আমি বোকা, সুখ খুঁজি মানুষের কাছে

coffee-pot-5196072_1920.jpg

Source

ছোটবেলা থেকেই আমাদের প্রত্যাশা থাকে, আমাদের আশা-আকাঙ্ক্ষা থাকে। সেই বিষয়গুলো আমাদের মা-বাবা পূরণ করে কিন্তু আস্তে আস্তে যখন আমরা বড় হই আশেপাশের বন্ধু বান্ধব কিংবা আত্মীয়-স্বজনের সাথে ভালো একটি সম্পর্কে যায়। তখন কিন্তু তাদের কাছ থেকেও আমাদের কিছু প্রত্যাশা থাকে কিছু আশা-আকাঙ্ক্ষা থাকে। এই জায়গায় আমরা সব থেকে বড় ভুল করে বসি। আসলে প্রত্যেকটা মানুষ আপনার মা-বাবার মত হবে না। প্রত্যেকটা মানুষ আপনার ভালো দিকগুলো নিয়ে চিন্তাভাবনা করবে না। শুধুমাত্র আপনার পরিবারই একান্তই আপনার ভালো চাই কোন স্বার্থ ছাড়াই।

জীবনে চলার পথে কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে এবং সেভাবে করি সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে বিশ্বাস করার মানে এই না যে আপনি সেসব মানুষের কাছে কোন কিছু প্রত্যাশা করবেন। সেসব মানুষের কাছে কোন ধরনের চাহিদা পেশন করবেন। এই বিষয়গুলো যখনই ঘটবে তখন থেকেই আপনার মনে একটা আলাদা দুঃখ কিংবা কত সৃষ্টি হবে। যেটা আসলে কোন ভাবেই আপনি কখনোই পূরণ করতে পারবেন না। আপনার যা আকাঙ্ক্ষা রয়েছে আপনি নিজেই পূরণ করার চেষ্টা করবেন। দেখবেন অল্প হলেও অনেকটা বেশি আনন্দিত অনুভব করবেন আপনি।

কোন কিছু চাইতে হলে মহান সৃষ্টিকর্তার কাছে চাইবেন। তিনি যেন আমাদেরকে সেই যোগ্য করে তোলে। যেন আমরা আমাদের নিজের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারি। যেন আমাদের পরিবার সবসময় ভালো থাকে সুস্থ থাকে এবং সুখে থাকে এই বিষয়গুলো যখন আপনি সৃষ্টিকর্তার সাথে সরাসরি কথা বলবেন আলাদা একটা অনুভব আপনি অনুভূতি করতে পারবেন। যেটা পৃথিবীর সমস্ত মায়ার থেকে সম্পূর্ণ ভিন্ন এবং আপনি একটি আলাদা জগতে চলে যাবেন। এই বিষয়গুলোই হচ্ছে আমাদের মাইন্ড সেটের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার সমস্ত চাওয়া পাওয়া এবং দুঃখের বিষয়গুলোকে তুলে ধরুন দেখবেন আপনি অনেকটাই ভালো থাকবেন।

ABB.gif

Sort:  
 4 months ago 

কারো প্রতি প্রত্যাশা করাটা অনেকটা বোকামো। নিজের সুখ নিজেকে খুঁজে নেওয়া উচিত। অন্যের মাঝে কখনো সুখ খুঁজে পাওয়া যায় না। লেখাগুলো পড়ে খুবই ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 121932.72
ETH 4429.25
BNB 1310.91
SBD 0.78