।।বাংলা নাটক রিভিউ: মিস্টার নার্স।।

in আমার বাংলা ব্লগlast year

হ্যাল্লো আমার বাংলা ব্লগবাসী। আশা করি সকলে সুস্থ আছেন। আমিও সৃষ্টিকর্তার আশির্বাদে সুস্থ আছি। আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার সাম্প্রতিক দেখা একটি নাটকের রিভিউ।

বিনোদনের অনেক মাধ্যমের মধ্যে নাটক অন্যতম। মুভি বা চলচ্চিত্র অনেক দীর্ঘ দৈঘ্যের হয় বলে অনেকের পক্ষে সচরাচর চলচ্চিত্র দেখা সময় সাপেক্ষ ব্যাপার। স্বল্পদৈর্ঘের নাটকগুলো তাই বেশি উপযোগী। আমার অফিসের যাতায়াতের পথে আমি সচরাচর হয় নাটক দেখি, নয়তো বই পড়ি অথবা গান শুনে দৈনন্দিন জীবনের যাত্রাপথের ধকলটা একটু সহনীয় করার চেষ্টা করি। তাতে আমার বিনোদন ও হয় আর এর জন্য আলাদা করে কোন সময় নষ্ট হয় না।

স্ক্রিনশট ইউটিউব থেকে নেয়া

যে নাটকটির রিভিউ আজ শেয়ার করবো, তার নাম "মিস্টার নার্স"।প্রথমেই চলুন সংক্ষেপে কিছু তথ্য জেনে নেই।

এক নজরে তথ্যাবলী :


নামমিস্টার নার্স
রচনা ও পরিচালনায়:হাসিব হোসেন রাখি
প্রকাশ মাধ্যম:ইউটিউব
রিলিজ তারিখ:১ জুন ২০২৩
অভিনয়ে:নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, জান্নাত সূচি, হানিফ পালোয়ান ও আরো অনেকে
নাটকের ধরণ:রোমান্টিক ও কমেডি

নাটকের শুরুতেই দেখা যায় এক হসপিটালে একজন মেয়েকে ভর্তি করানো হয় সেন্সলেস অবস্থায়। তার পরিবারের ভাষ্যমতে কয়দিন আগে জ্বর হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন রোগী, সুস্থ হয়ে বাসায় যাওয়ার পর আবার সেন্সলেস হয়ে যায়। এদিকে বেডে নেয়ার পর রোগী হুট করে উঠে বসে ডিউটিরত ডাক্তার নার্সদের দেখে অবাক হয়ে " মিস্টার নার্স" কে খুঁজতে থাকে। তাকে আবার দেখার জন্যই রোগী মিথ্যা করে সেন্সলেস হওয়ার ভান ধরে হসপিটালে এসেছে.... আসলে সেই হস্পিটালে একজন সুদর্শন পুরুষ (আমাদের নায়ক) নার্স হিসেবে কাজ করে৷তাকে সবাই মিস্টার নার্স হিসেবেই ডাকে। ওদিকে মিস্টার নার্সের জয়েনের পর থেকে সেই হসপিটালের নার্সদের মনেও লাড্ডু ফুটতে থাকে।

স্ক্রিনশট ইউটিউব থেকে নেয়া

নার্স আঁখি এবং নার্স জান্নাত দুজন ই মিস্টার নার্সকে পছন্দ করে এবং বিভিন্ন উপায়ে তা প্রকাশ করার চেষ্টা করে। এক সময়ে দেখা যায় নার্স জান্নাত মিস্টার নার্সকে একটা ঘরে নিয়ে চাকু দেখিয়ে ভয় দেখায়, মিস্টার নার্স যদি তাকে "আই লাভ ইউ" না বলে তাহলে নার্স জান্নাত সেই চাকু দিয়ে নিজের হাত কেটে ফেলবে। বাইরে থেকে সেই কথা শুনে নার্স আঁখি ও সেই ঘরে প্রবেশ করে এবং জান্নাতকে বলে হাত কেটে ফেলতে, না পারলে প্রয়োজনে আঁখি সাহায্য করবে। একথা শুনে জান্নাত একটু ভয় পেয়ে বুঝে যায় এত সহজে আর কাজ হলো না, ওদিকে নার্স আখিও নাছোড়বান্দা। অবস্থা বেগতিক দেখে মিস্টার নার্স তাদের হাত থেকে চাকুটা নিয়ে নিতে চায়। তিন জনের কাড়াকাড়িতে চাকুর আঘাতে মিস্টার নার্সের হাত কেটে যায়। কাহিনীর অগ্রসরে নার্স আঁখি পরে সরি বলে মিস্টার নার্সের বন্ধু হতে চায়। একটু একটু করে তাদের রসায়ন বাড়ে।

