দ্বীপ ভ্রমণের দারুণ অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আজকে আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে।

IMG-20240518-WA0006-01.jpeg

https://w3w.co/champion.traps.motorcade

জীবনের চাকা ঘুরছে, এক সেকেন্ডের জন্য বন্ধ নেই। কথায় আছে, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এটি সব সময় বহমান থাকে। তাই জীবনকে চিনতে হয়, বুঝতে হয়। আমি মনে করি জীবনকে বুঝতে হলে ভ্রমণের কোন বিকল্প নেই। আমি ভ্রমণের নেশার নিজেকে মত্ত করে রাখি। যখনই সময় সুযোগ হয় তখনই আমি ভ্রমন করতে বের হয়ে যাই। আমার জীবন সবচেয়ে বড় শখের মধ্যে ভ্রমণ অন্যতম। আমরা বই পড়ে যে জ্ঞান অর্জন করতে পারি না, সে জ্ঞান ভ্রমণ করে অর্জন করা সম্ভব। ভ্রমণ আমাদেরকে প্র্যাকটিক্যালই শিক্ষা দেয়। যে যত বেশি ভ্রমন করে সে তত বেশি জ্ঞানী হিসেবে পরিলক্ষিত হয়। ভ্রমণ করলে একগুঁয়ে মনোভাব দূর হয়, মাইন্ড ফ্রেশ হয়। তাই ভ্রমণের বিকল্প নেই।

IMG-20240518-WA0003.jpg

IMG-20240518-WA0012.jpg

আমার লাইফে অধিকাংশ ভ্রমনই তাৎক্ষণিক সিদ্ধান্তে হয়েছে। হঠাৎ সিদ্ধান্ত নিলাম আজকে শুক্রবার কোথাও ঘুরতে যাওয়া যাক। ঠিক তখনই রকি ভাই, বাহাদুর ভাইকে নিয়ে মোটরসাইকেলে করে চলে গেলাম বাংলাবাজার নতুন ব্রিজ ও দ্বীপ দেখার জন্য। ভ্রমণের উদ্দেশ্যে দুপুর দুইটা বের হলাম। প্রথমত তিনজন একসাথে হলাম, এরপর রওনা দিলাম গন্তব্যে। একটু যাওয়ার পর বুঝলাম রাস্তার অবস্থা খুবই খারাপ, রাস্তার কাজ চলতেছে যার কারণে প্রচুর ধুলাবালি। তাই বিকল্প রাস্তার সন্ধান করলাম। বিকল্প রাস্তা দিয়ে রওনা হলাম, যার কারণে অনেক দূরের রাস্তা পার হতে হলো। মাঝপথে নাস্তার বিরতি দিলাম, হালকা নাস্তা করে আবার রওনা হলাম। যেতে যেতে অবশেষে দেখা মিলল সে ব্রিজের। ব্রিজে উঠেই মনটা আনন্দে মেতে উঠল। ব্রিজের নিচে বিশাল বিশাল দ্বীপ হয়ে আছে অনেকগুলো।

IMG-20240518-WA0027.jpg

IMG-20240518-WA0000.jpg

অবশেষে আমরা ব্রিজের নিচে নামলাম, সেই দ্বীপের পাশে বসে পুরো দ্বীপটি উপভোগ করলাম। সেখানে গিয়ে দারুণ কিছু অভিজ্ঞতা হলো। জেলেরা মাছ ধরতেছে, গিয়ে তাদের পাশে দাঁড়ালাম। বিভিন্ন বিষয়ে কথা বললাম, অবশেষে তাদের থেকে জাল নিয়ে আমি নিজেই নদীতে মারলাম। সত্যিই অসাধারণ মুহূর্ত ছিল সেটি। সেখানে দেখলাম নাটকের শুটিং চলতেছে। এক পাশে ছেলেরা খেলাধুলা করতেছে। অনেকক্ষণ সেখানে বসে ছিলাম চুপচাপ হয়ে। এত সুন্দর শীতল বাতাস বয়ে যাচ্ছিল, হৃদয়টাই জুড়িয়ে গেল, এই উত্তপ্ত গরমে শরীরটা ঠান্ডা হয়ে গেল। সেখানে বসে মনের আনন্দে আড্ডা দিলাম। দীর্ঘক্ষণ ঘোরাফেরা করলাম। প্রাকৃতিক দৃশ্যের ছবি নিলাম, দ্বীপের ছবি নিলাম, ব্রিজের ছবি নিলাম, জেলেদের মাছ ধরার দৃশ্য ধারণ করলাম।

IMG-20240518-WA0013.jpg

IMG-20240518-WA0009.jpg

IMG-20240518-WA0010.jpg

সবচেয়ে আনন্দের বিষয় ছিল, আমি নিজেই নদীতে জাল নিক্ষেপ করলাম, মাছও আসলো। কিযে আনন্দ লাগলো ভাষা প্রকাশ করা যাবে না। অবশেষে সন্ধ্যার পরে, সবাই তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছিল। এরই মাঝে আমরা সিদ্ধান্ত নিলাম, আর নয়, এবার বাড়ির পথে যাওয়া যাক। তাই দ্বীপ থেকে উঠে মোটরসাইকেল নিয়ে আবার তিনজন রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে, আসলাম নিজ গন্তব্যে। আজকের ভ্রমণটি সত্যিই অনেক আনন্দদায়ক ছিল।

IMG-20240518-WA0026.jpg

IMG-20240518-WA0025.jpg

IMG-20240518-WA0016.jpg

IMG-20240518-WA0017.jpg

আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের ভালোলাগা মন্দলাগা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, ফি-আমানিল্লাহি ওয়া রাসূলিহিল কারীম সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম।

নিজেকে নিয়ে কিছু কথা

1000106788.jpg

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমি তাহেরুল ইসলাম, আমার স্টিমিট ইউজার আইডি হল - @ti-taher। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরে অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি। আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ, আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নতুন জায়গায় ঘুরতে আগ্রহী, নতুন জায়গায় ঘুরতে এবং নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসি। আমি বই পড়তেও ভালোবাসি, অনেকে আমাকে বই পোকাও বলে থাকে। আমি কবিতা, গল্প, উপন্যাস এবং বৈজ্ঞানিক বই সহ সব ধরনের বই পড়তে পছন্দ করি। আমার প্রিয় কবি "কাজী নজরুল ইসলাম"। প্রিয় কবিতা "বিদ্রোহী"।(ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  
 2 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ব্রিজ ও দ্বীপ ভ্রমণের দারুন অভিজ্ঞতা। আপনি হঠাৎ সিদ্ধান্ত নিয়েছিলেন আজকে কোথাও ঘুরতে যাবেন বাইকে রকি ভাইকে সাথে নিয়ে ঘুরতে গিয়েছিলেন জেনে বেশ ভালো লাগলো। সেখানে ঘুরতে যাওয়ার পর নদীতে আপনি জাল নিক্ষেপ করেছিলেন এবং দারুন ভালো লেগেছিল আপনার কাছে সেই ভালোলাগা শেয়ার করেছেন। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি অনুভূতিমূলক পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আমার পোস্টি পড়ার জন্য এবং পোস্টটি পড়ে আপনার মূল্যবান মন্তব্য উপস্থাপন করার জন্য। সত্যিকার অর্থে জাল নিক্ষেপের মুহূর্তটা সত্যি দারুন ছিল। জালে মাছ এবং কাঁকড়া আসলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74