মৌসুমের শেষে বসের বাড়ির কাঁঠাল....

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যাল্লো আমার বাংলা ব্লগবাসী। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি।

এখন শ্রাবণ মাসের মাঝামাঝি চলে এসেছে। গ্রীষ্ম কাল বা মধুমাস তো ক্যালেন্ডারের হিসেবে শেষই। বাজারে এখনো মধুমাসের কিছু কিছু ফল যেমন আম-কাঁঠাল পাওয়াও যাচ্ছে। তবে তা বেশির ভাগই স্বাদে সাধ মিটানোর মতোন না। 😔

এবছর অবশ্য ঢাকায় এবং গ্রামে বাড়িতে গিয়ে ইচ্ছেমতোই আম-কাঁঠাল-জাম খাওয়া হয়েছে। মাঝেমধ্যে আমাদের অফিসের মার্কেটিং টীমের বস ও তার গ্রামের বাড়ি থেকে কাঁঠাল এনে খাইয়েছেন। আমাদের দেশে গাজিপুরের কাঁঠাল বেশ ভালোই বিখ্যাত৷ মার্কেটিং টীমের বস এর বাড়িও গাজিপুর। সেই সূত্রে উনিও কয়েক ধাপে পুরো অফিসে তার বাড়ির কাঁঠাল খাইয়েছেন মৌসুমে।
দুই দিন আগে আবার আরেক ধাপে ৩ টি বড় বড় কাঁঠাল এনেছিলেন। আজ প্রায় ৪ টিই একসাথে পেঁকেছে অর্থাৎ খাওয়ার উপোযোগী হয়েছে।

সকাল থেকেই অফিস কাঁঠালের মিস্টি গন্ধে মম করছে। আমাদের কাঁঠাল স্পেশালিস্ট 'সিরাজ ভাই' সবগুলো কাঁঠাল ই ভেংগে কয়েকটি প্লেটে স্যারদের জন্য আলাদা করে রেখে বাকি সবগুলো আরেকটি বোল এ নিয়ে হাজির হলেন। যেই না টেবিলে রাখা, সবাই সিট থেকে উঠে এসে হামলে হুমলে একসাথে খাওয়া শুরু.... 🫣🫣🫣

ছবিতে দেখাই যাচ্ছে যে বোল টা কত বড়, এবং সেখানে অনেক কাঁঠাল রয়েছে।যদিও অফিসের সবার জন্যই এনাফ পরিমাণে ছিলো, তাতে কি!! অফিসে যেদিন ই কোন খাবার থাকে একসাথে খাওয়ার, আমরা কলিগরা একদম স্কুলের টিফিন টাইমের মতোন এবং ঠিক স্কুলের বাচ্চাদের মতোনই এর থেকে ওর থেকে হামলে খাই। এটাই আমাদের অলিখিত নিয়ম 😇😇😇।এর মাঝেও আপনাদের সাথে শেয়ার করবো বলে চটপট করে ছবি তুলে নিয়েছি। মে বি এটাই এই সিজনের শেষ কাঁঠাল খাওয়া এবং কাঁঠালগুলোও বেশ রসালো এবং মিস্টি ছিলো 😋। এবং সবাই মিলে বেশ মজা করে খেয়েছি এবং খুব ভালো একটা স্মৃতি তৈরি হয়ে গেলো সবার সাথে।



আজ এপর্যন্তই। এতক্ষণ ধরে আমার আজকের পোষ্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ....

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মৌসুমের শেষে বসের বাড়ির কাঁঠাল। আসলে বসের বাড়ির কাঁঠাল হলে খেতে তো বেশ ভালোই লাগে। আসলে মৌসুমের প্রত্যেকটি ফল খাওয়া আমাদের শরীরের জন্য উপকার। আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম একসাথে চারটি কাঁঠাল পেঁকেছে তাই বাড়িতে হয়তো খাওয়ার লোক নেই আমাদের দাওয়াত দিবেন আপু যদি না খেতে পারেন। কাঁঠালের কালার দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু লাগবে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই খেতে ভীষণ মজার ছিলো ভাইয়া.... মিষ্টি এবং রসালো 😋😋 খাওয়ার সময় সেল্ফি নিতে পারি নি, সেল্ফি নিতে গেলে ওদিকে ভাগে কম পরে যেতো এই ভয়ে 😅😅।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দারুন উত্তর আপু ঠিক বলেছেন আপু সেলফি তুলতে গেলে হয়তো আপনার ভাগে কয়েকটি সার কম পড়ে যেত। ধন্যবাদ এত সুন্দর ভাবে মতামতের রিপ্লে দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 116861.68
ETH 4513.67
SBD 0.85