স্বরচিত কবিতা :( জীবন ) by @titash

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

school-work-851328_1280 (1).jpg

হ্যালো প্রিয় সদস্য বন্ধুরা, কেমন আছেন সবাই । আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিছুদিন যাবৎ শরীরটা একটু অসুস্থ তাই নিয়মিত পোস্ট এবং রিপ্লাই করতে পারছি না। তবু চেষ্টা করি আপনাদের মাঝে প্রতিনিয়ত পোস্ট করতে। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতার পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি তেমন ভালো কবিতা লিখতে পারি না, তবে চেষ্টা করে যাচ্ছি। আমার আজকের স্বরচিত কবিতাটি হচ্ছে "জীবন" চলুন আমার লেখা স্বরচিত কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করি।

link

কবিতার মূলভাব :

আমাদের প্রত্যেকেরই জীবন আছে। আমরা এই জীবনকে প্রাধান্য দিয়ে ছোটে বেড়ায়। অথচ জীবনটাই আমাদেরকে এভাবে ছুটাচ্ছে। আমরা যা চাই তা আমাদের মতে হয় না। জীবন যেভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরাও সেভাবেই চলছি। আমরা সবাই ভাগ্যের ওপর সবকিছু ছেড়ে দেই। আমাকে এমনটা করেছে ভাগ্য। আসলে এটাই আমাদের জীবন। আমরা জীবনে যে জিনিসটা না চাই, সেটা এসে আমাদের মাঝে হাজির হয়। আবার আমরা যেটা চাই, সেটা আমাদের মাঝে আকাশের চাঁদের মত হয়ে যায়। যা ধরাছোঁয়ার বাহিরে চলে যায়। আমাদের এই জীবনে কত রং কত ঢং সবকিছুই রয়েছে। জীবন বাস্তবতার প্রত্যেকটা ধাপ শিখিয়ে দেই। বাস্তবতার সম্মুখীন হয়ে মানুষ যখন সুখের সন্ধান খুঁজে বেড়ায়,না ঝড় ঝাপটা পেরিয়ে। একটা সময় যখন সুখ খুঁজে পায়। তখন সেই সুখের সময়ে, জীবনে আসে অনেক ঝড়, এমনকি মৃত্যুর মতো অসম্ভব সুন্দর সত্যটাও আমাদের জীবনে এসে হাজির হয়। তখন এই জীবনের সুখের মায়া ত্যাগ করে। আমাদের সকলকে পারিজমাতে হয় পরপারে।

জীবন

বড়ই অদ্ভুত এই জীবন,
করে খেলা সারাক্ষণ।
নিজের ইচ্ছার বিরুদ্ধে ,
করে শুধু আচরণ।

স্রোতের গতিতে চলছে জীবন।
চলে শুধু চলে আপন মনে ,
খামখেয়ালী এ জীবন অকারণ।
করতে এই পৃথিবী বিচরণ।

জীবন বুঝাই বাস্তবতা।
মন বুঝতে চায় না সে কথা।
মন বলে ছুটে চল।
যেথায় খুশি যেতে চাই হৃদয়।

সংগ্রামী হতে শেখায় এ জীবন।
যুদ্ধে জয়ী হতে শেখায় জীবন।
সুন্দর পৃথিবীতে বাঁচতে শেখায় জীবন।
তখন সুখের জীবনে, বাধা হয়ে আসে মরণ।

কত রঙ দেখায় এ জীবন।
হঠাৎ ঝড়,হঠাৎ বসন্ত
তবু জীবন অদ্ভুত ও শান্ত।
জীবনের এই হিসাব খুঁজে পাই না মন।

বন্ধুরা এই হচ্ছে আজকে আমার স্বরচিত কবিতা " জীবন "। আশা করি আজকে আমার এই কবিতাটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে । আজ এ পর্যন্তই আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn99njcohq4r9LUHc.png

gPCasciUWmEwHnsXKML7.png

ddddoo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

QPJMWN~1.GIF

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 6 months ago 

আসলেই মানুষের জীবন বড়ই অদ্ভুত ৷ জীবনে মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যা অপ্রত্যাশিত ৷ আমরা জীবনে যা চাই , তা কখনোই পাই না ৷ আর যা চাইনা , তা আমাদের জীবনের সাথে জরিয়ে যায় ৷ আসলে নিয়তির কাছেই সব ৷ যাই হোক , অনেক সুন্দর লিখেছেন ৷ আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে অসুস্থতার মাঝেও এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ৷ আপনার সুস্থতা কামনা করি ৷

Posted using SteemPro Mobile

 6 months ago 

মানুষের জীবন আসলেই একটা অদ্ভুত জীবন। আপনি ঠিকই বলেছেন, আমরা এমন এমন পরিস্থিতির শিকার হয় যা অপ্রত্যাশিত। ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য দোয়া রইল।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনি খুব সুন্দর করে জীবন কবিতাটি লিখেছেন। আসলে মানুষের জীবন এক অদ্ভুত। মানুষ জন্মের পর থেকে জীবন নিয়ে ছোটে বেড়ায়। এক সময় মানুষের জীবন শেষ হয়ে যায়। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

জি আপু আপনি ঠিকই বলেছেন, মানুষের জন্মের পর থেকেই জীবনের পিছনে ছুটে বেড়ায়। একসময় এই জীবনের মায়া ত্যাগ করতে হয় এবং জীবন শেষ হয়ে যায়।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ওয়াও অসাধারন চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার জীবন কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। আসলে এ জীবনে মানুষ অনেক কিছু দেখেছে ভালো-মন্দ। জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ জীবন নিয়ে যুদ্ধ করে থাকে। এই জীবনে মানুষ কত কিছু করে। তবে কবিতার মাধ্যমে জীবন নিয়ে খুব সুন্দর অনুভূতি তুলে ধরেছেন। সুন্দর কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আপনার কথাটা একদম সত্য যে মানুষ জীবনের মাঝে ভালো-মন্দ অনেক কিছুই শিখে। আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যুদ্ধ করে থাকে। আপনার কমেন্টটি অসাধারণ হয়েছে ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57899.47
ETH 3134.16
USDT 1.00
SBD 2.39