টাকা মূল্যহীন
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকাল যদি আমরা একটা ১০০০ টাকার নোট নিয়ে বের হই। তাহলে সেই টাকাটা যে কোনো ফাঁকেই শেষ হয়ে যায়, সেটা আমরা একটু টেরও পাই না। এক হাজার টাকার উদাহরণ দিলাম। কারণ বর্তমানে আমাদের বাংলাদেশে কিন্তু এক হাজার টাকার নোটটাই সর্বোচ্চ বড় নোট। আসলে আমাদের বাংলাদেশের মুদ্রা স্মৃতি এতোটাই বেড়ে গিয়েছে যে, অনেক বেশি টাকা নিলেও মানুষ যে লিস্ট অনুযায়ী বাজারে যায় কিংবা কোনো কিছু কিনতে যায়। সেটা কোনো ভাবে কেনা সম্ভব হয়ে উঠছে না। তার কারণ হলো আগে মানুষ ১০০ টাকা দিয়ে যেটা পেতো। সেটা হয়তো এখন ১ হাজার টাকা দিয়েও মানুষ পাচ্ছে না। তাহলে ভাবুন যে মাত্র কয়েকটা বছরের ব্যবধানেই টাকার মূল্য কতোটা কমে গিয়েছে!
একটা ব্যাপার দেখলে হাসি আসে যে, কিছু মানুষ খুশি হচ্ছে যে ডলারের রেট দিন দিন অনেক বেশি বেড়েই যাচ্ছে। কিন্তু এটার মূলে কি রয়েছে সেটা কেউ খতিয়ে দেখার চেষ্টায় করছে না। ডলারের মূল্য বৃদ্ধি হওয়ার একটাই মানে। সেটা হচ্ছে আমাদের দেশের টাকার মূল্য কমে যাচ্ছে। আর এটা আমাদের জন্য অনেক বেশি ভয়ংকর একটি ব্যাপার। বিশেষ করে আমাদের বর্তমান এবং ভবিষ্যতের জন্য।
হয়তো এমনটা চলতে থাকলে একটা সময় আমাদের দেশটাও প্রায় অন্যান্য দেশ যে দেশগুলোকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে, সেসব দেশের মতোই হয়ে যাবে। আর আমরা কিন্তু এর উদাহরণ আমাদের কয়েকটা পার্শ্ববর্তী দেশকে দেখেই বুঝতে পারছি। আমাদের এই টাকাটা মূল্যহীন হওয়ার আগেই যদি আমাদের সরকার আমাদের দেশটাকে সঠিক অবস্থানে না নিয়ে আসে। তাহলে হয়তো আমাদের দেশটাও একদিন স্বাধীন দেশ থেকে পরাধীন দেশ হয়ে যাবে এবং এটা আমাদের কারোর ই কাম্য নয়।
আর সেই সাথে শুধুমাত্র পরাধীন হবে তাই নয়। আমাদের সারা জীবনটা দুর্ভোগ এবং দুর্যোগ এর মধ্যে দিয়ে যাবে। হয়তো আমরা খেয়ে,পরে বাঁচতে ও পারবো না এবং আমাদের মৌলিক চাহিদাগুলো পর্যন্ত আমরা পূরণ করার অবস্থায় থাকবে না। তাহলে আপনারাই ভাবুন যে আমাদের ভবিষ্যৎ কতোটা কঠিন হবে, অন্তত যদি এই অবস্থা চলতে থাকে।
আপনি চমৎকার সত্য তুলে ধরেছেন আমাদের মাঝে। বর্তমানে টাকার মূল্য নেই বললেই চলে। ১০০০ টাকা নিয়ে বের হলে বাড়িতে ফিরতে পকেটে থাকে ৫০-১০০ টাকা। অন্যান্য দেশের মতো বাংলাদেশও কি দেউলিয়ার পথে হাঁটতেছে? এটাই এখন দেখার বিষয়। খুবই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।