"আমার বাংলা ব্লগ " প্রতিযোগিতা ৪২: রঙিন কাগজ দিয়ে ক্রেপ ইফেক্টে জবা ফুল তৈরি
হ্যাল্লো, আমার বাংলা ব্লগবাসী। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। পোষ্টের টাইটেল দেখেই বুঝতে পারছেন, আজ আমি আপনাদের মাঝে আমার বাংলা ব্লগে চলমান প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ এর পোস্ট শেয়ার করতে যাচ্ছি।
উপকরণ |
---|
কয়েক প্রকার রঙিন কাগজ |
কাচি/পেপার কাটার |
গ্লু |
লাল সাইন পেন |
কলম |
প্রথমে রঙিন কাগজ গুলোকে সুবিধামতো সাইজে কেটে নিয়ে ক্রেপ ইফেক্ট দিয়ে নিবো। সেজন্য একটি কলমের মধ্যে একটি একটি করে কাগজ পেচিয়ে, অল্প জায়গা কলম থেকে বের করে ধীরে ধীরে নিচের দিকে চাপ দিবো। একটু করে কলমটা উপরে তুলবো, আর নিচের পেপারটাকে চাপ দিবো। এভাবে কাগজ গুলোকে ক্রেপ ইফেক্ট দিয়ে নিবো। পাপড়ির জন্য ব্যবহৃত সব কাগজগুলোকেই একে একে এভাবে ক্রেপ ইফেক্ট দিয়ে নিবো।
এবারে হাতের সাহায্যে সতর্কতার সাথে কাগজগুলোকে খুলে হাতের মাধ্যমেই জবা ফুলের পাপড়ি শেইপ দিয়ে নিবো। বিষয়টা সাবধানতার সাথে করতে হবে, নইলে একটু এদিক ওদিক হলেই কাগজ ছিড়ে যেতে পারে।
এবারেপ্রথমে ছবির মতোন সাইজে কেটে নিবো। একপাশে লাল সাইন পেন দিয়ে লাল রঙ করে নিয়েছি। এবারে সে পাশটা কাচি দিয়ে ছবির মতোন করে কেটে নিয়েছি।
কাগজ এর একপাশে একটি টুথপিক দিয়ে কাগজ জড়িয়ে জড়িয়ে শেষে গ্লু দিয়ে লাগিয়ে নিবো। এই লাঠির মধ্যে এখন গ্লু দিয়ে আগের করা পরাগগুলো পেচিয়ে দিবো। এভাবে চারটি ফুলের জন্য পছন্দসই রঙ এর চারটি পরাগদন্ড বানায় নিবো।
এবার সবুজ কালারের পেপার কেটে পেচিঁয়ে ডাল বানিয়ে নিবো।
এবং একই সাথে কয়েকটি পাতা বানিয়ে নিবো।
এবারে আগে থেকে করা রাখা পাপড়ি গুলো গ্লু এর মাধ্যমে পরাগদন্ডের সাথে এটাচ করে নিবো। প্রত্যেকটি ফুলই একই ভাবে তৈরি করে নিবো।
এবারে ডাটা গুলোর সাথে পাতা এবং ফুল এটাচ করে নিবো গ্লু এর সাহায্যে।
ফাইনাল আউটলুক এর পরে দেখে কি যেনো মিসিং মিসিং লাগছিলো। তাই আমি ফুলগুলোর উপর আবার রঙ দিয়ে একটু ফিনিশিং দিয়ে নিয়েছিলাম।
রঙিন কাগজ থেকে খুবই সৌন্দর্যময় এই ফুল তোলো তৈরি করেছেন। আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো এবং আপনার পোস্টটি ছিল অসাধারণ।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তোমাকে অভিনন্দন জানাই মনা।আসলেই তাই প্রতিযোগিতায় পজিশন পাওয়ার চেয়ে অংশগ্রহণ করার মধ্যেই অনেক সন্তুষ্টি আছে।অনেক দিন পর হলেও অনেক সুন্দর করে জবা ফুল গুলো বানিয়ে ছো যা দেখে একেবারে সত্যিকারের জবা ফুলের মতো লাগছে।শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছো এবং আমাদের সাথে শেয়ার করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই।অনেক অনেক শুভকামনা রইলো মনা।❤️
তোমার সুন্দর কমপ্লিমেন্ট এর জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। অনেক বছর পর কাগজ দিয়ে এমন কিছু বানালাম। আউটপুট এ আমি সত্যিই ভীষণ খুশি।
প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য শুভ কামনা রইলো৷ অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছো এক গুচ্ছ জবা, হঠাৎ করে দেখলে মনে হয় যে এগুলো গাছ থেকে তুলে এনেছো এতোটাই প্রনবন্তও তারতাজা।
কী সুন্দর একটা কমপ্লিমেন্ট দিলে গো বৌদি। অসংখ্য ধন্যবাদ তোমাকে। ❤️❤️
প্রতিযোগিতা মানেই সুন্দর কিছু তৈরির অপেক্ষা। আমরা সবাই অনেক আগ্রহ নিয়ে বসে থাকি কে কোন ধরনের পোস্ট করবে তা দেখার জন্য। আপনি এত সুন্দরভাবে জবা তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। সত্যি বলতে আপনার জবাব ফুল গুলো দেখে আমার মনে হচ্ছিল যেন রিয়েল জবাফুল আপনি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। জবা ফুলগুলো যেন সত্যিকারের ফুটে আছে। আমার কাছে তো জাস্ট অসাধারণ লাগলো। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