স্ক্রিনশট ইউটিউব থেকে নেয়া

ওদিকে হাসপাতালের একজন সিনিয়র, একজন নার্সকে বিরক্ত করে এই বলে যে তার সাথে হাসপাতালের এমডির ডিরেক্ট যোগাযোগ আছে। সেই সিনিয়রের সাথে কমিউনিকেশন গ্যাপ না কমালে ঠিকঠাক মত ডিউটি করেও উন্নতি হবে না।
এইবলে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উনি নার্সকে বিরক্ত করার চেষ্টা করে।

স্ক্রিনশট ইউটিউব থেকে নেয়া

একদিন নোটিশ জানানো হয় যে, হসপিটালে এমডি নিজে পরিদর্শনে আসবেন, সবাই যেন সময়মতো উপস্থিত থাকে। সময়মতো সবাই উপস্থিত শুধু মিস্টার নার্স ছাড়া। যখন এমডি স্যার আসলেন, সবার চক্ষু চরকগাছ! এমডি আর কেউ নন, বরং মিস্টার নার্স নিজেই।

স্ক্রিনশট ইউটিউব থেকে নেয়া

সবার বিষ্ময় কাটাতে উনি ব্যখা করলেন, অনেকদিন থেকেই হসপিটালের অনেক অনিয়ম এর ব্যাপারে অভিযোগ শুনছেন, তাই সব শোনাকথা বিশ্বাস না করে নিজে হসপিটালের একজন সাধারণ কর্মচারী রুপে এসে সমস্তটা নিজের চোখে পর্যবেক্ষণ করতেই এসেছিলেন। সেগুলো পর্যবেক্ষণ তো করেই ফেলেছেন এতদিনে, এখন যথাযথ ব্যবস্থা নিবেন।

এমডি স্যারের এসব কথা শুনে নার্স আঁখি তার রিজাইন লেটার সাবমিট করে দেয় ভয়ে। তবে শেষ পর্যন্ত নার্স আঁখির সাথে মিস্টার নার্সের বন্ধুত্বের কি হলো সেটা জানতে হলে নিজেই দেখে ফেলুন নাটকটি। সময়টুকুন ভালো কাটবে আশা করি।



ব্যক্তিগত মতামত :

নাটকটি কমেডি এবং রোমান্টিক দুই ধারাতেই পরে। পুরোটা সময়ে বোর হওয়ার কোন সুযোগ নেই। একের পর এক কমেডি সিন লেগেই ছিলো। হাস্যরসের বাইরেও আরেকটা ব্যাপার শিক্ষণীয় ছিলো, সেটা হলো, এমডি যখন নিজের হসপিটাল সম্পর্কে বিভিন্নরকম অভিযোগ শুনে সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য নিজেই একজন সাধারণ নার্স সেজে নিজেই পর্যবেক্ষণ করেছে-এই চিন্তাভাবনা। প্রতিটি প্রতিষ্ঠানের মালিকপক্ষ যদি এমন তৎপরতা দেখায়, তবে প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা-কর্মচারী অবিচার পাওয়ার কথা না।



আজ এপর্যন্তই শেষ করলাম। আশা করি আপনাদের সুচিন্তিত মতামত শেয়ার করবেন।

এতক্ষণ সময় নিয়ে আমার পোস্ট টি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

