কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি।।
পরম করুনাময় অসীম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি।
হ্যালো আমার প্রিয় বাংলা ব্লগবাসি বন্ধুরা , আপনারা সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই অইনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আমার আজকের এই ফুলের ফটোগ্রাফি গুলো, আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করি।
ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। আর ফুল ফোটে শুধু আমাদেরকে সৌন্দর্য বিলিয়ে দেওয়ার জন্য। ফুল যেমন তাদের রূপ দেখিয়ে আমাদের মুগ্ধ করে। তেমনি ফুলের ঘ্রাণ আমাদের সকলকে পাগল করে। ফুল ভালোবাসে না এমন লোক পাওয়া অসম্ভব। আমি ফুল খুবই পছন্দ করি। এমনকি ফুলের বাগান আমার একটি সখ। কেউ যদি আমাকে দামি দামি উপহারের বদলে কোন ফুল গাছ দেয়। তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হয়। আমার বাগানে আমি অনেক ফুল গাছ রোপন করতে পারি। তবে বিয়ের হয়ে যাওয়ার পর থেকে বাগানের পরিচর্যা করতে পারিনা। তবু ফুলের প্রতি আমার টানটা একটু বেশি। কারণ আমি প্রকৃতিকে অনেক গভীর থেকে অনুভব করতে ভালোবাসি।
এখানে প্রথমে যে ফুলটি শেয়ার করেছি, দেখতে কিছুটা ডালিয়া ফুলের মত হলেও এই ফুলটি কিন্তু চন্দ্রমল্লিকা ফুল। চন্দ্রমল্লিকা ফুল আমার কাছে খুবই ভালো লাগে । কেননা এই চন্দ্রমল্লিকা ফুলের অনেক ভ্যারাইটি রয়েছে। যেকোনো বাগানে চন্দ্রমল্লিকা ফুল গাছ লাগালে তা বাগানের সৌন্দর্য বাড়িয়ে দেয়। চন্দ্রমল্লিকা ফুল গাছ শীতের সময় বেশি সতেজ থাকলেও বর্ষাকালে বৃষ্টির পানি পেয়ে নুতুন করে ফুল ফুটে৷
উপরে আমি একটি মেরুন কালারের জিনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ফুল গুলোর অনেক কালার থাকে। আমার কাছে এই মেরুন কালারের ফুলের ফটোগ্রাফিটি ক্যাপচার করতে খুবই ভালো লেগেছিল। দেখতে যেমন সুন্দর তেমনি ফুল গুলি অনেক সতেজ।
এখানে আমি আরেকটি হলুদ কালারের জিনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। ফুলটি কিন্তু দেখতে অনেক সুন্দর। তাছাড়া এই ফুলগুলো আরো কিছুটা ছোট হওয়ায় দেখতে অনেক কিউট লাগে।
মাইক ফুলের মত দেখতে, সুন্দর আরেকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফুলটির নাম হল শারফিনা ফুল। এই ফলটি বর্তমানে বিভিন্ন জায়গায় দেখা যায়। আমার কাছে এই ফুলগুলো খুবই ভালো লাগে। তবে এই ফুলগুলো বেশিক্ষণ সচেত থাকতে পারে না। অতিরিক্ত রোদে নুয়ে পড়ে।
এখানে আপনাদের মাঝে একটি সাদা রঙের ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফুলটির নাম সম্ভবত নার্গিস। তবে আমি এই ফুলের সঠিক নাম জানিনা। আপনারা কেউ যদি জেনে থাকেন, তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।
এখানে আমি আরেকটি বেবি পিংক কালারের সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ফুলটির নাম হচ্ছে লজ্জাবতী ফুল। এই ফুল গাছ আমাদের শরীরে টাচ লাগলে, ফুল গাছগুলো নিজে নিজেই নুয়ে যায়। গাছগুলো যখন সুন্দরভাবে বিছিয়ে থাকে। তখন এক রকমের সৌন্দর্য দেখা যায়। আবার যখন আমাদের ছোয়াই নুয়ে যাই। তখন আরেক রকমের সৌন্দর্য দেখা যায়। আমার কাছে এই ফুল গাছগুলোর সাথে খেলতে খুবই ভালো লাগে।
বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না। আমাকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। আশা করি আমার আজকের এই রেনডম ফুলের ফটোগ্রাফির ব্লগটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ,আল্লাহ হাফেজ।।
ফটোগ্রাফির বিবরণ:
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রেডমি নোট-৮ |
শিরোনাম | কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি ।। |
স্থান | ভাদুঘর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। |
তারিখ | ০৪-০৩-২০২৫ |
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
ফটোগ্রাফার | @titash |
আমার পরিচিতি
আমি মোছাঃ মুসলিমা আক্তার নীলা। স্টিমিট প্লাটফর্মে আমি @titash নামে পরিচিত। আমার জন্মস্থান চট্রাগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর গ্রামে। আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স তৃতীয় বর্ষে বাংলা বিভাগ নিয়ে পড়াশোনা করতেছি। আমি বিবাহিত,আমার একটি কন্যা সন্তান আছে। আমি আমার হাসবেন্ডের সাথে ঢাকা বিভাগের অন্তর্গত নারায়নগঞ্জ জেলায় বসবাস করছি। আমি আমার হাসবেন্ডের মাধ্যমে স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে জানতে পারি। প্লাটফর্মটার বিষয়ে জেনে আমি এখানে কাজ করার আগ্রাহ প্রকাশ করি। তারপর ২০২৩ সালের ফ্রেব্রুয়ারী মাসে আমার বাংলা ব্লগের মাধ্যমে স্টিমিট প্লাটফর্মে যুক্ত হয়। আমি ভ্রমন করতে,মজার মজার রেসিপি করতে,বই পড়তে, নতুন নতুন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে ও সৃজনশীল জিনিষ তৈরী করতে ভালোবাসি। আমি বাঙ্গালী জাতি হিসাবে ও আমার বাংলা ব্লগের সদস্য হতে পেরে নিজেকে নিয়ে গর্ববোধ করি।
আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে ভাই। আমি ফুলের ফটোগ্রাফি পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করে থাকি। যখনই কাউকে দেখি ফুলের বা সুন্দর পরিবেশে ফটোগ্রাফি নিয়ে পোস্ট সাজিয়েছে তখন সে পোস্ট আমার কাছে অনেক ভালোলাগার হয়ে ওঠে। অনেক ভালো লাগলো আপনার আজকের এই ব্লগটা।
আপনি তো একদম আমার মনের কথা বললেন ভাইয়া। আমিও আপনার মত একই রকম। ধন্যবাদ ভাইয়া।
ফুলের ফটোগ্রাফি সব সময় আমি অনেক বেশি পছন্দ করি। এটা সত্যি বলেছেন আপু ফুল আমাদের সৌন্দর্য বিলিয়ে দেয়। আপনি শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। লজ্জাবতী গাছের ফুল গুলো দেখতে সুন্দর লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
জ্বী ভাইয়া লজ্জাবতী ফুল গাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে। লজ্জাবতী গাছের সাদা ও পিংক কালারের ফুলগুলো আসলে মন কেড়ে নেয়। আপনাকেও স্বাগতম ভাইয়া।
আপু আপনি তো দেখছি আমার ছোট আন্টির মত। তাকেও যদি অন্য কোন কিছু গিফট না করে শুধু মাত্র ফুল গাছ গিফট করা হয় তাহলে সে অনেক বেশি খুশি হয়ে যায়। ফুলের বাগান করা তার একটা নেশা বলতে পারেন। আপনিও দেখছি সেটা আয়ত্ত করে রেখেছেন। যাই হোক বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করছেন। ফুল গুলো দেখলেই যেন মন ভালো হয়ে যায়। আর আজকের ফটোগ্রাফিতে দারুণ দারুণ কিছু ফুল ছিল আপু।
আপু ফুলের বাগান করা হলো আমার একটি শখ। তাছাড়া আপনার আন্টির মতই আমার এটা নেশাও বলতে পারেন। আমি যেখানে সুযোগ পায়, সেখানে ফুল গাছ রোপন করার চেষ্টা করি। ধন্যবাদ আপু।
আপনার ধারণ করার জন্য ফটোগ্রাফি গুলো অতি চমৎকার ছিল। আমার সুন্দরভাবে ফটোগ্রাফি করলে অনেক অনেক ভালো লাগে। বিভিন্ন ফুলের সৌন্দর্য দেখে মুক্ত হলাম আমি।
ভাইয়া আপনার সুন্দর কমেন্টস পড়ে অনেক খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
আজকে আপনি চমৎকার কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দূর্দান্ত হয়েছে আপু। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে লজ্জাবতী ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।
ভাই আমার ক্যাপচার করা প্রতিটি ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে। তবে লজ্জাবতিটা একটু বেশি ভালো লেগেছে। তাই খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
আপু আপনি খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমিও আজ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। ফুলের ফটোগ্রাফি দেখতে যেমন ভালো লাগে তেমনি কোথাও ফুল দেখলে ফটোগ্রাফিও করতে ইচ্ছে করে। ঠিক বলেছেন ফুল যেমন তার সৌন্দর্য দিয়ে মুগ্ধ করে তেমনি তার ঘ্রাণ দিয়ে পাগল করে। আপনার প্রতিটা ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আসলেই আপু ফুল দেখলে এমনি এমনি ফটোগ্রাফি করতে মন চায়। আর ফুলের ঘ্রাণ নিতে আমার খুবই ভালো লাগে। আপনাকেও স্বাগতম আপু।
আজ আপনি আমাদের মাঝে দারুণ দারুণ কতগুলো ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিশেষ করে লজ্জাবতী ফুলের ফটোগ্রাফিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যখন গ্রামে থাকতাম তখন এই ধরনের গাছ রাস্তা দুপাশে দেখতে পেতাম। এখন সচরাচর এই ধরনের গাছ আর দেখা যায় না। এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া বর্তমানে এরকম সুন্দর সুন্দর লজ্জাবতি গাছের রাস্তার দুই পাশে দেখা যায় না। আমরা ছোটবেলায় অনেক রকমের লজ্জাবতি গাছ রাস্তার সাইডে দেখতাম। আমার এই ফটোগ্রাফিটি আপনার কাছে ভালো লেগেছে তাই অনেক খুশি হলাম। আপনাকেও স্বাগতম।
ফুল আমি খুব ভালোবাসি। প্রত্যেক সপ্তাহে আমি একবার করে হলেও ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করতে কেমন ভালোবাসি তেমনি ফুলের ফটোগ্রাফি দেখতেও ভালো লাগে। আজ আপনি বেশ কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন আপু। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে দারুণ লেগেছে। চমৎকার বর্ণনার সাথে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
আপু ঠিকই বলেছেন ফুলের ফটোগ্রাফি করতে সবারই ভালো লাগে। তাছাড়া আপনিও ফুল প্রেমি। তা আপনার কমেন্টের মাধ্যমে বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপু।
খুব সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আপু।
আপনার এত সুন্দর কমেন্টস পেয়ে আমার কাছে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনাকেও স্বাগতম।