সত্যরে লও সহজে......

in আমার বাংলা ব্লগ8 months ago

|| আজ ২৩ শে ডিসেম্বর, ২০২৩। রোজ: শনিবার ||

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী,আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি। আজ আপনাদের সাথে আবারো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করছি পোস্টটি আপনাদের ভালো লাগবে।

মনেরে আজ কহো যে,
ভালো-মন্দ যাহাই আসুক,
সত্যরে লও সহজে

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই লাইনগুলো " বোঝাপড়া" কবিতার অংশ। আমার খুব মনে আছে, এই কবিতাটি দিয়েই আমার বাংলা ব্লগ " কমিউনিটির হ্যাংয়াউটে আমার কবিতা আবৃত্তির যাত্রা শুরু। কারণ, এই কবিতাটি আমার বিশেষ পছন্দের। তবে এই কবিতার লাইনগুলোর মাহাত্ম্য বিগত কয়দিন ধরে আবারো নতুন করে বেশ ভালোই বুঝতে পারছি। আজ সে বিষয় নিয়েই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চলেছি।


Image: made by @tithyrani


মানুষের জীবনটা বড় অদ্ভুত। অনেক সময় মানুষ ভাবে এক, হয় আর এক। হয়তোবা মানুষ পরিকল্পনা করে একরকম কিন্তু বাস্তবতা হয়ে দাঁড়ায় অন্যরকম।পরিস্থিতি কিছু সময় মানুষের অনুকূলে থাকে আবার কিছু সময় হয়তোবা প্রতিকূলে। পরিস্থিতি অনুকূলে থাকুক কিংবা প্রতিকূলে সময় সময়ের মতোই বয়ে যায়। জীবনে চলার পথে অনেকসময়ে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তবে সেই সিদ্ধান্ত নেওয়ার পর, ফলাফল আমাদের পক্ষে আসুক বা বিপক্ষে, তার কর্মফল এবং উত্তরদায়িত্বও এড়িয়ে চলার কোন সুযোগ নেই। এটিই নিয়ম।


বিগত বেশ কিছুদিন ধরে আমি নিজেই এর ভুক্তভোগী।সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত অনুযায়ী একটি কাজ করে, যখন তার ফলাফল আমার আশানুরূপ হচ্ছে না দেখছি, তখন না মেনে নিতে পারছি আমার সেই সিদ্ধান্ত, না তার ফলাফল। এর ফলে আমার স্বাভাবিক কাজকর্মও ব্যহত হচ্ছে, সেটাও বুঝতে পারছি। এখন কথা হচ্ছে, পরিস্থিতি থেকে পালিয়ে বেড়ালেই তো আর পরিস্থিতি পরিবর্তন হয় না! এটিকে মেনে নিয়ে তারপর নিজের কর্ম করে যেতে হয়! তাই, নিজের মনকেই যেন বারবার বলে চলেছি, " সত্য রে লও সহজে"


সবসময় আমরা যেমন হবে বলে আশা করি, তেমনটা না হতেই পারে। কিন্তু এরপরের পরিস্থিতি নিজের অনুকূলে আনতে হলে আবারো পরবর্তী সিদ্ধান্ত নিশ্চিত করে সেই বিষয়ে কর্ম করে যেতে হবে। এটিই বুদ্ধিমান এর কাজ। কিন্তু যখন নিজের সাথে এমন হচ্ছে, তখন তা বাস্তবে রূপায়ন করা বেশ কঠিন ই মনে হচ্ছে। বারবার একই লুপে আটকে যাচ্ছি, " যেটা করলাম, ঠিক করলাম কী না!" কিংবা " আগের সিদ্ধান্ত ঠিক হলো কী না"! অথচ আমি নিজেও মানি যে আমাদের আজকের সিদ্ধান্ত সঠিক নাকি ভুল, এটি পরবর্তীতে সময় তার কর্মের মাধ্যমেই নিশ্চিত করে দেয়। সবকিছু বুঝেও যেন নিজেকে সেই লুপ থেকে বের করতে পারছি না। কারণ এর আগে নিজের কোন সিদ্ধান্ত নিয়ে হয়তো আমি এমন পরিস্থিতিতে পরি নি। তবে নতুন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া মানেই নতুন অভিজ্ঞতা অর্জন করা। আমি বিশ্বাস করি, অবশ্যই এই পরিস্থিতিও পরিবর্তন হয়ে আবারো দিন ফিরবে। তখন যেন আমি আমার প্রশ্নের সঠিক উত্তর টি পাই, এখন শুধু সেই সময়ের অপেক্ষা!

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। শিক্ষাগত যোগ্যতা : একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  
 8 months ago (edited)

সময় মানুষকে অনেক শিক্ষা দেয়। আশা করি সময়ের চক্রটা কেটে গেলে আপনার সব সিদ্ধান্তগুলো আশানুরূপ হবে। সত্যি বলেছেন দিদি সত্যকে মেনে নেয়া ছাড়া আর কোন উপায় থাকে না। আপনার মনের অনুভূতিগুলো আমাদের মাঝে প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 8 months ago 

এটা খুব ভালো কথা বলেছো ভাই। সময় মানুষকে অনেক শিক্ষা দেয়। একারণেই সময়ের সাথে সাথে মানুষের অভিজ্ঞতা বাড়ে। আর সাথে বাড়ে জ্ঞান। প্রার্থনা করো ভাই আমার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

এই ব্যাপারটি আমার সাথে খুব বেশি ঘটে।ফলাফল খারাপ হলে বারবার নিজে নিজেকে দোষ দিতে থাকি আর মাথার মধ্যে এক্সট্রা প্রেসার নিয়ে নেই।যা একেবারেই অপ্রয়োজনীয়,সুন্দর লিখেছেন।

 8 months ago 

এমনটা করা যে ঠিক নয়, সেটি জানার পরেও ওই এক্সট্রা প্রেসারটুকু মাথা থেকে বাদ দিতে না পারাটা ভীষণ বিরক্তিকর। টানা প্রায় ১৫ দিনই এই সিচুয়েশনের ভেতর দিয়ে গেলাম। আমার জন্য এবার এটা একটা নতুন অভিজ্ঞতা হলো। আপনার এমন সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপুন। ভালোবাসা নিবেন।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.027
BTC 60915.02
ETH 2636.51
USDT 1.00
SBD 2.64