মৃত্যু আমাদের পায়ে পায়ে ঘুরে, আর আমরা ছুটি মায়ায়...

in আমার বাংলা ব্লগ6 months ago

|| আজ ১ মার্চ,২০২৪ || রোজ: শুক্রবার ||

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি।


Image Source

" জন্মিলে মরিতে হইবে" এটিই বোধ হয় সৃষ্টি জগতের সবচেয়ে বড় বাস্তবতা এবং কঠিন সত্য। অথচ আমরা সকলেই এই সত্যটি জানা স্বত্তেও মৃত্যুকে কেউই আলিঙ্গন করার জন্য প্রস্তুত নই। আমরা এমনভাবে ছুটে চলতে থাকি, যেন অনন্তকাল ধরে আমাদের ছুটে চলা চলতেই থাকবে আমাদের পরিকল্পনা অনুযায়ী। আগামীকাল থেকে ওটা শুরু করবো, আগামীকালকে সেটা করবো, আগামী ছয় মাসের মধ্যে আমাকে ওটা করতে হবে, আগামী বছর এই সময়ে ওখানে যাবো, দশ বছরের মধ্যে ওমুক জায়গায় নিজের জন্য একটা বাড়ি করবো -কত কী না প্ল্যান করা থাকে আমাদের! অথচ আমরা ভুলে যাই, মৃত্যু আমাদের পায়ে পায়েই ঘুরে! প্রবাহমান জীবনের মাঝেই সিরিয়াল-বিহীন মৃত্যু কখন কাকে হাতছানি দিয়ে ডেকে নিবে, তা আমরা কেউই জানি না!


আমরা যদিও সকলেই জানি যে জন্মগ্রহণ করা সকলেই একদিন মৃত্যুর স্বাদ পাবোই, তবুও আমরা নিজের মৃত্যু নিয়ে কখনো তো চিন্তা করিই না। এমনকি অন্য কারোর মৃত্যু সংবাদও আমরা সহজে নিতে পারি না। আমি ব্যক্তিগত ভাবে ভীষণ আবেগপ্রবণ মানুষ। গতকাল ঢাকার বেইলী রোডের একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনের প্রকোপে ৪৩ জনের প্রাণ চলে যায়। এই ভয়াবহ নিউজটার কিছু কিছু ভিডিও ক্লিপ ও দেখেছি সোশ্যাল মিডিয়ায়। এই পুরো বিষয়টি আমি এখনো আসলে হজম করতে পারছি না। দিনের বেলা যখনি সোশ্যাল মিডিয়ায় চোখ গিয়েছে, তখনি কোন না কোন মাধ্যমে এই খবরটিই যেন বারবার চোখের সামনে পরছে! এই ৪৩ জন মানুষের মাঝে একই পরিবারের ৫ জন তালিকাভুক্ত। আর মাত্র দুই সপ্তাহ পরেই তাদের সকলের ইতালিতে চলে যাওয়ার কথা ছিলো.... অথচ আজ পাশাপাশি তাদের কবর তৈরি! বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের অন্যতম, বুয়েটের দুইজন শিক্ষার্থী -আজ শুধুই লাশ! অথচ ওদেরও তো কতো কিছু করার ছিলো আজকের লিস্টে!! একটি প্রাইভেট ভার্সিটির একজন শিক্ষক তার ছোট্ট মেয়ের জন্মদিন উৎযাপন করতে গিয়েছিলেন ওখানে, তার ছোট্ট পরীটা নাকি তার বাবাকে বারবার জিজ্ঞেস করছিলো, " বাবা, আমার জন্মদিন ই কি আমার মৃত্যুর দিন হবে? আমরা কি বাঁচবোনা??" তাদের কপাল ভালো, তারা বেঁচে গিয়েছেন!
আজ সারাদিন এটাই ভাবাচ্ছে যে আমরা কত চিন্তা করে ফেলি ভবিষ্যত কে কেন্দ্র করে, অথচ মৃত্যুর কথা কেউ ভাবিই না! আমরা মোহ-মায়ায় পরে ভুলে যাই, মৃত্যু আমাদের পায়ে পায়েই ঘুরে..... কখন কোন মুহূর্তে কার সিরিয়াল চলে আসে, আমরা কেউই জানি না!
সবশেষে আমি গতকালকের বেইলী রোডের বহুতল ভবনের আগুনে পুড়ে মৃত্যু বরণ করা সকলের আত্নার শান্তি কামনা করি। যারা গুরুতরভাবে আহত হয়েছেম, তাদের দ্রুত এই যন্ত্রণার মুক্তি হোক, সেই প্রার্থনা। তবে মৃতদের পরিবারের জন্য আমার আসলে কোন কিছুই প্রকাশ করার ভাষা নেই, খুঁজে পাই না! মহান সৃষ্টিকর্তা সেইসকল পরিবারের প্রতি সদয় হোন, তাদের এই শোক সহ্য করার ক্ষমতা দান করুন! আর, যতদিন আমরা সকলে বেঁচে আছি, সকলে সকলকে যেন প্রার্থনায় রাখি এইটুকুই কামনা।
# এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

মৃত্যু অবধারিত,মৃত্যু স্বাদ একদিন সবাইকে গ্রহণ করতে হবে।কিন্তু কিছু কিছু মৃত্যু কখনো মেনে নেওয়ার মতো নয়।গতকালই যে মানুষ গুলো চোখের সামনে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেলো সেই মৃত্যু কি কখনো কাম্য!আর কত লাশের পোড়া গন্ধের স্বাদ নিতে হবে তা একমাত্র ঈশ্বরই জানেন....।😭😭

