আমার স্বরচিত একগুচ্ছ অনু কবিতা

in আমার বাংলা ব্লগ2 months ago

"আসসালামুআলাইকুম"

সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করছি।
আজকে আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আশা করি এ পোস্টটি আপনাদের ভালো লাগবে।

Photo_1715491929944.png

তো বন্ধুরা আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে কবিতা দেওয়ার জন্য। যদিও বা আমি প্রফেশনাল কবি নয়, তারপরও মাঝেমধ্যে কবিতার লিখতে পছন্দ করি। কবিতার ছন্দ এবং ভাব কথা সব সময় আসে না, নিরব নিস্তব্ধে মাঝেমধ্যে আনমনা হয়ে বসে থাকলে কবিতার মূলভাব এবং ছন্দ ফিরে আসে। এক সময় নিরিবিলি জায়গা বসে থাকতাম কবিতা লেখার জন্য। কিন্তু সময়ের ক্রমধারা আজ তা সম্ভব হয় না। তারপরও মাঝেমধ্যে চুপচাপ হয়ে কবিতা লেখার চেষ্টা চালিয়ে যাই।

তবে অনু কবিতার সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ছোট ছোট ছন্দে মনের গভীর থেকে কিছু ভাব ফুটিয়ে তোলা যায়। তবে অনু কবিতা লিখতে এবং পড়তে আমি খুব ভালোবাসি। মাঝে মাঝে কোথাও যেতে নোটবুকে অনু কবিতা লিখে থাকি। আচ্ছা যাইহোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক -

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @ti-taher


অনু কবিতা-১

তোমায় নিয়ে হাজার স্বপ্ন হাজার অনুভূতি
তোমায় ছাড়া ভাবনাহীন আমার জীবনগতি।
তুমি আছো হৃদয়ের মাঝে আমার ছোট্ট কুটিরে
বলতে পারি না কভু অজানা ভয়ের কারণে।

তোমাকে হারানোর ভয়ে বলতে পারিনা কোন কথা
তুমি কি আমায় ভালোবাসবে নীলাঞ্জনা?
যদি নাই বাসো মোরে ভালো
তবে না বলা ভালোবাসা থাকবে চিরকালে।



অনু কবিতা-২

আজ এই পৃথিবীতে
আমি খুঁজি তোমাকে
তোমার প্রতীক্ষায় গুনেছি প্রহর
আসবে কবে ফিরে।

দিক হতে দিগন্তরে
তোমাকে চেয়েছি নিরবে
মনের এই ব্যকুলতা ।
তোমাকে বুঝাই কেমনে।



অনু কবিতা-৩

তোমার কোমল গন্ধের প্রত্যাশা
আমি রাত জেগেছি সহসা।
তোমার মায়ামহে হৃদয় আমার
বেজে উঠেছে ধামাকা।

তোমাকে ভালোবেসে আজ
অনুভব করেছি তোমার স্পর্শ
তোমার কালো কেশের গন্ধে
আমায় করেছে মুগ্ধ।



অনু কবিতা-৪

গরম পড়ছে পড়ুক যতই আসুক
সহ্য করব মোরা
পকেট খালি প্রেমিক আমি
পকেটে পড়েছে ভাঁটা।

খেতে চাইলে খেতে দিবো
নলকূপের ঠান্ডা পানি
আইসক্রিম এর চেয়ে তৃপ্ততা পাবে
হাসবে শরীরখানি।




অনু কবিতা-৫

সূর্যের উত্তপ্ত তীক্ষ্ণ রোদ
হৃদয় কে করেছেন মরুচর!
আমাকে করেছে বেদুইন
এখন ঘুরে বেড়াই দেশ দেশান্তর

আজ কতদিন দেখিনা
হৃদয় চক্ষে শীতলতা
ব্যাকুল আমার এই হৃদয়
দেখতে বৃষ্টির ভারী ধারা।

আমি সব সময় চেষ্টা করি ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমি সবসময় সুন্দরভাবে গুছিয়ে লিখার চেষ্টা করি। অনেক সময় হয়ে উঠে আবার অনেক সময় হয়ে উঠে না। তবে আমি বাস্তবসম্মত কবিতা লিখতে পছন্দ করি।

তো বন্ধুরা আজকে আর কথা বাড়াবোনা। আমার অনু কবিতাগুলো কেমন লেগেছে মন্তব্য করে অবশ্যই জানাবেন। যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজকে এ পর্যন্তই, ফি-আমানিল্লাহি ওয়া রাসুলিহিল কারীম সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম।

