এলোমেলো ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আমার মেয়েটি অসুস্থ । তাই কিছুদিন যাবৎ আমি আপনাদের মাঝে কোন প্রকার পোস্ট শেয়ার করতে পারিনি। ব্লগ করতে গেলে আমার ল্যাপটপ ওপেন করতে হয়। ল্যাপটপে যে বসে কাজ করব সেই সুযোগ হয়ে উঠছে না। মেয়ের অসুস্থতার জন্য। তাই আজকে আপনাদের মাঝে মোবাইলে থাকা কিছু এলোমেলো ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। এই ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করতে পারতাম না যদি না দাদা স্টিম প্রো এই অ্যাপটি চালু না করত।তাই মোবাইলের মাধ্যমে আপনাদের মাঝে এই ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। চলুন তাহলে এলোমেলো ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম আপনাদের মাঝে শেয়ার করি।

প্রথমেই আপনাদের মাঝে একটি সালাদের ডেকোরেশন ডিস শেয়ার করলাম। সালাদের ডেকোরেশন করতে একটি ম্যাজিক সালাত কাটারই যথেষ্ট। আমাদের পরিবারে ৮০০ টাকা দিয়ে একটি সালাত কাটার মেশিন কেনা হয়েছে। এই মেশিনটি দিয়ে বিভিন্নভাবে সালাত কাটা যায়। যেহেতো আমাদের বাসায় অনেক মেহমান আসে তাই একটা ডেকোরেশনের ব্যাপার আছে। এইজন্য আমরা কাটার মেশিনটি সব বোন মিলে কিনে এনেছিলাম একটি মেলা থেকে। যার ফলপ্রস্রু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সালাতের ডিস। সালাদের এই ডেকোরেশনের ডিসটি কেমন লাগলো আপনাদের কাছে বলবেন।

লোভনীয় কিছু মিষ্টির ফটোগ্রাফি। এখানের মিষ্টি সবগুলি আমার পছন্দের। আমার বড় ভাই আমাকে নিয়ে তার শ্বশুর বাড়িতে গিয়েছিল। যাওয়ার সময় এই মিষ্টি গুলো কিনেছিলেন। আমিও একফাকে মিষ্টি গুলোর ফটোগ্রাফি করে নিয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। বক্সের মধ্যে রসমালাই ছিল না। ছিল জাফরান মিষ্টি। আমার কাছে সবচেয়ে প্রিয় একটি মিষ্টি হল জাফরান।

আমার ছোট্ট সোনামনির জন্য যখন বিদেশ থেকে উপহার আসে। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের প্রয়োজনীয় কিছু ফটোগ্রাফি। এখানে আছে বেবি শ্যাম্পু, বেবি পাউডার, বেবি লোশন আরো অনেক কিছু। যেগুলো আমার মনে হয় আমার মেয়ে দুই বছর ইউজ করতে পারবে। আর এই গুলো দিয়েছে আমার সেজু বোন
তিনি কিছুদিন আগে ওমরা করে এসেছেন। আসার সময় সবার জন্যে অনেক কিছু নিয়ে এসেছেন।

আমাদের সবার পরিচিত একটি ফুল হচ্ছে জবা। জবা ফুলের অনেক গুনাগুন রয়েছে। এই জবা ফুলটি দেখতে অনেক সুন্দর। ফুলটি প্রথমে খয়রি রঙের থাকে। যখন আস্তে আস্তে বড় হয় তখন গোলাপি রং ধারণ করে।

এটি হচ্ছে গোলাপি কালারের একটি গোলাপ ফুল। ফুলটি একটু ভিন্নভাবে ফুটে উঠছে। দেখতে খুবই ভালো লেগেছে তাই আপনাদের মাঝে এই ফটোগ্রাফি করে শেয়ার করলাম । এটি আমার বাগানের একটি মিষ্টি গোলাপ ফুল।

সব কিছু শেষে আপনাদের মাঝে একটি গাঁদা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফুলটি অসম্ভব সুন্দর এবং বিশাল বড়। বড় বড় গাঁদা ফুল দেখতে যেমন ভালো লাগে। তেমনি ফটোগ্রাফি করতে ও ভালো লাগে। আপনাদের কাছে ফটোগ্রাফি করতে কেমন লেগে আপনাদের মতামতের মাধ্যমে জানাবেন

বন্ধুরা আজ এই পর্যন্তই। কেমন লাগলো আমার আজকের এলোমেলো ফটোগ্রাফির অ্যালবামটি। আপনাদের মতামতের মাধ্যমে জানাবেন । আশা করি আপনাদের সবার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে । সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকে এখান থেকেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন। এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।।

