বর্তমানে পড়াশোনা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা যখন ছোট ছিলাম। তখন আমার মনে হয় যে আমাদের শিক্ষাব্যবস্থাটা অনেক বেশি ভালো ছিলো।এবং আমাদের যে শিক্ষাব্যবস্থা ছিলো,সেটা হয়তো আরো দিন দিন ভালোর দিকে যাবে। অর্থাৎ তখন আমরা এমনটাই চিন্তা করতাম। যেহেতু যে কোনো জিনিস শুরুতে একরকম থাকে এবং সেটার উন্নতি হতে থাকে ধীরে ধীরে,সব কিছু ভালো হতে থাকে।

কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপারটা মনে হচ্ছে একেবারেই ভুল। কারণ আমাদের শিক্ষাব্যবস্থার যে কতোটা করুণ অবস্থা হয়েছে সেটা কেউ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক এর অবস্থা একেবারে যা তা করে ফেলেছে।

যেমন আমি যদি একটা উদাহরণ দেই। তাহলে আপনারা খুব ভালো করে সেটা বুঝতে পারবেন। বর্তমানে ক্লাস সিক্স এবং সেভেনে এমন কিছু পড়ালেখা দেওয়া হয়েছে যে, সে সব আসলে আগে আমরা ক্লাস ওয়ান কিংবা ক্লাস টু তে পড়তাম। আপনারাই চিন্তা করুন, আমরা কতো বছর আগে ছোটবেলায় এসব পড়তাম আর সেই সব এই যুগে এসে যেখানে সেসব বাদ দিয়ে আরো নতুন আপডেটের কিছু দেওয়ার কথা। সেখানে সেই ছোটবেলার পড়া পড়ছে বড়রা।

তাহলে আপনারাই বলুন যে, তাহলে শিক্ষা ব্যবস্থার উন্নতিটা কিভাবে হচ্ছে?অর্থাৎ শিক্ষা ব্যবস্থার উন্নতি তো অনেক দূরের কথা। শিক্ষা ব্যবস্থার অবনতি হচ্ছে চরমভাবে। আর এই ক্ষতিটা আমাদের সকলেরই ভোগ করতে হবে।

কারন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা যদি এভাবে ধ্বংস করে ফেলা হয়। তাহলে তার সরাসরি প্রভাব পড়বে আমাদের দেশের উপরে এবং আমাদের অর্থনৈতিক এবং সব রকম উন্নতির ক্ষেত্রে।কারণ একটা দেশের মূল হয় তার শিক্ষা ব্যবস্থা। একটা দেশের লোক যতো শিক্ষিত হয়। সে দেশের ততো দ্রুত অগ্রগতি হয়।যেটা হয়তো আমাদের দেশের এমপি মন্ত্রীগণ সহ্য করতে পারছে না। কিংবা তারা নিজেদের পকেট পূর্ণ করতে এতোটাই ব্যস্ত যে তাদের দেশের দিকে নজর দেওয়ার চিন্তাই নেই।

কে জানে ভবিষ্যৎ এ আমাদের দেশের অবস্থা কি হবে!কারণ এভাবেই যদি চলতে থাকে। তবে আমাদের দেশটা অচিরেই তলিয়ে যাবে।স্বাধীন রাষ্ট্র টা ধীরে ধীরে পরাধীন রাষ্ট্রে পরিণত হবে।যেটা আমাদের কারোর ই কাম্য নয়।
Sort:  
 2 months ago 

আসলে বর্তমান শিক্ষা ব্যবস্থার একদম যাতা অবস্থা। যে দেশের শিক্ষা ব্যবস্থার এরকম করুন অবস্থা সে দেশের ভবিষ্যৎ কেমনটা হতে পারে সেটা অবশ্যই আর নতুন করে বলতে হবে না। যাই হোক বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

এটা একেবারেই সত্যি যে,আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার প্রচুর অবনতি হচ্ছে। আর সেজন্যই তো জিপিএ ৫ পাওয়া স্টুডেন্টকে জিপিএ এর ফুল ফর্ম জিজ্ঞেস করলে বলতে পারে না। এই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের অবস্থা। প্রশ্নপত্র যেহেতু ফাