অশিক্ষিত

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অশিক্ষিত সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে আমরা যখন এই পৃথিবীতে শিক্ষার গুরুত্ব সম্পর্কে বুঝতে পেরেছি তখন থেকে মানুষ শিক্ষা গ্রহণের জন্য সবসময় আগ্রহী হয়ে উঠেছে। কেননা শিক্ষা মানুষকে সঠিক পথ দেখায় এবং জীবনে মানুষের মত মানুষ হিসেবে পরিচিতি লাভ করতে সাহায্য করে। আসলে একটা শিক্ষিত লোকের কদর সমাজের সবাই করে। আর এই শিক্ষিত লোককে কেউ কখনো ঘৃনা করে না। তাইতো বর্তমান সময়ে সমাজে চলতে গেলে শিক্ষার প্রয়োজন অনেক বেশি। কিন্তু সমাজের কিছু কিছু লোক আছে যারা কখনো শিক্ষার গুরুত্ব সম্পর্কে বোঝেনা। তারা শিক্ষাকে তেমন একটা তাদের জীবনে প্রাধান্য দেয় না এবং এর ফলে তারা সব সময় বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়ে। আসলে শিক্ষিত লোক শুধুমাত্র শিক্ষার মর্ম বুঝতে পারলেও অশিক্ষিত লোক কখনো শিক্ষার মর্ম বুঝতে পারে না। আসলে এই অশিক্ষিত লোকের জন্য দেশ আজও পিছিয়ে আছে অন্যান্য উন্নত দেশ অপেক্ষা।

আসলে এই অশিক্ষিত লোক সমাজের ভালো-মন্দ কোন কিছুই বোঝেনা। এছাড়াও যদি কোন খারাপ লোকের দ্বারা দেশ পরিচালনা করা হয় তাহলে দেশ কখনো ভালোভাবে চলবে না। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন খারাপ লোক এই দেশ চালনা করছে। আসলে শিক্ষা মানুষের মনের বিকাশ করে। শিক্ষাহীন একটা জাতি কখনো উন্নতির কথা চিন্তা করতে পারে না। এছাড়াও তারা সবসময় মনে করে যে শিক্ষার প্রয়োজন নেই জীবনে। আসলে তারা জীবনে টাকা উপার্জন এর জন্য যেকোন খারাপ কাজকর্ম করে। কারণ শিক্ষিত লোক কখনো এসব খারাপ কাজকর্ম করে না। এছাড়াও একজন শিক্ষিত লোক কোনটা ভালো এবং কোনটা খারাপ এই দুটো পার্থক্য বুঝতে পারে। আর অশিক্ষিত লোক সব সময় অর্থ ইনকামের চিন্তা করে। আর এই অর্থ ইনকাম করতে গিয়ে তারা বিভিন্ন মানুষের সব সময় ক্ষতি করে।

আসলে দেশের যদি সবাই শিক্ষিত হয়ে যায় তাহলে দেশ কখনো পিছনে পড়ে থাকবে না। আমরা এখনো দেখতে পাই যে সব দেশ আজ উন্নতির সর্বশেষে পৌঁছে গেছে সেসব দেশে অশিক্ষিত লোকের হার খুবই কম। তারা সবাই শিক্ষার মর্ম বোঝে এবং শিক্ষা গ্রহণ করে তারা জীবনে উন্নতি লাভ করতে পারে। একটা জিনিস আমাদের পৃথিবীতে যেসব দেশ যত পিছিয়ে রয়েছে সেসব দেশে তত শিক্ষিত লোকের হার সব থেকে কম। আমাদের দেশে কিন্তু শিক্ষিত লোকের থেকে অশিক্ষিত লোকের সংখ্যা তুলনামূলক হারে অনেক বেশি। এছাড়াও অশিক্ষিত লোকের মধ্যে যদি আমরা একবার শিক্ষার জ্ঞান প্রবেশ করাতে পারি তাহলে এইসব অশিক্ষিত লোকেরা শিক্ষা গ্রহণ করে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হবে। আসলে অশিক্ষিত লোক কখনো একটা ভালো সিদ্ধান্তে আসতে পারে না।



তাইতো আমাদের সকল লোককে এই শিক্ষার মর্ম বোঝাতে হবে এবং তারা যাতে এই শিক্ষার আলোতে আলোকিত হতে পারে এজন্য সবাইকে অনেক বেশি চেষ্টা করতে হবে। যদিও দু-একজন শিক্ষিত হয়ে তারা যদি স্বার্থপরের মত সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তারা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। কারণ একটা দেশ তখন সামনের দিকে এগোবে যখন দেশের সব লোক শিক্ষা গ্রহণ করে একই সাথে সবাইকে মিলেমিশে এগিয়ে যেতে হবে। এজন্য আমাদের জীবনের শিক্ষার গুরুত্ব অনেক বেশি। আর এজন্য সরকার শিক্ষা প্রতিষ্ঠান একদম বিনামূল্যে সবার মাঝে পৌঁছে দিয়েছে। যাতে করে দেশের সর্বসাধারণ লোকেরা এই শিক্ষা গ্রহণ করতে পারে এবং জীবনে উন্নতি লাভ করতে পারে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 67888.24
ETH 3518.05
USDT 1.00
SBD 2.71