সাতটি রেন্ডম ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি এ্যালবাম।।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে সাতটি রেনডম ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। এই কমিউনিটিতে আসার পর থেকেই যেখানেই ফুল দেখি ক্যামেরায় বন্দি করে ফেলি। আর এমনিতেও আপনারা জানেন যে আমি বাগান খুব পছন্দ করি। আর আমার ছোট দুটি বাগান আছে, একটি শ্বশুরবাড়ির ছাদে আরেকটি বাবার বাড়ির ছাদে। যাই হোক কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করি।

এই ফুলটি আমাদের সকলের পরিচিত একটি ফুল। যার নাম অপরাজিতা। অপরাজিতা ফুল অনেক প্রকার হয়ে থাকে। এখানে আমি নীল রঙের অপরাজিতা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। অপরাজিতা ফুল গরম পানিতে সিদ্ধ করলে পানির রং নীল হয়। আর নীল রংয়ের চা খাওয়া যায়। তবে আমি কখনো খাওয়ার চেষ্টা করি নাই। আপনারা কেউ খেলে কমেন্ট করে জানাবেন।

এটিও আমাদের পরিচিত একটি ফুল। এটির নাম হল ক্যান্না বা কলাবতী। এই ফুলটির কোন গুনাগুন সম্পর্কে আমার ধারণা নেই। তবে এটি বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে। মাঝে মাঝে খাল বা ডোবার কিনারেও জন্ম হয়ে থাকে। অসম্ভব সুন্দর এই ফুলটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেটা আমাদের কারো কাম্য নয়।

এটা আমাদের সকলের পরিচিত একটি ফুল। দেখে অবশ্যই চিনতে পারছেন। জবা ফুলের অনেক গুনাগুন রয়েছে। আমি ছোটবেলায় শুনতাম জবা ফুল কাঁচা চিবিয়ে খেলে রক্ত ক্লিয়ার থাকে। আর উদ্ভিদবিজ্ঞান বইয়েও আমি ফুলের অনেক গুণ সম্পর্কে জানতে পেরেছি। জবা ফুল আমাদের চুলের জন্য একটি মোহ ঔষধ। জবা ফুল চুলকে সিল্কি করে চুলকে চকচকে রাখে। আপনারা ইচ্ছা করলে চুলে ব্যবহার করে দেখতে পারেন।

এই ফুলটি অনেকে চিনতে পারবেন আবার অনেকে চিনতে পারবেন না। এটি হচ্ছে শিম গাছের ফুল। মাটির মধ্যে শিম গাছ গজিয়ে অনেক সুন্দর সাদা ফুল ফুটেছে। তাই আমি একটি ফটোগ্রাফি করে নিয়েছে। আর কিছু দিন পর থেকেই নতুন নতুন শিম গাছ লাগানো শুরু হবে। তখন আরো সুন্দর সুন্দর ফুল সহ সবজির ফটোগ্রাফিও শেয়ার করবো।

টাইম ফুল তো আমরা অনেকেই চিনি। এটি হচ্ছে টাইম ফুল। এই ফুল সকালের সূর্যের আলোয় ফুটে এবং দুপুর হওয়ার সাথে সাথে আবার মিশে যায়। এগুলো আমাদের বাগানের সকাল বেলার সৌন্দর্য ফুটিয়ে তুলে। টাইম ফুল যেকোন স্থানে হয়। তবে রুদ্রের আলো ছাড়া এই ফুল গাছে ফুল হয় না। ছোট হলেও ফুল গুলো দেখতে চমৎকার লাগে।

আমাদের সকলের পরিচিত আরেকটি ফুল হচ্ছে ডালিয়া। ডালিয়া ফুল একটি ডালে শুধু একটি ফুল ফুটে।ডালিয়া ফুল ও বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে। সূর্যমুখী ফুলের মত বড় আকার এই ফুলটি আমার কাছে অনেক ভালো লাগে। তবে এই ফুলগুলো সবসময় ফোটে না। এটি শীতকালীন ফুল। শীতের সকালে বাগানে গিয়ে এই ফুল গুলো দেখলে হৃদয়টা ভরে যায়। সূর্যের মত বাগানে জলমল করতে থাকে।

হলুদ রঙের এই ফুলটিও আমাদের সকলের পরিচিত। এটি হচ্ছে অ্যালকন্দা ফুল। এটি ও বাগানের সৌন্দর্য ফুটিয়ে তুলে। প্রায় সময় ওই ফুল ফুটে থাকে। আমার ছাদের বাগানে প্রতিমাসে একটি হলেও ফুল ফোটে। তাই আমি বুঝতে পারলাম এই ফুল সব সিজনেই পাওয়া যায়।

