একটি মান্ডালা আর্ট

in আমার বাংলা ব্লগlast year

হ্যাল্লো আমার বাংলা ব্লগবাসী

সবাইকে নমষ্কার, আদাব। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজ আপনাদের সাথে আমার একটি আর্ট এর পোস্ট শেয়ার করতে এলাম।

মান্ডালা আর্ট খুব জনপ্রিয় একটি আর্টের শাখা। আমার বাংলা ব্লগের অনেক মেম্বারই দেখছি এই সেগমেন্টের আর্টে বেশ পারদর্শী। তাই আমারও ইচ্ছে হলো এবার একটি মান্ডালা আর্ট করার চেষ্টা করি।


উপকরণ :


  • সাদা কাগজ
  • পেন্সিল
  • জেল পেন
  • কালো মার্কার পেন
  • স্কেল

ধাপ-১ :

প্রথমে আমি স্কেলের সাহায্যে পেন্সিল দিয়ে চারকোনা আকারের বর্ডার করে নিলাম।

ধাপ-২ :

এরপর আমি একটি লম্বাচে টব এঁকে নিলাম এবং এর মধ্যে কয়েকটি পাতাসহ ডাল এঁকে নিলাম।

ধাপ-৩ :

এবার আমি টবের পাশে ফাঁকা জায়গায় কিছু দূরত্ব বজায় রেখে কয়েকটি আনুভূমিক লাইন এঁকে নিলাম। লাইনগুলো টবের মাথার কাছাকাছি চলে আসলে একপাশে একটু কার্ভ করে ডিজাইন করে নিয়েছি।

ধাপ-৪ :

এবারে আনুভূমিক লাইনগুলোয় একেকটায় একেক রকম ডিজাইন করে ভরাট করে নিয়েছি।

ধাপ-৫ :

আনুভূমিক লাইন গুলো ভরাট হলে, এবারে একটি মোটা মার্কার পেন এর সাহায্যে টব ও ডাল-পাতা আউটলাইন করে নিয়েছি।

ধাপ-৬ :

এবারে প্রথমে পাতার ভেতরে শাখা -উপশাখা এঁকে নিয়েছি। তারপর টবের ভেতরের অংশ লম্বাটে গোল গোল ডিজাইন করে ভরাট করে নিয়েছি।

ফাইনাল আউটলুক :

সবশেষে নিচের দিকে নাম তারিখ সাক্ষর করে আমার মান্ডালা আর্ট টি এখানেই সমাপ্ত করেছি।



এতক্ষণ সময় নিয়ে আমার পোস্ট টি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼



Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি করা ম্যান্ডেলা আর্ট পোস্টটি আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছে। আসলে এই সমস্ত আর্ট পোস্ট তৈরি করতে হলে অনেক পরিশ্রম করতে হয়। হয়তো আপনার পোস্টের টাইটেলে একটু বানান ভুল আছে যদি এডিটের মাধ্যমে সংশোধন করে দিতেন তাহলে বেশ ভালো হতো।

 last year 

আপনার গঠনমূলক কমেন্টের জন্য ধন্যবাদ কিবরিয়া ভাই।
বানানটি আসলে ইংরেজিতে "Mandala", তাই আর জানা মতে, বাংলা উচ্চারণ ম্যান্ডেলা বা মান্ডালা দুটোই সঠিক।
তবে আপনার পর্যবেক্ষণ এর প্রশংসা করতেই হয়...।

Posted using SteemPro Mobile

 last year 

একটি ফুলের টবর খুব সুন্দর মান্ডালা আর্ট করেছে আপনি। এই আর্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয়। তাই দেখতেও সুন্দর হয়। আর্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনার মেন্ডেল আর্ট দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনি আর্ট করা ধরে রাখলে আরো সুন্দর হবে একটু ধৈর্য ধরে লেগে থাকতে হবে শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ ভাই। আমিও ঠিক করেছি আর্ট করার অভ্যেসটা চালিয়ে যাবো। অনেকদিন পর আবার কলম দিয়ে আর্ট করায় এখনো অভ্যস্ততা আসে নি। তবে কন্টিনিউ করলে আশা করি আনাড়ি ভাব থাকবে না।

Posted using SteemPro Mobile

 last year 

আপু আপনি দেখছি একটা টবের ম্যান্ডেলা আর্ট করেছেন। আসলে ম্যান্ডেলা আর্ট অনেক সময় নিয়ে এবং ধৈর্য সহকারে চেষ্টা করতে হয়। প্রথম দিকে আমিও খুব একটা পারতাম না। চেষ্টা করতে করতে এখন একটু একটু পারি। আপনিও চেষ্টা করতে থাকেন ইনশাআল্লাহ একদিন পারবেন।

 last year 

আসলেই এ ধরনের আর্টে একটু বেশি সময় আর ধৈর্যের প্রয়োজন হয়।আপনার অনুপ্রেরণার জন্য অসংখ্য ধন্যবাদ। আমিও আশা করছি চেষ্টে চালিয়ে গেলে একদিন আরো বেশি ভালো আর্ট পোষ্ট শেয়ার করতে পারবো।

Posted using SteemPro Mobile

 last year 

খুবই চমৎকার একটা ফুলের ম্যান্ডেলা আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। পাতাগুলো অনেক সুন্দর হয়েছে। আপনি যদি প্রতিনিয়ত এগুলো অঙ্কন করতে থাকেন তাহলে একদিন দেখবেন অনেক সুন্দর ভাবে অংকন করতে সক্ষম হচ্ছেন।

 last year 

আপনার কমেন্টের জন্য ধন্যবাদ ভাই।
আশা করছি আর্টের চর্চা চালিয়ে যাবো..

Posted using SteemPro Mobile

 last year 

আপনি এত সুন্দর করে ম্যান্ডেলা আর্ট করেছেন দেখে ভালো লাগলো। আর আর অনেক নিখুঁত ডিজাইন অংকন করেছেন দেখছি। ডিজাইনগুলো এরকম নিখুঁত হওয়ার কারণে দেখতে খুবই ভালো লাগতেছে। আপনিও ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করেছেন অন্যদেরকে দেখে এটা দেখে ভালো লাগলো। অনেক সুন্দর হয়েছে কিন্তু ম্যান্ডেলাটি।

 last year 

ম্যান্ডেলা আর্ট দেখতে খুবই ভালো লাগে।ম্যান্ডেলা আর্ট করার জন্য অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয় যা সবার থাকে না।তুমি অনেক ধৈর্যের সহিত ম্যান্ডেলা আর্ট টি করেছো তা দেখেই বোঝা যাচ্ছে।শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই মনা।♥️

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56697.29
ETH 2390.51
USDT 1.00
SBD 2.29