মিস্টার নার্স নাটকটা যদিও আমার এখনো পর্যন্ত দেখা হয়নি, তবে নাটকটার সম্পূর্ণ কাহিনী আপনার রিভিউ পোস্টের মাধ্যমে পড়ে খুব ভালো লেগেছে। অনেক সুন্দর করে আপনি নাটকটার রিভিউ করেছেন। এরকম রিভিউ গুলো পড়তে খুব ভালো লাগে আমার কাছে। তবে শেষ পর্যায়ে কি হলো তা তো জানতেই পারলাম না। অবশ্যই আমি নাটকটা দেখার চেষ্টা করব এবং শেষে কি হয়েছে তা জানার জন্য চেষ্টা করব।

 last year 

রিভিউটি আপনার মনে কিউরিওসিটি জাগাতে পেরেছে, এটুকুই আমার স্বার্থকতা আপু!😊😊 এটি আমার প্রথম কোন নাটক রিভিউ লেখা। আপনার কমেন্টটি পড়ে অনুপ্রেরণা পেলাম। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

সত্যি বলতে বাংলা নাটক গুলো আমি ভীষণ পছন্দ করি। মিস্টার নার্স নাটকটি আমি দেখেছি। নিলয় আর হিমুর অভিনয় ভীষণ ভালো লাগে। আর নাটক গুলোতে ভীষণ হাসি আসে ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনিও নাটকটি দেখেছেন শুনে ভালো লাগলো। আসলে এই নাটকে একটুও বোর হওয়ার সুযোগ ছিল না

Posted using SteemPro Mobile

 last year 

নিলয় আলমগীর এবং হিমি দুজনে দারুন একটা ঝুটি বেধেছে। অনেক নাটক করছে তাদের নাটকগুলো অনেক জনপ্রিয়তা পেয়েছে। ভালো লাগে মাঝে মাঝে দেখে থাকি। এই নাটকটি দেখা হয়নি দেখার চেষ্টা করব।

 last year 

আলমগীর -হিমি অনেক নাটকে জুটি হয়েছেন এবং বেশ ভালো করছেন।

Posted using SteemPro Mobile

 last year 

এই ধরনের নাটক গুলো আমার অনেক বেশি পছন্দের। আজ নাটকের নায়কের চরিত্রে যদি থাকে নিলয় তাহলে তো কোন কথা নেই। নিলয়ের নাটকগুলো এমনিতেই অনেক বেশি সুন্দর হয়। আসলে এই নাটকটির সম্পূর্ণ কাহিনীটা রিভিউর মাধ্যমে জানতে পেরেছি। কমেডি এবং রোমান্টিক দুটো থাকার কারণে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে এই নাটকের রিভিউটা পড়তে। বেশ শিক্ষণীয় ও ছিল কিন্তু এই নাটকটা।

 last year 

জী ভাই। কিন্তু আফসোস যে আমরা এমন শিক্ষনীয় বিষয় গুলোর বাস্তব প্রতিফলন দেখতে পাই না বললেই চলে...

Posted using SteemPro Mobile

 last year 

বাহ খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আপনার সম্পূর্ণ রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। এখনো এই নাটক দেখা হয়নি কিন্তু আপনার রিভিউ পড়ে মনে হচ্ছে আজই দেখতে হবে। নিলয় আর হিমির নাটক দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

 last year 

দেখতে পারেন আপু। বোর লাগবে না আশা করি।

Posted using SteemPro Mobile

 last year 

খুব চমৎকার একটি নাটকের রিভিউ করেছেন। আসলে এখন সময় সল্পতার কারণে কোন প্রকার নাটকে দেখা হয় না। তবে মাঝেমধ্যে রিভিউ পোস্টগুলো পড়ে নাটক দেখার সাধ মিটাই। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি নাটকের রিভিও শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া...।

Posted using SteemPro Mobile

 last year 

প্রতিদিন দুপুর বেলা খাবার টেবিলে বসে একটা বাংলা নাটক না দেখলে মনে হয় খাবারে তৃপ্তি আসে না।এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে।নিলয় এর অনেক নাটক দেখেছি কিন্তু এই মিস্টার নার্স নাটক টি এখনো দেখা হয়নি। নাটক রিভিউ দেখে খুবই ভালো লাগলো আশাকরি খুব শীঘ্রই এই নাটক টি দেখবো।অনেক সুন্দর করে রিভিউ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ মনা।

 last year 

তাহলে তো তোমার অনেক নাটক দেখা হয়। মাঝে মধ্যে আমাদের উদ্দেশ্যে কিছু নাটক রিভিউ শেয়ার করো দিদিভাই।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56690.25
ETH 2380.35
USDT 1.00
SBD 2.33