নাটক রিভিউ : "ভালো থেকো ফুল"

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যাল্লো বন্ধুরা

সবাইকে আমার নমষ্কার/আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি। আজ আপনাদের সাথে আবারো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের সাথে একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করবো। আশা করছি পোস্টটি আপনাদের ভালো লাগবে।


[ছবি](হইচই থেকে স্ক্রিনশট নেয়া)



নাটকটি দেখেছি হইচই প্লাটফর্মে। নাম: ভালো থেকো ফুল। রিভিউয়ের শুরুতেই চলুন আগে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নেই....

গুরুত্বপূর্ণ তথ্যাবলি


নাটকের নাম:ভালো থেকো ফুল
প্লাটফর্মহইচই
দৈর্ঘ:১৫ মিনিট
ডিরেক্টর :ফারহাদ শশী
স্ক্রিনপ্লে & ডায়লগতাসনীমূল তাজ
সিনেমাটোগ্রাফিগোলাম মাওলা নিবীর
প্রধান চরিত্রমীর রাব্বী & রুমানা রাশিদ ঈশীতা

[ছবি](হইচই থেকে স্ক্রিনশট নেয়া)



নাটকটির শুরুতেই ডিক্লেয়ার করা যে এটি মূলতো "The Hospital Window" নামের একটি শর্ট স্টোরি থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো। গল্পটিতে দেখা যায় একটি হসপিটাল করিডরে অর্ণব সাহেব আর মায়েশা দুইজন প্রায় বিকেল বেলা করে গল্প করেন। অর্ণব সাহেবের গল্প থেকে তার হসপিটালে আসার কারণ জানা যায় রোড এক্সিডেন্ট, যে রোড এক্সিডেন্ট এ তিনি তার বাবাকেও হারিয়েছেন। অর্ণব সাহেব প্রতিদিন মায়েশাকে চারিপাশে কি হচ্ছে না হচ্ছে সব বর্ণণা করে দেন। কারণ মায়েশা চোখে দেখতে পান না। কোনদিন হয়তো সুন্দর বিকেলের রোদের গল্প করেন, কোনদিন বর্ণণা করেন বাকিদের মজার মজার কান্ড-কাহিনী, কখনো বা নতুন কেনা গল্পের বই থেকে গল্প পড়ে শোনান। এভাবেই রোজ বিকেল কেটে যায় তাদের। একদিন বিকেলে মায়েশা অর্ণব সাহেবের খোঁজ করে জানতে পারেন যে উনি সেদিন সকালেই হসপিটাল থেকে রিলিজ নিয়ে চলে গেছেন কারণ উনার চোখের অপারেশন টা এই হসপিটালে হচ্ছে না। মায়েশা অবাক হয়ে জানতে চায়, চোখের অপারেশন? নার্স বলেন, হ্যা, উনি তো চোখে দেখতে পেতেন না। পরে মায়েশা অর্ণব সাহেবের বলা কথা গুলোর আসল অর্থ বুঝতে পারেন। যেমন অর্ণব সাহেব বলতেন-

বিশ্বাস করলে দেখতে পারবে। যে বিশ্বাস সুন্দর, পবিত্র। যাকে মনের কুটিরে লালন করে দিনশেষে হাসিমুখে ঘুমানো যায়। যেদিন তুমি মনের খুব গভীর থেকে বিশ্বাস করবে, সেদিন থেকে তুমিও নতুন করে সব দেখতে পাবে।

কিংবা,

নিজের রাজ্যে নিজের মতোন করে গল্প বুনতে থাকো...


নিজস্ব মতামত

নাটকটি মাত্র পনেরো মিনিটের, কিন্তু পুরোটা সময় খুব ভালো একটা ফীল দিবে। এটি আসলে " ফীল গুড" টাইপের নাটক। নাটকটির মূল কাজ বলবো ডায়লগ এবং স্ক্রিন প্লে তে ... চমৎকার আবেশ ছড়ানো একটি নাটক।

আমার ব্যক্তিগত রেটিং-১০/১০।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ এই নাটকটি আমি এখনো দেখিনি৷ তবে আপনার এই নাটকটি খুবই ভালো লাগলো৷ আমি সময় করে এই নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি নাটক এর রিভিউ দেওয়ার জন্য৷

 11 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ বিজয় ভাই। দেখলে কেমন লাগলো জানায়েন।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপু আপনার নাটক রিভিউ পড়ে মনে হচ্ছে এর কাহিনী খুব সুন্দর। আমার কাছে নাটক দেখতে অনেক ভালো লাগে। যখনই সময় পাই তখনই নাটক দেখা হয়। এই নাটক দেখা হয়নি তবে সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 11 months ago 