বন্ধুরা আজ এই পর্যন্তই। আমি বিভিন্ন জায়গা থেকে এই ফুলগুলি সংগ্রহ করেছি। আশা করি আপনাদের সবার কাছে
অনেক ভালো লেগেছে। আমি আবার আপনাদের সাথে নতুন কোন বিষয়ের ব্লগ নিয়ে হাজির হবো। যদি কোথাও কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকে এখান থেকেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন,সুস্থা থাকবেন। আল্লাহ হাফেজ।।

ধন্যবাদ @titash

ডিভাইসমোবাইল
মডেলরেডমি নোট-৮
স্থানব্রাহ্মণবাড়িয়া
ফটোগ্রাফার@titash

3YjRMKgsieLsXiWgm2BURf.png

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFYLUUkHV6dSwLV7zz7zNE5rVJ5qtN3Zm6SdmcqGFekXXVnJVmd6y7N12FUdQdbdzipDFEFaWmdmFe1K9CCqMuRmX9o7cDLXe7oZxUwNZXbSxanRUefX7PYzUbi2zovtPsG5QcGuGgiyhkJur9LnLhaBtL31haW2181Ss.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

ddddoo.png

4789.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। তবে আমার কাছে নীলকন্ঠ মানে অপরাজিতা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। কেননা অপরাজিতা ফুল আমার ভীষণ পছন্দের। অসংখ্য ধন্যবাদ বেশ কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

অপরাজিতা ফুলের নাম নীলকন্ঠ তা আমি আগে জানতাম না। জ্বি আপু এই ফোলটি আমার কাছে ও অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু।

 last year 

খুবই ভালো লাগলো আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে। বিশেষ করে ডালিয়া ফুলের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি।

 last year 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন, আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 last year 

খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন। আপনার তোলা সবগুলো ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে। শিম ফুলের সৌন্দর্য ও কিন্তু কম নয়।সব ফুলের সাথে সে তার সৌন্দর্য কে ধরে রাখতে পেরেছে।ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

জ্বী আপু, শিম গাছের ফুলগুলো আমার কাছে ও অনেক ভালো লেগেছিল। তাই ফটোগ্রাফি করে নিয়েছি। আপনাকেও অনেক ধন্যবাদ।

 last year 

আসলে একটা কথা ঠিক বলেছেন এই কমিউনিটিতে আসার পর থেকে অন্যদের খবর জানি না তবে আমার একই অবস্থা যেখানে ফুল দেখি সেখান থেকেই ফুলের একটা ফটোগ্রাফি করে নেওয়ার চেষ্টা করি। যাই হোক আপনি আজকে বেশ দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালই লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

জি ভাইয়া, এটা আপনার আমার সবারই কাজ হয়ে গেছে। যেখানেই যাই সেখানেই ফটোগ্রাফি করি। সাথে তো মোবাইল নিতে ভুলই হয় না। ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনার করা এত সুন্দর সুন্দর ফুলের রেনডম ফটোগ্রাফি গুলো দেখে আমি তো এক নজরে তাকিয়ে ছিলাম। এরকমই সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করে না। আপনি বাগান করতে পছন্দ করেন এটা আগে থেকেই জানা রয়েছে। আপনার শ্বশুরবাড়ির ছাদে এবং বাবার বাড়ির ছাদে ছোট ছোট দুটি বাগান রয়েছে এটা জেনে অনেক ভালো লেগেছে আমার কাছে।

 last year 

জ্বী আপু, ফুল তো সুন্দর হয় তাই ফুলের বাগান করতে আমার অনেক ভালো লাগে। তাই তো শশুর বাড়িতেও ছোট একটি বাগান করে নিয়েছি।

 last year 

আপনার পোষ্টের মাধ্যমে আজ ফুলের ভিন্ন ভিন্ন সৌন্দর্য উপভোগ করতে পেরে সত্যিই অনেক ভালো লাগলো।
প্রতিনিয়ত আপনি দারুন ফটোগ্রাফি করেন এ পর্বের ফটোগ্রাফি সত্যি অসাধারণ ছিল।
বিশেষ করে অপরাজিতা কলা ফুল এবং জবা ফুল সব থেকে বেশি ভালো লেগেছে।

 last year 

জ্বী ভাইয়া, অপরাজিতা এবং কলাবতী ফুল আমার কাছেও অনেক ভালো লেগেছিল তাই ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করেছি। ধন্যবাদ ভাইয়া।

 last year 

অসাধারণ অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে সব থেকে বেশি ভাল লেগেছে আপনার প্রথম ফুলটার ফটোগ্রাফি। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ভাভাইয়া, আমার প্রথম ফুলটি হচ্ছে অপরাজিতা ফুল। যাইহোক আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 last year 

ফুল সৌন্দর্যের প্রতীক । ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে এই ফুলের ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে সিমের ফুলের ফটোগ্রাফি এবং অপরাজিতা ফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65669.27
ETH 2668.58
USDT 1.00
SBD 2.87