শুভ জন্মদিন “আমার বাংলা ব্লগ”। দ্বিতীয় বর্ষ উদযাপন।।

in আমার বাংলা ব্লগlast year

image.png

Link

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। অনেকদিন পর আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে পোস্ট করতে পারছিলাম না। আজকের দ্বিতীয় বর্ষ অনুষ্ঠানটা শেষ করে পোষ্ট করা থেকে আর বিরত থাকতে পারলাম না। আমি সবসময়ই ডিস্কোর্ডে একটিভ আছি। সবার সাথে যোগোযোগ রাখতেছি। সবার সাথে মেসেজ করতেছি এবং কমিউনিটির খোঁজ খবর রাখতেছি।

আমি আমার বাংলা ব্লগে প্রবেশ করেছি পাচঁ মাসের মত হবে। আমার হাসবেন্ডের মাধ্যমে আমি স্টিমিটের পরিচয় পেয়েছি। ব্লগিং কি সেটাও আমি বুঝতাম না। বিয়ের পরে আমার হাসবেন্ডকে দেখতাম আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে। প্রতি বৃহস্পতিবারে হ্যাংআউটের মাধ্যমে অনেক মজা করা হয়। আর একটি বিষয় হলো এখানে মনের ইচ্ছা মত অনুভুতি প্রকাশ করা যায়। আবার সেই অনুভূতিটা বাংলাতে প্রকাশ করা যায়। নিজের মাতৃভাষার মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করার মত মজা আর কিছুতে নেই। এগুলোই আমাকে আমার বাংলা ব্লগে কাজ করার উৎসাহ জাগিয়েছে।

আপনারা সবাই জানেন যে গতকাল আমাদের কমিউনিটির দ্বিতীয় বর্ষ উদযাপন করা হয়েছে। দেখতে দেখতে দুইটি বছর অতিক্রম হয়ে গেল। দ্বিতীয় বর্ষ উপলক্ষে আমরা ডিস্কোর্ডের মাধ্যমে দারুন এনজয় করেছি। জন্মদিনের অনুষ্ঠানে আমরা কয়েকজন মেম্বারের অনুভূতি শুনেছি। জন্মদিন উপলক্ষে দাদার পক্ষ থেকে দুটি কনটেস্টের আয়োজন করা হয়েছিল। সেগুলোর রেজাল্ট শুনেছি । সমস্ত মেম্বারদের পক্ষ থেকে সম্মানিত এডমিন মডারেটরদের জন্য একটি কনটেস্টের আয়োজন করা হয়েছিল, খুব আনন্দের সাথে তারা কনটেস্টে অংশগ্রহণ করেছেন, এ বিষয়টা আমার কাছে খুব ভাল লেগেছে।

আপনারা সবাই হয়তো এতক্ষনে জেনে গেছেন যে আমাদের কমিউনিটির শুভজন্মদিন উপলক্ষে তিনদিন ব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম দিনের অনুষ্ঠানে আমরা সবাই দারুন এনজয় করেছি। এডমিন ভাই বোনদের পক্ষ থেকে গিভএওয়ে আর এয়ারট্রপ ছিল। আবার দাদার পক্ষ থেকেও অনেক গুলো এয়ারড্রপ ও গিভএওয়ে ছিল। সব মিলিয়ে প্রথম দিনের অনুষ্ঠানটি দারুন ভাবে উপভোগ করেছি।

বর্তমানে আমি লেভেল-৪ এ অবস্থান করছি। কিছুদিন যাবৎ অসুস্থতার কারনে ব্লগিংটা অফ রেখিছিলাম। আমি ধীর্ঘ তিন মাস এডমিন মডারেটর ভাইবোনদের মাধ্যমে ক্লাস করেছি। আমি সবসময় তাদের ব্যবহার দেখে মুগ্ধ হয়েছি। আমাকে শিখানোর জন্য তাদেরকে আমি কোন ফেনিফিট দেয়নি। তারপরও একমাত্র আমাকে একজন সঠিক ব্লগার হিসাবে গড়ে তুলার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছন। এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

