লেভেল ৩ হতে আমার অর্জন by @tithyrani

in আমার বাংলা ব্লগlast year (edited)

হ্যাল্লো আমার বাংলা ব্লগবাসী। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আপনাদের সাথে আমি লেভেল ৩ এর লিখিত পরীক্ষা শেয়ার করতে হাজির হয়েছি।

গতকাল লেভেল ৩ এর ভাইভা পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি পেয়েছি। লিখিত পরীক্ষা শুরু করার আগে আমাদের লেভেল ৩ এর টিউটর @alsarzilsiam ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। উনি অনেক সময় নিয়ে আমাদের লেভেল ৩ এর আলোচ্য বিষয়গুলো আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন।



মার্কডাউন কি?

উত্তর : আমাদের পোষ্টকে দৃষ্টিনন্দন করতে এবং আমাদের মনে ভাব সঠিক ভাবে পাঠকদের মধ্যে উপস্থাপন করার জন্য পোষ্টে যে সকল কোড বা ফরম্যাট ব্যবহার করতে হয়, তাকে মার্কডাউন বলে।

মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

উত্তর: আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে থাকি। এর মধ্যে কোন কোন পয়েন্ট একটু বোল্ড করার প্র‍য়োজন হয়, কখনোবা কোন লেখা সেন্টারে আনার প্রয়োজন হয়, মাঝে মধ্যে টেবিলের মাধ্যমে কোন তথ্য সহজে ভিজিবল করার প্রয়োজন হয়। এছাড়াও লেখার সাইজ ছোট-বড় করা, অন্য কোথাও থেকে সরাসরি কোন কোটেশন উল্লেখ করা, হাইপারলিংক ব্যবহার করা, প্যারাগ্রাফ তৈরি করার প্রয়োজন পরে। এসবের মাধ্যমে পোষ্টকে সহজে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে মার্কডাউনের ব্যবহার গুরুত্বপূর্ণ। তাতে লেখকের লেখা পাঠকদের মাঝে আরো বেশি উপভোগ্য হয়ে উঠে।

পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

উত্তর: যে মার্কডাউন দৃশ্যমান করতে চাই, তা লেখার শুরুতে চারটি স্পেস ব্যবহার করলে পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে দৃশ্যমান করে দেখানো যায়।

নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

উত্তর:
|User|Posts|Steem Power|
|----|----|----|
|User-1|10|500|
|User-2|20|9000|

সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

উত্তর: সোর্স উল্লেখ করতে প্রথমে থার্ড ব্রাকেট এর মধ্যে সোর্স লিখবো, কোন স্পেস ব্যবহার না করে ফার্স্ট ব্রাকেট এর মধ্যে সেই সোর্সের লিংক লিখবো। যেমন:

[সোর্স](সোর্সের লিংক) 

এত দৃশ্যমান প্রতিফল নিন্মরূপ হয়:

সোর্স

বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

উত্তর:
# Header 1
## Header 2
### Header 3
#### Header 4
##### Header 5
###### Header 6

প্রতিফলন 👇

Header 1

Header 2

Header 3

Header 4

Header 5
Header 6

টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

উত্তর: টেক্সট জাস্টিফাই করার মার্কডাউনিটি নিন্মরূপ:

<div class= " text - justify "> text</div>

কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

উত্তর: যে বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান রয়েছে, অভিজ্ঞতা রয়েছে এবং তার ভিত্তিতে পোষ্টটিকে আমি সৃজনশীলতার সাথে উপস্থাপন করতে পারবো যে সকল বিষয়েই বেশী গুরুত্ব দেয়া উচিত।কোন বিষয় নিয়ে যদি নিজের যথেষ্ট জ্ঞান না থাকে, তবে সেই বিষয়ে এলোমেলো উপস্থাপন না করাই শ্রেয়, তাহলে বাকিদের কাছে পোষ্টের কোয়ালিটি নিয়ে সংশয় সৃষ্টি হবে এবং লেখক হিসেবে গ্রহণযোগ্যতা কমে যাবে।

ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

উত্তর:
$7 এর অর্ধেক যাবে অথরের কাছে আর অর্ধেক কিউরেটরের কাছে। সেক্ষেত্রে কিউরেটর হিসেবে $7 এর অর্ধেক, অর্থাৎ $3.5 মূল্যের সমপরিমাণ steem power পাবো।
(3.5 ÷ 0.50) = 7 SP রিওয়ার্ড পাবো।

সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উত্তর:

  • পোস্ট করার ৬ মিনিট পর থেকে পোষ্টের ৬ দিন ১২ ঘণ্টা সময়ের মধ্যে ভোট দিলে সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়া সম্ভব।
  • তবে যে সব পোস্টের টোটাল পে আউট ভোট ভ্যালু বেশি সব পোস্টের ক্ষেত্রে বড় ভ্যালুর ভোট পরার আগে ভোট দিতে পারলে কিউরেশন রিওয়ার্ড বেশি পাওয়া যায়।

নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

উত্তর: অবশ্যই @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে। কারণ আমাদের ইন্ডিভিজুয়াল ভোটিং খুবই ভ্যালু নগণ্য, কিন্তু @Heroism এর ভোটিং ভ্যালু অনেক বেশি। কনভার্জেন্ট লিনিয়ার ইকুয়েশন অনুযায়ী @Heriosm এ ডেলিগেশন এর মাধ্যমে বেশি আর্ন করা সম্ভব।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আপনি প্রত্যেকটি প্রশ্নের সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাকে আবারও ধন্যবাদ, আপনি বেশ ভালো করেই প্রতিটি বিষয় বুঝিয়ে দিয়েছেন। এবং যথেষ্ট সময় দিয়েছেন বিষয়গুলো আত্নস্থ করার জন্যও।

Posted using SteemPro Mobile

 last year 

লেভেল ৩ হতে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় অর্জন করেছেন আপনি। আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

আপনার শুভকামনার জন্য ধন্যবাদ আপু। 😇😇

Posted using SteemPro Mobile

 last year 

আপনি এবিবি স্কুলের লেভেল থ্রি থেকে যে টপিক সম্পর্কে ধারণা পেয়েছেন সেই আঙ্গিকে আজকের পোস্ট সাজিয়েছেন। সবগুলা টপিক তুলে ধরেছেন আর নাকটাউন সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন সেটা বোঝা যাচ্ছে। যাইহোক আপনার জন্য অনেক শুভকামনা রইল।

লেভেল -৩ এ আসলে পোষ্টের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ মার্কডাউন শেখানো হয়। আপনার পোষ্ট পড়ে বুঝতে পারছি যে আপনি অনেক সুন্দর করে লেবেল তিনটা বুঝেছেন এবং লেভেল তিন এর প্রত্যেকটা বিষয় আপনি অনেক সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।

 last year 

আপনার কমেন্টের জন্য ধন্যবাদ ভাই।
যেহেতু মার্কডাউন বিষয়টা আমার প্রতিটি পোষ্টের ক্ষেত্রেই কাজে দিবে, তাই আমি চেষ্টা করেছি বিষয়গুলো সঠিকভাবে বুঝে পোষ্টে হাতেকলমেও এপ্লাই করার...

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65641.55
ETH 2676.11
USDT 1.00
SBD 2.91