যুদ্ধ

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে যুদ্ধ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


মানুষ প্রাচীনকাল থেকে এক জায়গায় দলবদ্ধভাবে বসবাস করছে। কারণ এক জায়গায় দলবদ্ধভাবে বসবাস করলে তাদেরকে কোন হিংস্র প্রাণীরা কখনো আক্রমণ করতে পারত না। এছাড়াও কোন হিংস্র প্রাণী কাউকে যদি আক্রমণ করত তাহলে তারা সবাই মিলে সেই হিংস্র প্রাণীর বিরুদ্ধে লড়াই করতো। আসলে সবাই মিলেমিশে একসাথে থাকলে তাদের মনোবল সব সময় অনেক বেশি থাকে। এছাড়াও সবাই মিলে যদি একসাথে বসবাস করা যায় তাহলে কোন অশুভ শক্তি তাদেরকে কোন ক্ষতি করতে পারবে না। কিন্তু মানুষ বর্তমান সময়ে এখন আর দলবদ্ধভাবে বসবাস করতে চায় না। আসলে যে দেশ যত শক্তিশালী সেই দেশ অন্য দুর্বল দেশকে সবসময় তাদের নিজেদের আয়ত্বে রাখার চেষ্টা করে।

এছাড়াও এমন এমন কিছু দেশ রয়েছে যারা দুর্বল দেশগুলোতে আক্রমণ করে সে সব দেশ দখল করে নেয়। আসলে এই যুদ্ধ কিন্তু পৃথিবীর জন্য মোটেও ভালো কিছু নয়। আসলে প্রাচীনকালে দেশ বিভক্ত কখনোই ছিল না। কিছু কিছু লোক এই অতিরিক্ত লোভের জন্য তারা কিছু কিছু এলাকা ভাগ করে নেয় এবং সেসব এলাকার নিম্ন শ্রেণীর লোকেদেরকে তাদের বশে রেখে দেয়। এভাবে প্রাচীন কাল থেকে ছোট ছোট বিভক্ত জায়গাগুলো একসময় দেশে পরিণত হয়। আসলে একসময় মানুষ মানুষকে রক্ষার জন্য সবাই একসাথে দলবদ্ধভাবে বসবাস করতে এবং বিভিন্ন অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করত।


কিন্তু বর্তমান সময়ে মানুষ বিভিন্ন যুদ্ধ করে শুধুমাত্র তাদের স্বার্থের জন্য। আসলে যুদ্ধ কোনদিনও শান্তি আনতে পারে না। কোন দেশ যদি কোন শক্তিশালী দেশ যুদ্ধ করে জয়ী হতে পারে তাহলে সেই দেশ কখনো ভালো দেশ হতে পারে না। আসলে যুদ্ধে শুধুমাত্র মানুষের ক্ষতি হয়। অর্থাৎ মানুষের ক্ষতি বলতে এখানে মানুষ মারা যায় এবং দেশের বিভিন্ন সম্পদ সবসময় নষ্ট হয়। আর যুদ্ধে যেসব আগ্নেয় অস্ত্র ব্যবহার করা হয় তার ফলে একদিক থেকে যেমন পরিবেশের ক্ষতি হয় তেমনি অন্য দিক থেকে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যায়। আসলে আমরা এখানে পূর্বের পারমাণবিক বোমা নিক্ষেপের কথা শুনেছি। যার ফলে পৃথিবীর বিভিন্ন জলবায়ুর অনেকটা পরিবর্তন হয়েছে।


তাইতো আমাদের সবার উচিত এই যুদ্ধকে ত্যাগ করে মানুষ মানুষের সেই প্রাচীনকালের মত একসাথে বসবাস করা এবং একে অন্যের সাহায্যে সবসময় এগিয়ে আসা। আসলে যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না। যুদ্ধ মানুষের মধ্যে হিংসা সৃষ্টি করে এবং মানুষের বিরোধ সৃষ্টি করে। আসলে এই যুদ্ধকে আমাদের সব সময় না বলা উচিত। বর্তমান সময়ের যেসব দেশের ভিতরে যুদ্ধ হচ্ছে সেসব দেশে বিভিন্ন জাতির লোক প্রতিনিয়ত মারা যাচ্ছে। আসলে এসব নিরীহ মানুষরা মারা যাওয়ার ফলে এতে মানুষের মনে বিররূপ প্রভাব সৃষ্টি হচ্ছে। আসলে যুদ্ধের ফলে শুধুমাত্র ক্ষতি ছাড়া আর অন্য কিছুই হয় না।



তাইতো সকল দেশকে এই যুদ্ধের ক্ষতি সম্পর্কে বোঝাতে হবে। কারণ যুদ্ধ কোন জিনিস সৃষ্টি করতে পারে না। শুধুমাত্র যুদ্ধের কাজ হলো ধ্বংস করা। তাইতো আমরা সবাই যুদ্ধকে না বলি এবং কোন দেশ যদি কোন দেশকে আক্রমণ করে তাহলে অন্যান্য দেশকে সেই আক্রমণাত্মক দেশকে বোঝাতে হবে এবং যদি না বোঝে তাহলে সবাই মিলে একসাথে সেই দেশের বিরুদ্ধে লড়তে হবে। তাইতো এই যুদ্ধ যদি পৃথিবীতে না থাকতো তাহলে পৃথিবী অনেক সুন্দর হতো। আসলে অতিরিক্ত লোভের জন্য এই যুদ্ধের সৃষ্টি হয়। আর এই লোভের জন্য প্রচুর মানুষকে তাদের প্রাণ দিতে হয়।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 2 months ago 

যুদ্ধের প্রচলনটা প্রাচীনকাল থেকেই ছিল। দুর্বলদের উপর সবলের যুদ্ধ। ছোট ছোট দেশগুলোর উপর যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ে দেশ দখল করা, এটা মোটেও পৃথিবীর কাছে কাম্য নয়। যুদ্ধ কখনো পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। বরং অশান্তির মূল কারণ যুদ্ধ বিদ্রোহগুলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনতে পারে না এবং এটা অবশ্যই মনেপ্রাণে বিশ্বাস করতে হবে। কিন্তু প্রায়ই দেখা যায়, বিভিন্ন দেশের সাথে একের পর এক যুদ্ধ সংঘটিত হচ্ছে। এই ব্যাপারগুলো দেখলে ভীষণ খারাপ লাগে। কতো শিশু এবং বৃদ্ধরা যুদ্ধের সময় প্রাণ হারাচ্ছে। তাই আমাদের মন থেকে হিংসা দূর করতে হবে এবং সবাইকে মিলেমিশে থাকার চিন্তা ভাবনা করতে হবে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.032
BTC 59087.19
ETH 2580.56
USDT 1.00
SBD 2.47