এত সুন্দর একটি পরিবেশ,এত সুন্দর একটি পরিবার পেয়েছি একমাত্র সম্মানিত দাদার কারনে। আমার বাংলা ব্লগের কেউ বলতে পারবে না যে এখান থেকে নিরাশ হয়েছে। দাদা সবাইকে সমান ভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। দাদর মত একজন মানুষ আছে বলেই আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটি দ্বিতীয় বর্ষ শেষে করে তৃতীয় বর্ষে প্রদার্পন করেছে। আমি আশা রাখি এভাবে আমার বাংলা ব্লগ কমিউনিটি যুগের পর যুগ অতিক্রম করবে। এই কমিনিটির মাধ্যমে সারা বিশ্বে বাংলা ভাষার আলো ছড়িয়ে পড়বে। বাংলা ভাষাকে সবাই চিনতে জানবে। আমি জানতে পেরেছি যে আমার বাংলা ব্লগ কমিউনিটি স্টিমিটের মধ্যে এক নাম্বারে রয়েছে। আমি খুব গর্বের সাথে বলতে পারছি যে আমি বিশ্বের নাম্বার ওয়ান কমিউনিটিতে কাজ করছি।

এই কমিউনিটিতে আরেকটি বিষয় খুব ভাল লেগেছে যে ডিস্কোর্ডে কেউ কাউকে উত্তেজিত মূলক কোন ম্যাসেজ করে না। কেউ কাউকে ডিস্টার্ব করে না। এই বিষয়টি কমিউনিটির খুব ভাল একটি দিক। সবার ম্যাসেজ ২৪ ঘন্টা এডমিন মডারেটর ভাইবোনের মাধ্যমে প্রর্যবেক্ষনে রাখা হয়। সব মিলিয়ে সঠিক নিয়ম নীতির মাধ্যেমে আমাদের প্রিয় কমিউনিটি পরিচালিত হচ্ছে। যার ফলে সবাই সুন্দর ভাবে দ্বিতীয় বর্ষ উৎযাপন করতে পেরেছি। আমি আশা রাখি এভাবেই সবাই মিলে তৃতীয়, চতুর্থ বছরও উদযাপন করবো। এই আশা ব্যক্ত করে সবার থেকে বিদায় নিতেছি।

সবাইকে ধন্যবাদ by @titash

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn99njcohq4r9LUHc.png

gPCasciUWmEwHnsXKML7.png

ddddoo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আসলে প্রথম দিনটা বেশ ভালোভাবেই কাটিয়েছি সবাই মিলে। অনেক আনন্দ অনুভূতি প্রকাশ করতে পেরেছি। দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে আপনার অনুভূতিটা আমাদের মাঝে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন যা পড়ে বেশ ভালো লেগেছে। সত্যি দাদার কারণে আমরা এত সুন্দর একটা পরিবেশ এবং এরকম একটা পরিবার পেয়েছি। বেশ ভালোই লাগলো আপনার আজকের এই সম্পূর্ণ পোস্টটা পড়ে। খুব সুন্দর হয়েছে।

 last year 

খুবই সুন্দর ভাবে দ্বিতীয় বর্ষ উদযাপনের বিষয়টা শেয়ার করেছেন। দ্বিতীয় বর্ষ উপলক্ষে আমরা ডিস্কোর্ডের মাধ্যমে দারুন ইনজয় করেছি। ওই মুহূর্তটা সত্যি একবারে অন্যরকম ছিল। এটা কিন্তু আপনি ঠিকই বলেছেন, আমার বাংলা ব্লগের কেউ বলতে পারবে না এখানে এসে সে নিরাশ হয়েছে। খুব সুন্দর করে এই সম্পূর্ণটা লিখেছেন আপনি, পড়ে খুব ভালো লেগেছে আপু। এরকম অনুভূতির পোস্ট গুলো করতেও খুব ভালো লাগতেছে। সবাই নিজেদের অনুভূতি খুব সুন্দর ভাবে প্রকাশ করার চেষ্টা করতেছে লেখার মাধ্যমে। আপনিও শেয়ার করলেন দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
SBD 3.04