দেখতে পারেন আপু। খুবই ভালো লাগবে আশা করি।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনি তো দেখছি বেশ ভালই রিভিউ করেন দিদি।আরে ঈশিতা তো আমার অনেক অনেক অনেক প্রিয় একজন অভিনেত্রী। এই ছেলেবেলা হতে আমি তার অভিনয়ের এক অন্ধ ভক্ত। আপনার নাটক রিভিউ দেখে ভাবছি একবার নাটকটা দেখে নিব।

 11 months ago 

অনেক অনেক ধন্যবাদ মাকসুদা আপু। ঈশিতা আমার ভীষণ পছন্দের অভিনেত্রী , তবে এখন তো তেমন একটা কাজ করে না। ঈশিতার নাটক বলেই দেখা শুরু করেছিলাম মুলতঃ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

বেশ সুন্দর একটি গল্পের নাটকের রিভিউ দিয়েছেন আপু। রিভিউ পড়ে মনে হচ্ছে বেশ সুন্দর হবে নাটকটি। অনেকদিন পর ঈশিতার কোন নাটকে অভিনয়ের কথা জানতে পেলাম। আমার খুব পছন্দের একজন অভিনেত্রি। নাটকটি দেখার আগ্রহ তৈরি হলো আপনার রিভিউ পড়ে।অনেক ধন্যবাদ আপু।

 11 months ago 

হইচই এ সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই দেখবেন সেলিনা আপু। মাত্র ১৫ মিনিটের, তবে সবটুকুই ভালো লাগার অনুভূতি দিবে 😇। ডায়লগ গুলো খুবই ভাল লেগেছে আমার।

Posted using SteemPro Mobile

 11 months ago 

এই ধরনের নাটম তেম৷ একটা দেখি না আপনার উপস্থাপন অনেক সুন্দর ছিল। গল্পটা দারুন অল্প সময়ের হলেও মায়া ধরিয়েছে ধন্যবাদ আপনাকে।সুন্দর করেছে শেয়ার করার জন্য ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

থ্যাঙ্কিউ আশিক ভাই। প্রশংসামুখর একটি কমেন্ট করে উৎসাহ দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ভালো থেকো ফুল নাটকটি খুবই দুর্দান্ত হয়েছে। খুব চমৎকার নাটক আমাদের মাঝে রিভিউ করেছেন । আপনার নাটক রিভিউ সত্যি বেশ অসাধারণ হয়েছে। আসলে অল্প সময়ের মধ্যে বেশ চমৎকার গল্প নাটকের মাঝে ফুটিয়ে তোলা হয়েছে। এতো চমৎকার নাটক আমাদের মাঝে রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আজিম ভাই এত সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে উৎসাহ দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

দিদি নাটকের রিভিউটি চমৎকার লাগলো।নাটকটি দেখলে যদি গুড ফিল আসে তবে তো বলবো খুব ভালো এই নাটকটি।আর ঈশিতার নাটক অনেকদিন হয় দেখা হয় না।সময় সুযোগ পেলে দেখব আশাকরি।অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

দেখলে আশা করি ভালোই লাগবে শিমুল আপু। আমিও অনেকদিন পর ঈশিতার অভিনয় দেখলাম এই নাটকের মাধ্যমে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুণভাবে ভালো থেকো ফুল নাটকটি রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছে। আসলে নাটকটি অনেক ছোট হলেও দেখতে কিন্তু বেশ ভালো একটি নাটক। তবে আপনার রেটিং পয়েন্ট দেওয়া দেখে আমি একটু অবাক হয়েছি। চেষ্টা করবো এত ছোট্ট একটি নাটক খুব অল্প সময়ের মধ্যে দেখে নেওয়ার জন্য। ধন্যবাদ আপু এত সুন্দর একটি নাটক শেয়ার করার জন্য।

 11 months ago 

আমার কাছে রোমান্টিক কমেডি নাটকের চেয়ে এমন ধরনের নাটকগুলোই বেশি ভালো লাগে কিবরিয়া ভাই। তাই এমন রেটিং দিয়েছি।

Posted using SteemPro Mobile

 11 months ago 

নাটকটি দেখা হয় নি। কিন্তু আপনার রিভিউটি পরে বেশ ভালো লাগা তৈরী হলো। নাটকটি দেখার আগ্রহ বেড়ে গেলো আরকি। সময় পেলে নাটকটি দেখবো আপু। সুন্দর নাটকটির রিভিউ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।

 11 months ago 

দেখতে পারেন আপু। আশা করি আপনার ভীষণ ভালো লাগবে নাটকটি।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59493.68
ETH 2649.33
USDT 1.00
SBD 2.45