আজ আর নয়, সবার নিকট দোয়া চেয়ে এখানেই বিদায় নিলাম।
***

নিজেকে নিয়ে কিছু কথা

1000106788.jpg

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমি তাহেরুল ইসলাম, আমার স্টিমিট ইউজার আইডি হল - @ti-taher। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরে অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি। আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ, আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নতুন জায়গায় ঘুরতে আগ্রহী, নতুন জায়গায় ঘুরতে এবং নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসি। আমি বই পড়তেও ভালোবাসি, অনেকে আমাকে বই পোকাও বলে থাকে। আমি কবিতা, গল্প, উপন্যাস এবং বৈজ্ঞানিক বই সহ সব ধরনের বই পড়তে পছন্দ করি। আমার প্রিয় কবি "কাজী নজরুল ইসলাম"। প্রিয় কবিতা "বিদ্রোহী"।( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  
 2 months ago 

বেশ দারুন অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখছি। অনেক অনেক ভালো লাগলো আপনার এত সুন্দর অনু কবিতা লিখতে দেখে। এক কথায় অসাধারণ ছিল প্রত্যেকটা ছোট ছোট কবিতা।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার অনু কবিতাগুলো পড়ে উৎসাহিত করার জন্য। আপনার মতামত পড়ে আমি খুব অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ আমার পোস্টে আপনার মহামূল্যবান মন্তব্য দেয়ার জন্য।

 2 months ago 

আপনার স্বরচিত একগুচ্ছ অনু কবিতা পড়ে মুগ্ধ হলাম। প্রতিটি অনু কবিতা অসাধারণ লেগেছে। আপনি প্রতিটি লাইন ছন্দ মিলিয়ে উপস্থাপনা করেছেন। বিশেষ করে নিচের লাইন গুলো খুবই ভালো লাগলো।

গরম পড়ছে পড়ুক যতই আসুক
সহ্য করব মোরা
পকেট খালি প্রেমিক আমি
পকেটে পড়েছে ভাঁটা।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইজান আমার অনু কবিতার পোস্টে আপনি আপনার মহামূল্যবান মন্তব্য দেয়ার জন্য। আপনাদের মন্তব্য গুলো পড়ে আরো অনুপ্রাণিত হই। আমার অনু কবিতা আপনার পছন্দ হয়েছে এটা জেনে খুব ভালো লাগলো।

 2 months ago 

কবিতা লিখতে গেলে নীরবে লিখতে হয় তাহলে সুন্দর কবিতা লিখে যায়। একদম গেঞ্জামের মধ্যে কখনো কবিতা লেখা সম্ভব হয় না। আমিও এমন যখন কবিতা লিখতে যাই তখন কবিতা মুখে আসে না। আবার যখন কবিতা লেখার সুযোগ হয় না তখন খুব সুন্দর কবিতা মনে পড়ে। আপনার শেয়ার করা আজকের অনু কবিতা গুলো পড়ে খুবই ভালো লেগেছে।

 2 months ago 

ধন্যবাদ আপু আপনার মহামূল্যবান মন্তব্য উপস্থাপন করার জন্য। আপনার কথার সাথে আমি শতভাগ একমত পোষণ করছি। আমার অনু কবিতাগুলো পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 months ago 

আসলে ভাই আপনি আজ আমাদের মাঝে বেশ সুন্দর সুন্দর কতগুলো অনু কবিতা নিয়ে হাজির হয়েছেন। আমার কাছে প্রতিটা কবিতা ছোট হলেও এক কথায় অসাধারণ লেগেছে। কারণ এই ছোট কবিতার ভিতরে আপনি অনেক বড় মনের ভাব তুলে ধরেছেন। এত সুন্দর সুন্দর কতগুলো অনুভবেটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার অনু কবিতাগুলো পড়ে আপনার মূল্যবান মন্তব্য দেয়ার জন্য। অনু কবিতা ছোট হলেও এর গভীরতা অনেক বেশি। আমার অনু কবিতা পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো।

 2 months ago 

বাহ আপনি তো ভিন্ন আঙ্গিকে খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আসলে অনু কবিতাগুলো ছোট হলেও পড়তে বেশ ভালো লাগে। ছোট ছোট মনের অনুভূতি দিয়ে কবিতাগুলো লেখা হয়। তবে আপনার সব অনু কবিতা অসাধারণ হয়েছে। চমৎকার অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার অনু কবিতাগুলো পড়ার জন্য। আমার অনু কবিতা আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনার মহামূল্যবান মন্তব্য ব্যক্ত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58539.27
ETH 2627.11
USDT 1.00
SBD 2.40