জবা ফুল গুলো তৈরি করে আমিও অনেক আনন্দিত আপু। আসলেই প্রতিযোগিতা মানেই ইউনিক ইউনিক সবার সব আইডিয়া পাওয়া। আপনার শুভকামনার জন্য ধন্যবাদ। ভালোবাসা নিবেন.. 😍
দিদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক শুভেচ্ছা আপনাকে।আপনি চমৎকার জবা ফুল নিয়ে হাজির হয়েছেন আমাদের মাঝে। আপনার তৈরি করা জবা ফুল খুব সুন্দর হয়েছে।আমার কাছে ভীষণ ভালো লাগলো। আপনি সুন্দর করে উপস্থাপন করলেন। ধন্যবাদ আপনাকে সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।
এ সপ্তাহের কনটেস্টে অনেকে অনেক কিছু তৈরি করেছে। প্রতিজন্তা নিজের ক্রিয়েটিভিটি দেখিয়েছে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর জবা ফুল তৈরি করেছেন। আসলে জবা ফুল যেমন বিভিন্ন কালার হয়ে থাকে তেমন জবা ফুল দেখতে ভীষণ ভালো লাগে। জবা ফুল তৈরি প্রতিটা ধাপাণিক ও সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। এবং পাশাপাশি খুব সুন্দর বর্ণনা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে জবা ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রথমেই বলব রঙিন কাগজ দিয়ে আপনার তৈরি জবা ফুল দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। দেখে মনে হচ্ছে জবা ফুলগুলো আসল। এত নিখুঁত ভাবে আপনি তৈরি করেছেন যা বলার মতো না। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে রঙিন কাগজ ব্যবহার করে জবা ফুল তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আসলে ফাইনাল আউটলুক আমার চিন্তার থেকেও অনেক বেশি সুন্দর এসেছে। এই প্রতিযোগিতা উপলক্ষে কাগজ দিয়ে জবা ফুল তৈরি করতে পেরে আমি নিজেও অনেক আনন্দ পেয়েছি। নিজের কাজেই অন্যরকম ভালোলাগার তৈরি হয়েছে। আর সাথে আপনাদের ভালোবাসা তো পাচ্ছিই...
আসলে প্রতিযোগিতায় যে ভালো একটা স্থান অর্জন করতে হবে এটা কোন কথা না। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এবং নিজের অনুভূতিটা কি রকম এটাই হচ্ছে বড় কথা। আপনার তৈরিকৃত জবা ফুল দেখে আমি তো অনেক মুগ্ধ হলাম। জবা ফুলগুলো অনেক সুন্দর করে তৈরি করেছেন। নিশ্চয়ই আপনার কলিগরা অনেক প্রশংসা করেছিল এই জবা ফুলগুলোর। সত্যি দিদি আপনার অনেক দক্ষতা রয়েছে এটা কিন্তু বলতে হয়।
হ্যা ভাই। আমার কলিগদের মধ্যে একজন তো এই ফুল নিয়ে ছবি তুলে প্রোফাইল পিকচার ও দিয়েছেন। এবং সকলেই অনুপ্রেরণা দিয়েছেন।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ রকিভাই। দোয়া করবেন।
প্রথমেই বলব প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন। অসাধারণ কয়েকটি কালারফুল জবা তৈরি করলে। আমার কাছে আপনার জবা ফুলগুলোর কালার কম্বিনেশন টা অনেক সুন্দর লেগেছে। আপনি জবা ফুলগুলো ধাপে ধাপে তৈরি করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আপনার কাছে যে আমার তৈরি করা জবা ফুলগুলো ভালো লেগেছে, তা জেনে খুব খুশী হলাম জামাল ভাই। আপনার শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ।
জবা ফুল আমার অনেক প্রিয় ফুল। সবার প্রথমেই আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি আমার বাংলা ব্লগ এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আমি এ পর্যন্ত যতগুলো পোস্ট দেখলাম তার মধ্যে আপনার কাগজ দিয়ে তৈরি জবা ফুলগুলো বেস্ট লেগেছে। জবা ফুলগুলো এতই সুন্দর হয়েছে যে মনে হচ্ছেই না এইগুলো কাগজ দিয়ে বানানো। আপনার জন্য মন থেকে অনেক অনেক শুভকামনা রইল।
অনেক বড় কমপ্লিমেন্ট দিয়েছেন ভাই। 😍😍 অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা এবং শুভকামনা দেয়ার জন্য।