যাযাবর জীবন

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে যাযাবর জীবন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে যাযাবর বলতে আমরা সাধারণত বুঝি যে, একদল নির্দিষ্ট শ্রেণী লোকেরা যাদের কোন বাড়িঘর থাকে না। অর্থাৎ তারা পায়ের মাধ্যমে চলাচল করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এবং সেই জায়গাতে কিছুদিনের জন্য ছোট্ট একটা ঝুপড়ির মত বসবাসযোগ্য ঘর গড়ে তোলে। সেখানে তারা আর বেশিদিন থাকে না। সেখান থেকেও কিছুদিন অতিবাহিত করে তারা আবার অন্য জায়গায় চলে যায়। আসলে এই শ্রেণীর লোকেদেরকে আমরা যাযাবর বলে মনে করি। আসলে আমাদের এই পৃথিবীতে এই যাযাবর শ্রেণীর লোকেরা সব থেকে বেশি কষ্টের দিন যাপন করে। কারণেই পৃথিবীতে থাকার মত তাদের একটুও জমি থাকে না। এছাড়াও এই পৃথিবীর কোন কিছুর প্রতি তাদের কোনরকম মায়া থাকে না।


আসলে তারা জানেও না যে তারা পরবর্তীতে কোথায় যাবে। কারণ তাদের কোন নির্দিষ্ট গন্তব্য স্থান নেই। তারা চলতি পথে যেখানে একটু ফাঁকা জায়গা পায় সেখানে কিছুদিন থেকে যায়। যদিও সেখানকার মালিকরা যদি তাদের আবার পুনরায় দু-একদিনের ভিতরে তুলে দেয় তাহলে হয়তোবা তাদেরকে আর বেশি সময় বিশ্রাম নিতে পারে না। আবার তারা সেই জায়গা থেকে উঠে গিয়ে অন্য জায়গায় থাকার জন্য পাড়ি জমায়। আসলে এসব ধরনের লোকেদের সমাজে কেউ কোনো ধরনের কাজকর্ম দেয় না। তাদের প্রতিটা দিন যে কতটা কষ্টের ভিতর দিয়ে যায় একমাত্র তারাই শুধু বুঝতে পারে।


আসলে এরা সমাজ থেকে কোন সাহায্য পায় না এবং দেশের সরকারও এদের সামান্য সাহায্যে এগিয়ে আসে না। আমার কাছে তো মাঝে মাঝে এদেরকে রিফিউজি মনে হয়। কারণ যে দেশে তারা অনেক আগের জন্ম থেকে বসবাস করে আসছে এবং সেই দেশেই তারা আস্তে আস্তে বড় হয়েছে। কিন্তু সেই দেশের লোকজন তাদেরকে কখনো মেনে নিতে পারে না। আসলে এসব যাযাবর টাইপের লোকেদের আমরা অনেক জায়গাতে দেখতে পাই। কিছু কিছু জায়গা রয়েছে যেখানে মাঠের মাঝখানে আমরা দেখতে পাই যে ছোট ছোট ঘর করে সেখানে এক জাতির লোক বসবাস করে রয়েছে।


হয়তোবা সেখানে আপনি তাদেরকে অল্প কয়েকদিন বসবাস করতে দেখতে পারবেন। যতদিন না পর্যন্ত সেই জায়গা থেকে তাদেরকে উচ্ছেদ না করা হয় ততদিন পর্যন্ত তারা ওই জায়গাতে বসবাস করে এবং চারিদিকে ঘুরে বেড়ায় একটু কাজের সন্ধানের জন্য। যদিও তাদের পাঁচ দশ জনের ভিতর দু-একজন কাজ পায়। আসলে তারা নিজেদেরকে বর্তমান সময়ের সাথে উন্নত করতে পারে না। এছাড়াও তাদের মধ্যে শিক্ষার হার একদম শূন্য বললেই চলে। কারণ তারা তাদের জন্মের পর থেকে কোনদিনও কোনরকম শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণ করতে যায়নি। আসলে তারা তাদের নিজেদের নামটিও পর্যন্ত কখনো লিখতে পারে না।


আসলে আমার মনে হয় যে আমাদের মতো এনারাও এই সমাজে বসবাস করার অধিকার রয়েছে। আর সরকারের প্রতি আমার এই অনুরোধ যে এসব শ্রেণীর লোকদেরকে যাতে সরকারি খাতায় সঠিক নাগরিকত্ব দেওয়া হয় এবং সরকারি সকল অনুদান যাতে তারা পেতে পারেন এজন্য সরকারের প্রতি আমার এই অনুরোধ রইল। আসলে তারা যদি একটু ভালো থাকার জায়গা পায় এবং খাবার পায় তাহলেও তারা কিন্তু দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। কারণ আমরা একটা জাতিকে পিছনে ফেলে রেখে আর একটা জাতিকে নিয়ে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারিনি। আর এসব যাযাবর শ্রেণীর লোকদেরকে আমাদেরও সম্মান করতে হবে এবং সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 2 months ago 

আসলেই যাযাবরদের জীবনটা অনেক কষ্টের। কারণ তারা সবার কাছেই অবহেলিত। তারা কালকে কি খাবে, কোথায় থাকবে কিছুই জানে না। তবে আমাদের সবার উচিত যথাসম্ভব তাদের প্রতি সুদৃষ্টি দেওয়া। কারণ তারাও মানুষ এবং মানুষ হিসেবে তারা অবশ্যই সম্মান পাওয়ার যোগ্য। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66397.79
ETH 3460.28
USDT 1.00
SBD 2.61