহ ক্ষতিগ্রস্তদের শোক সহ্য করার ক্ষমতা দান করুন। আমিন।

 11 months ago 

আগুন এমনই একটা জিনিস যা আমাদের সবকিছুকে খুব কম সময়ের মধ্যেই ছারখার করে দিতে পারে। এইজন্য আমাদের সকলেরই আগুনের বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এটা নিমিষেই আমাদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিতে পারে।

 11 months ago 

সেটাই ভাই। এখন দেখি কয়দিন পর পর ই আগুন লাগে। সেইফটির বিষয়ে আমাদের সকলেরই ভাবা উচিত এবং সাবধান হওয়া উচিত।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59871.00
ETH 2671.84
USDT 1.00
SBD 2.47