Posted using SteemPro Mobile

 6 months ago 

সেটা ভাবতেই তো খারাপ লাগে দিদিভাই। আর কোন তাজা প্রাণ এমন দুর্ঘটনার কারণে ঝড়ে না পড়ুক, সেটাই প্রার্থনা।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আসলে প্রতিবছরই কোথাও না কোথাও এভাবে আগুন ধরা আর মানুষের প্রাণ যাওয়া যেন একটা ট্রেন্ড এর মতো হয়ে গিয়েছে। এই যে বেইলি রোডের এই বিশাল ভবনে থাকা মানুষদের কত স্বপ্ন এই আগুনের সাথে পুড়ে গেল। জীবন কখন যে গতিপথে চলা বন্ধ করে দেবে তা কারো জানা নেই। তবে মৃত সবার জন্য দোয়া করি, তাদের আত্মার শান্তি কামনা করি।

 6 months ago 

সেটাই আপু, কখন কার সিরিয়াল চলে আসবে, আমরা কেউই জানি না৷ তবে এমক্ন দুর্ঘটনায় মৃত্যু তো কারোর কাম্য নয়।

Posted using SteemPro Mobile

 6 months ago 

মৃত্যই একমাত্র সত্য।কার কখন মৃত্যু হবে তা কেউ জানেনা। বেইলি রোডে অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু মেনে নেয়া খুব কষ্টের। অগ্নকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা।এমন মৃত্যু কাম্য নয়। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। পোস্টটি শেয়ার করারা জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

সেটাই আপু। এমন দুর্ঘটনায় পরে যেন কারোর প্রাণ না যায়। স্বাভাবিক মৃত্যুই যেন কাম্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আসলে মৃত্যু চিরন্তন সত্য। আমরা যেখানে যেই অবস্থায় থাকি না কেন মৃত্যু আমাদের কাছে আসবে এইটাই প্রকৃতির নিয়ম। আপনার পোস্টটি পড়ে সত্যিই খুব খারাপ লাগছে । আসলে এই ধরনের ঘটনা কোনভাবে কাম্য নয়। আগুনে ফোটা যন্ত্রণা কতটা ভয়াবহ তা ভাষায় বলে প্রকাশ করা সম্ভব নয়। যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

 6 months ago 

আসলেই৷ কোন চরম শত্রুর ও এমন মৃত্যু না হোক!

Posted using SteemPro Mobile

 6 months ago 

মৃত্যুর স্বাদ আমাদের একদিন না একদিন গ্রহণ করতেই হবে৷ তা কখন কোথায় কিভাবে হয়ে যেতে পারে তা আমাদের কোন ভাবে জানা নেই৷ বেইলি রোডে এত বড় একটি ভবনে যেভাবে আগুন ধরে গিয়েছে তা একেবারে মর্মান্তিক একটি ঘটনা৷ এখানে যেসকল মানুষগুলো ছিল তাদের এভাবে চোখের সামনে মর্মান্তিক মৃত্যু দেখে অনেকটাই খারাপ লাগলো৷ তবে সৃষ্টিকর্তার কাছে অনেক দোয়া করি তারা যেন পরকালে শান্তি পেতে পারে৷

 6 months ago 

সেইটাই ভাই৷ তাদের শান্তির জন্য দোয়া করা ছাড়া তো আমাদের হাতে তেমন কিছু করার নেই...

Posted using SteemPro Mobile

 6 months ago 

প্রত্যেকের জন্ম যেহেতু আছে অবশ্যই সবার মৃত্যু রয়েছে। জন্ম হয়েছে মানে একদিন না একদিন তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আসলে একটা মানুষের পায়ে পায়ে মৃত্যু ঘুরতেছে কিন্তু সবাই অন্য কিছুতেই ব্যস্ত। মানুষ ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা করে, কিন্তু কিছুক্ষণ পরেই হয়তো তার মৃত্যু হতে পারে এটা কেউই মাথায় আনে না। আমরা এক মিনিট আগে হয়তো ভালোভাবে জীবন যাপন করছিলাম। কিন্তু এক মিনিট পরে আমরা মরে যেতে পারি। ঢাকার বেইলি রোডে বহুদল ভবনে আগুনের এই খবরটা আমি পেয়েছি সোশ্যাল মিডিয়াতে। এই বিষয়টা যখন শুনেছিলাম তখন তো অনেক খারাপ লেগেছিল। আসলে কার মৃত্যু কখন কিভাবে হবে এটা কেউ জানে না। যারা ওই দুর্ঘটনায় মারা গিয়েছে, তাদের মৃত্যু সেখানেই হবে এটাই নির্ধারিত করা ছিল।

 6 months ago 

জন্ম-মৃত্যু আমাদের আগে থেকেই নির্ধারিত। তবে এমন মৃত্যু তো আমাদের কারোরই কাম্য নয়। সকলের স্বাভাবিক মৃত্যুই কাম্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

প্রতিটা মানুষের পৃথিবীতে জন্ম হয়েছে তেমনি মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে । হয়তো কখনো আমরা এই মৃত্যু নিয়ে ভাবি না। শুধু মনে পড়ে যখন কোন দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায়। আবার পার্শ্ববর্তী কেউ মারা গেলে তখন কিছুটা সময় মৃত্যুর কথা সবাই কম বেশি স্মরণ করে। এই পৃথিবীর জন্য এত দৌড়াদৌড়ি একসময় শেষ হয়ে যাবে। কে কখন মারা যাবে সেটা কেউ জানে না অনেক সুন্দর আলোচনা করেছেন।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনার সুচিন্তিত মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 61092.62
ETH 2666.59
USDT 1.00
SBD 2.62