যার জন্য করবেন সে বলবে চোর।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে যার জন্য করবেন সে বলবে চোর সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


personal-data-7272071_1280.webp



লিংক

একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে তার জন্য আমরা সব সময় কাজ করি অথবা যার জন্য আমরা আমাদের জীবনের সকল সুখ বিসর্জন দিয়ে থাকি সেই মানুষগুলো আমাদেরকে সবসময় দোষারোপ করে। অর্থাৎ যার জন্য আমরা কাজ করি সেই আমাদের চোর বলে। আসলে এই মানুষগুলোর জন্য আমরা সারাজীবন কাজ করেছি তা ভাবলে আমাদের কষ্ট হয়। আসলে আমরা সবসময় চেষ্টা করি কি করে আমাদের আপন মানুষ গুলোর মুখে হাসি ফোটানো যায় এবং তাদেরকে একটু ভালো রাখা যায়। কিছু কিছু মানুষ আছে অনেকটা স্বার্থপর প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ তারা সারা জীবন সুযোগ সুবিধা নেবে এবং আমাদের দুঃখের সময় তারা আমাদের ছেড়ে দূরে চলে যাবে।


আসলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা এই পৃথিবীতে সবসময় ভালো কাজ করার চেষ্টা করবো এবং কেউ যদি আমাদের জন্য কাজ করে তাহলে তাদের জন্য অবশ্যই আমরা কাজ করার চেষ্টা করব। আসলে তাদেরকে কখনো কষ্ট দেওয়ার চেষ্টা আমরা কখনোই করব না। কেননা যে মানুষটা আমাদের জন্য এত পরিশ্রম করে এবং তারা তাদের নিজেদের জীবনের সুখ বিসর্জন দিয়েছে সেই মানুষটার জন্য যদি আমরা সামান্য নিজেদের জীবনের সুখ বিসর্জন দিতে না পারি তাহলে আমরা সেই মানুষটিকে কখনো মনের থেকে ভালোবাসিনি। একটা জিনিস আমাদের মনের করতে হবে যে এই পৃথিবীতে যারা স্বার্থপরের মত বসবাস করে তারা কখনো জীবনে মনের দিক থেকে সুখী হতে পারে না।


এজন্য একটা বিষয় সম্পর্কে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা সব সময় মানুষের উপকার করার চেষ্টা করব এবং কেউ যদি আমাদের উপকারের প্রতিদান হিসেবে আমাদের ক্ষতি করে তাহলে আমরা কখনো তার ক্ষতি করার চেষ্টা করবো না। আসলে ক্ষতির প্রতিদান যদি আমরা ক্ষতি দিয়ে সমাধান করার চেষ্টা করি তাহলে তার সাথে আমাদের কোন পার্থক্য থাকবে না। এই পৃথিবীতে যারা ভালো মনের মানুষ তারা সব সময় দেখবেন যে শুধুমাত্র মানুষের উপকার করে যায় এবং এর বিনিময়ে তারা কখনো তাদের কাছ থেকে কোন কিছু চায় না। আসলে এই ভালো মানুষগুলোর মূল্য এই পৃথিবীতে সত্যি বলতে সবথেকে কম। কেননা ভালো মানুষকে কেউ কখনো সম্মান করে না এবং তাদেরকে কেউ কখনো ভালোবাসে না।


কিন্তু এই শ্রেণীর মানুষগুলো তাদের নিজেদের মনের দিক থেকে সবসময় অনেক বিশেষ সুখে থাকে। অর্থাৎ তারা কখনো অন্যের ক্ষতি করার চেষ্টা করে না এবং অন্য কেউ যদি তাদের ক্ষতি করে তাহলে তারা চুপচাপ তাদের ক্ষতি সহ্য করে আবার পুনরায় মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করে। তাইতো আমাদের পরিবারের যে মানুষগুলো আমাদের জন্য সারাজীবন কাজ করেছে তাদের বাকি জীবনে যদি আমরা সুখে রাখতে না পারি তাহলে এটি অন্যায় হবে। তাইতো আমরা চেষ্টা করব যে মানুষগুলো আমাদেরকে এতটা সাপোর্ট দিয়েছে তাদের দুঃসময় তাদের পাশে থাকার জন্য এবং তাদের সাহায্য করা অবশ্যই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আর এভাবে আমরা নিজেরা নিজেদের মনের দিক থেকে সবসময় ভালো থাকতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.031
BTC 107171.26
ETH 3889.31
USDT 1.00
SBD 0.57