চোরকে চোর বলা যাবে না

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে চোরকে চোর বলা যাবে না সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে প্রথমে আপনারা আমার এই পোষ্টের টাইটেলটি দেখে ভাবছেন কি বলছে। আসলে সত্যি কথা বলতে এখন বর্তমানে আমরা কোন চোরকে চোর বলতে পারি না। কারণ এসব চোরের উপদ্রব এত বেশি এবং তারা মানুষের এত বড় ক্ষতি করে আজ উঁচু উঁচু পর্যায়ে পৌঁছে গেছে তাই তাদেরকে আমরা চোর কখনোই বলতে পারি না। বরং তাদের সামনে গেলে আমরা তাদেরকে সম্মান করি এবং শ্রদ্ধা করি। আসলে এমন দিনও যে আমাদের দেখতে হবে তা আমরা মোটেও কল্পনাও করতে পারিনি। আসলে আমরা বর্তমান সময়ে রাজনৈতিক অথবা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই যে, যে হারে মানুষ দুর্নীতি করে এবং চুরি করে দিন দিন প্রচুর পরিমাণ অর্থের মালিক হচ্ছে তাতে করে আমাদের দেশের লোকজন অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।


এসব অসভ্য লোকেদের জন্য আমরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। কারণ এইসব লোকেরা আজ সমাজের উঁচু পর্যায়ে রয়েছে এবং তারা দেশকে বিভিন্নভাবে চালনা করছে। আমরা বর্তমানে মাঝে মাঝে বিভিন্ন সংবাদপত্রে দেখতে পাই যে বিভিন্ন ধরনের রাজনীতিবিদ লোকেরা যারা কিনা প্রচুর পরিমাণ অর্থ অসৎ উপায় উপার্জন করে তারা বিভিন্ন জায়গাতে সেইসব অর্থ পাচার করে দিচ্ছে। আসলে নিজেদের দেশের অর্থ যদি বাইরে পাচার করে দেওয়া হয় তাহলে এতে করে দেশের মেরুদন্ড দিন দিন ভেঙ্গে যাবে। আর এক সময় এইভাবে চলতে থাকলে দেশ একদম গরিবে পরিণত হবে।



এছাড়াও বর্তমান সময়ে বিভিন্ন চাকরি ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিভিন্ন অশিক্ষিত চোরেরা যারা প্রচুর অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের চাকরির পোস্ট বিক্রয় করে থাকেন। আসলে এদেরকে আপনি সামনাসামনি কখনো চোর বলে আখ্যায়িত করতে পারবেন না। কারণ এরা সমাজের এত উঁচু স্তরে থাকে এবং এদের ক্ষমতা এতটাই বেশি যে এরা চাইলে যে কোন মানুষের ক্ষতি করতে বিন্দুমাত্র সময় লাগবে না এদের। আসলে এসব লোকেদের জন্য আজ দেশের মানুষেরা না খেয়ে থাকে এবং বিভিন্ন ধরনের বেকারত্ব সমস্যায় ভোগে। আসলে এসব বেকারত্ব সৃষ্টির প্রধান কারণ হলো দেশের যোগ্য লোকেদের কখনো কোনো সঠিক পদে চাকরি দেয়া হয় না।


সমাজে যেসব লোকেদের অর্থ বেশি এবং তারা কিন্তু প্রকৃত শিক্ষিত না হলেও তাদেরকে এসব অসভ্য লোকেরা টাকার বিনিময়ে চাকরি দিয়ে থাকে এবং এর ফলে এইসব শিক্ষিত বেকারদের সবথেকে বড় ক্ষতি হয়। আসলে আমরা সবাই জানি যে একটা শিক্ষিত লোক যেভাবে দেশ পরিচালনা করতে পারে অর্থাৎ যেকোনো ধরনের কাজ যত সুন্দর ভাবে করতে পারে তেমনি একজন অশিক্ষিত লোক একজন শিক্ষিত লোকের মতো কোনো কিছুই করতে পারবে না। আসলে শিক্ষা মানুষকে বিকশিত করে এবং সৎ পথে চলার শিক্ষা দিয়ে থাকে। কিন্তু একজন অশিক্ষিত লোক কখনো সৎ পথে চলার শিক্ষা পায় না।


আর এজন্য আমাদের সবাইকে এইসব অসৎ লোকেদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ আমরা যদি সবাই মিলে এসব ব্যক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে এরা তখন কোন কিছু করতে পারবে না। কিন্তু আমরা এ কাজ একার পক্ষে এইসব লোকেদেরকে এসব অসৎ কাজ থেকে দূরে সরানো মোটেও সহজ হয় না। তাইতো আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ গড়ে তুলব যে সমাজে কোন ধরনের কোন খারাপ লোক থাকবে না। আর যদি এইসব উঁচু পর্যায় থেকে এইসব অসভ্য লোকেরা পদত্যাগ করে সেখানে যদি একজন সুষ্ঠু শিক্ষিত লোককে স্থান দেওয়া যায় তাহলে দেশের বেকারত্ব সমস্যাও অনেকটা কমে যাবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62108.38
ETH 2582.55
USDT 1.00
SBD 2.57