পদ্ম পাতার জল....

in আমার বাংলা ব্লগlast year

হ্যাল্লো আমার বাংলা ব্লগবাসী। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সাথে আমি একটি জেনারেল রাইটিং নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন....



আজকের সকালটা ভালোই ছিলো। অফিসে আসলাম ঠিকঠাক মতোন, ঝকঝকে রোদ ছিলো সকালে। সকালে সাড়ে এগারোটার দিকে কতক্ষণ ধরে বৃষ্টি শুরু হলো। এক নাগাড়ে বেশ অনেকক্ষণ ধরেই বৃষ্টি হলো। কলিগরা সবাই মিলে সিংগাড়া খেলাম। তারপরে পর পর দুইটা দুঃসংবাদ পেলাম।


প্রথমটা আমার হাসবেন্ড এর থেকে শুনেছি। কি একটা দরকারে ওকে কল দিচ্ছিলাম, ও তখন ওয়েটিং এ কার সাথে যেন কথা বলছে৷ পরে কল ব্যাক করে বললো, আগের অফিসের কলিগ এবং এলাকার বড় ভাই, জাহাঙ্গীর ভাই এর সাথে কথা বলছিলো। উনার বড় ভাই এর মেয়ে, ১১ বছর বয়স, ডেংগুতে আক্রান্ত হয়ে পরপারে চলে গিয়েছে গতকাল। ওদিকে, আমার স্কুলের একজন শিক্ষকের নয় বছরের মেয়েও ডেংগু তে আক্রান্ত ছিল। তিন দিন আগে ফেসবুকে স্টাটাস এ দেখলাম যে ওর জন্য রক্ত লাগবে। ডোনার খোঁজা হচ্ছিলো। আজ দেখলাম সেই মেয়েটাও আর নেই। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে অজানায়।


একসাথে এই দুইটা মৃত্যু দেখে চিন্তায় এলো, কত ঠুনকো আমাদের এই জীবন! যাদের কথা লিখলাম, মেয়েগুলো হয়তো কিছুদিন আগেও পুতুল নিয়ে খেলা করতো, চাচ্চুর কাছে বায়না করতো, সেই মেয়েটাকে নিজের হাতে কবর দিয়ে আসতে হয়েছে পরিবারের মানুষগুলোর। কেউ কি ভেবেছিলো, দুইটা ছোট্ট ফুল, পরিপূর্ণ ভাবে ফোটার আগেই ঝড়ে যাবে এমন হঠাৎ ঝড়ে!! আর এই যে বড় হইলে আমরা দিনের পর দিন খালি ছুটে চলি পাগলের মতোন... জীবনে এটা করতে হবে, সেটা করতে হবে... কত প্ল্যান আমাদের এই ঠুনকো জীবন নিয়ে.... কেউ আমাদের থেকে আগে এগিয়ে গেলে আমাদের সহ্য হয় না। অথচ আমরা প্রতিমুহূর্তে ভুলে যাই যে, এই জীবনটারই কোন নিশ্চয়তা নেই। আজ আছি, আগামীকাল থাকবো কি না তাও নিশ্চিত না। তাহলে কিসের জন্য এত ছুটে চলা? কখনো ভেবে দেখেছেন, এই যে জীবন, আসলেই তা কত ঠুনকো? ঠিক যেন পদ্ম পাতার উপর জল..? আপনাদের মতামত জানাবেন।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আমাদের এই ক্ষুদ্র জীবন শুধু ক্ষণিকের। তাই তো কখন আমরা হঠাৎ করে হারিয়ে যাব বুঝতেই পারিনা। আসলে এরকম মৃত্যু দেখলে অনেক খারাপ লাগে। ডেঙ্গুর ভয়াবহতা দিনে দিনে বেড়েই চলেছে। আপনার পরিচিত মানুষগুলোর মৃত্যুর কথা শুনে সত্যিই কষ্ট পেলাম।

Posted using SteemPro Mobile

 last year 

আমাদের এই অনিশ্চিত জীবনে কোন নির্ভরতা নেই নেই কোন গ্যারান্টি কার্ড।কে কখন কোথায় হারিয়ে যাবে তার নেই কোনো ঠিক ঠিকানা।কিছুদিন আগে আমাদের ভয় ও আতঙ্ক ছিল করোনা নিয়ে। আজ করুণা নেই আছে ডেঙ্গু।এই ডেঙ্গুর ফলে আমাদের অনেক পরিচিত ও কাছের মানুষ যাচ্ছে হারিয়ে।আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম আপনার কাছের মানুষ অনেকে আক্রান্ত হয়ে আছে।কাছের ও পরিচিত মানুষগুলো একটু বিপদে পড়লে মনটা কমিশন খারাপ লাগে। আপনার পরিবার ও আপনার পরিচিত মানুষগুলোকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন এবং সুস্থ রাখেন সে কামনাই করি।

 last year 

খুব সুন্দর একটি কমেন্ট করেছেন ভাইয়া। আমাদের এই অনিশ্চিত জীবনের কোন গ্যারান্টি নেই। একের পর এক অনিশ্চয়তা ভর করে আমাদের। একটা পার পেলেই আরেকটা নতুন ভয়... যাই হোক, আপনার দোয়ার জন্যও অসংখ্য ধন্যবাদ ভাই। দোয়া করবেন এবং এভাবেই পাশে থাকবেন আশা করি।

Posted using SteemPro Mobile

 last year 

ঈশ্বর ওদের বিদেহী আত্মাকে শান্তি দিক এবং ওদের পরিবার কে এই শোক সহ্য করার ক্ষমতা দিক। এমন মৃত্যু কিছুতেই মেনে নেওয়া যায়না।আপনারাও সাবধানে থাকবেন।ডেঙ্গুর প্রকোপ যেভাবে বাড়ছে খুব ভয় হয় ঢাকাবাসী আত্মীয় স্বজন নিয়ে।

 last year 

সেটাই, মৃত্যু তো সবারই আসবে, তবে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু গুলো সহ্য করার ক্ষমতা দিক তাদের পরিবারের লোকদের, সেই প্রার্থনা। আর আমরা চেষ্টা করি সাবধানে থাকার। সাবধানতার মাইর নাই।

Posted using SteemPro Mobile

 11 months ago 

জিবন আমাদের পদ্মপাতার জলের ন্যায় টলমল করে। আসলে আমাদের জিবনে কখন কার কি হবে আমরা কেউ জানি না।ফুলের মতো নিস্পাপ বাচ্চা দুটো অকালেই ঝড়ে পড়লো কি করে ওদের বাবা,মা বুক ভরা হাহাকার নিয়ে বেঁচে থাকবে সেই কথা ভেবেই কষ্ট হচ্ছে। নিয়তির কাছে আমরা সবাই অসহায়।

 11 months ago 

আসলেই, নিয়তির কাছে বড্ড অসহায় আমরা। কখন যে কি হয়ে যায়, বলা যায় না।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59695.98
ETH 2665.47
USDT 1.00
SBD 2.48