মনের বিরুদ্ধে কাজ করা যাবে না

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মনের বিরুদ্ধে কাজ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

আসলে এই পৃথিবীতে আমাদের একটু ভালোভাবে বেঁচে থাকতে হলে সব সময় কাজ করতে হবে। আসলে একজন ব্যক্তি যদি মধ্যবিত্ত এবং গরিব পরিবারের জন্মগ্রহণ করে তাহলে তাকে অন্যান্য ব্যক্তিদের অপেক্ষা অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়। কেননা তাদের পরিবারের কাছে অনেক বেশি টাকা কখনোই থাকে না আর তাদের ভবিষ্যৎ জীবনকে একটু ভালো করে তোলার জন্য তাদেরকে কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়। আসলে তারা অনেক কিছু না চাইলেও তাদের কিন্তু সবসময় সেই সকল কাজ করতে হয়। ধরুন আপনার যে কাজটিতে মন নেই অর্থাৎ যে কাজটি আপনার মোটেও পছন্দ নয় সেই কাজটি যদি আপনাকে দিয়ে জোরপূর্বক করানো হয় তাহলে সেই কাজটি কখনো সুন্দরভাবে সম্পন্ন হবে না। কারণ সেই কাজটির প্রতি আপনার মোটেও ভালোবাসা থাকে না।


যেহেতু আমরা গরিব এবং মধ্যবিত্ত পরিবারের লোক তাই আমাদের কিন্তু সেই কাজটি মনের থেকে না করতে চাইলেও কিন্তু আমাদের জোর করে করতে হয়। আসলে জোর করে কোন কিছু সঠিকভাবে সম্পন্ন করা কখনোই যায় না। আসলে এখানে কিন্তু অভাবের কাছে সেই মানুষগুলো সব সময় হার স্বীকার করে নেয়। কেননা মানুষ যদি এই অভাবে না পড়তো তাহলে কিন্তু তারা তাদের মনের বিরুদ্ধে কখনোই যেত না। আসলে মনের বিরুদ্ধে গিয়ে কাজটি সম্পন্ন করলেও সেই কাজটি কিন্তু কখনোই আমাদের মনের মত হয় না। আসলে এই পৃথিবীতে যারা ধনী শ্রেণীর লোক তারা কিন্তু পারে যে তাদের মনমতো সকল কর্মকান্ড করতে। আসলে তাদের জীবনে কোন অভাব থাকে না। আর এর জন্য তারা তাদের মন যেখানেই যা চায় না কেন সেই কাজটি করার জন্য সব সময় চেষ্টা করে।


আসলে এই পৃথিবীতে অনেক ব্যক্তি রয়েছেন যারা কিন্তু জীবনে অনেক বেশি উন্নতি লাভ করেছেন তাদের মনের মত কাজ করার জন্য। আসলে আমরা সবসময় চেষ্টা করব যে সকল কাজগুলো আমাদের মনের মত করার। আসলে বর্তমান সময়ের যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই অতিরিক্তের জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশের কর্মসংস্থানের সংখ্যা অনেক বেশি কমে যাচ্ছে। আসলে দেশের কর্মসংস্থানে যোগদান করার জন্য বিভিন্ন উচ্চশিক্ষা গ্রহণকারী লোকজন সেইসব নিম্ন চাকরিতে প্রবেশ করার জন্য অনেক বেশি চেষ্টা করছে। আসলে সেসব মানুষগুলো কখনো চাইনি যে তারা জীবনে এই ধরনের কর্মকাণ্ড কখনোই করবে। আসলে জীবনের কাছে তারা সব সময় হেরেই যায়। কেননা তারা যদি তাদের মনের মত কাজ করার চেষ্টা করে তাহলে হয়তোবা তারা কোন কাজই খুঁজে পেল না।


আর এই পৃথিবীটা হলো একটা প্রতিযোগিতার মাঠ। আসলে আপনি যে কাজটি থেকে সরে আসবেন সেই কাজটিতে যোগদান করার জন্য আরো কয়েক হাজার লোক লাইনে দাড়িয়ে আছে। তাইতো আমরা আমাদের জীবনে কখনো মনের বিরুদ্ধে চলতে না চাইলেও কিছু কিছু সময় সব সময় আমাদের মনের বিরুদ্ধে চলতে হয়। কারন সেসব মানুষগুলো জীবনে অভাবের সম্মুখীন হয় এবং কোন কাজকে তারা আর দূরে ঠেলে দিতে পারেনা। আর এই পৃথিবীতে যারা তাদের মনের বাইরে যে সব কাজ রয়েছে সেসব কাজকে যদি তারা নিজেদের মনের মত করে তুলতে পারে তাহলে তারাই কিন্তু অসাধারণ প্রতিভার ছেলে। আসলে এর ফলে তারা তাদের মনের চাহিদাকে একদিক থেকে যেমন মেটাতে পারবে তেমনি অন্য দিক থেকে তারা মনের বিরুদ্ধেও কখনো যাওয়ার প্রয়োজন হবে না।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57850.91
ETH 2358.42
USDT 1.00
SBD 2.43