ধন্যবাদ @titash

ডিভাইসমোবাইল
মডেলরেডমি নোট-৮
স্থানঢাকা নারায়ণগঞ্জ
ফটোগ্রাফার@titash

3YjRMKgsieLsXiWgm2BURf.png

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFYLUUkHV6dSwLV7zz7zNE5rVJ5qtN3Zm6SdmcqGFekXXVnJVmd6y7N12FUdQdbdzipDFEFaWmdmFe1K9CCqMuRmX9o7cDLXe7oZxUwNZXbSxanRUefX7PYzUbi2zovtPsG5QcGuGgiyhkJur9LnLhaBtL31haW2181Ss.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

ddddoo.png

4789.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনার সুন্দর পোস্ট দেখে আমার অনেক ভালো লাগলো। এলোমেলো ফটোগ্রাফি গুলো এমনিতেই আমার বেশি ভালো লাগে আর সেই জায়গায় মৃত্যু প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে খাবার ফুলের চিত্র চমৎকার ভাবে শেয়ার করেছেন আপনি। সব মিলিয়ে অনেক সুন্দর ছিল আপনার আজকের এই পোস্ট।

 last year 

জি ভাইয়া নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে, আমার মেয়ের এই ব্যবহারের জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। ওগুলো আমার মেয়ের জন্য উপহার পাঠিয়েছেন আমার বোন। ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

বাহ্ বেশ কয়েক ধরনের ফটোগ্রাফি দিয়ে আজকের ব্লগটি সাজিয়েছেন আপু। সবগুলো ফটোগ্রাফি খুবই ভালো ছিল। সত্যি বাচ্চাদের জিনিসগুলো আমার কাছে সবসময়ই ভালো লাগে। আপনার বোন দেখছি আপনার মেয়ের জন্য অনেক কিছু কেনাকাটা করে এনেছে। বেশ ভালো লাগলো দেখে। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

জ্বি আপু আমার বোন আমার মেয়ের জন্য অনেক কিছুই কেনাকাটা করে নিয়ে এসেছে। ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

These arts called food looks too beautifully arranged to be eaten, only admiring is allowed 😁. Sorry about your daughter's health, hope she is completely fine now. Cares from Nigeria

Posted using SteemPro Mobile

 last year 

এলোমেলো ফটোগ্রাফি নিয়ে অ্যালবাম তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো আপু।‌ মিষ্টির ফটোগ্রাফি গুলো দেখে অনেক লোভনীয় লাগছে। ফুলের ফটোগ্রাফি সবসময় আমি অনেক বেশি পছন্দ করি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

জ্বী ভাইয়া মিষ্টি তো লোভনীয় লাগবেই। আপনি হয়তো মিষ্টি প্রেমি। আর আমার এই ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লাগার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

দারুন দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। জবা ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে বেশি ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

জি ভাইয়া ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছেও ভালো লেগেছে। এগুলো আমাদের ছাদবাগানেরই ফুলের ফটোগ্রাফি। আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 last year 

চমৎকার কিছু ফটোগ্রাফি নিয়ে আজকের এই পোস্টটি সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগছে। আপনার বোন দেখছি আপনার মেয়ের জন্য অনেকগুলো প্রডাক্ট নিয়ে এসেছে । আপনার এবং আপনার মেয়ের জন্য অনেক অনেক শুভকামনা।

 last year 

জ্বী আপু আমার মেয়ে জন্য আমার বোন অনেক প্রোডাক্টে নিয়ে এসেছে। পোস্টটি পরে আপনার ভালো লেগেছে। তাছাড়া আমার মেয়ের জন্য আপনি দোয়া করছেন। আপনার জন্য আমি দোয়া করলাম শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি একসাথে করে পোস্টটি খুব সুন্দর করে সাজিয়েছেন। আপনার বল তো দেখছি আপনার মেয়ের জন্য সত্যিই খুব প্রয়োজনীয় জিনিস এনেছে। ওমরা করে আসার সময় সত্যিই আপনাদের জন্য খুব প্রয়োজনীয় কিছু জিনিস এনেছি আপনার বোন। ধন্যবাদ সুন্দর পোস্টে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আমার পোস্ট পড়ে সুন্দর কমেন্টস করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

ল্যাপটপ ওপেন করে বসা আমার কাছেও খুবই আলসেমি লাগে। এজন্যই তো আমি ল্যাপটপ নিয়ে তেমন একটা বসি না। মোবাইলেই কাজ শেষ করি। তাছাড়া বাচ্চারা অসুস্থ থাকলে মায়েদেরকে আর শান্তি আছে। যাইহোক মোবাইলে গ্যালারি খুঁজেও খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ভালো লাগলো দেখে। এখন কেমন আছে আপনার মেয়ে?

 last year 

আলহামদুলিল্লাহ আপু মোটামুটি ভালো আছে আমার মেয়ে। আপু আপনার কাছে ও আলসেমি লাগে ল্যাপটপে বসতে। যাইহোক মোবাইলেট মাধ্যমে যেহেতু পোস্ট করা যায় আপনার জন্য ভালই হয়েছে। ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

আপু আপনার মেয়ে অসুস্থ জেনে সত্যি খারাপ লাগলো। আপনার মেয়ের জন্য অনেক অনেক দোয়া রইল। বাচ্চার অসুস্থতার মাঝে পোস্ট করা সত্যি অনেক মুশকিল। তবুও আপনি সময় করে দারুন একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 last year 

জ্বি বাচ্চারা অসুস্থ থাকলে কোন কাজে মন বসে না। আমি অনেক কাজে ভুল করেছি মেয়ের অসুস্থতার জন্য। কোন কাজে এখন সঠিকভাবে করতে পারছি না। মন শুধু মেয়ে দিকে পড়ে থাকে। আপনার জন্য দোয়া রইল এবং শুভকামনা রইল ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 113026.90
ETH 4371.56
SBD 0.86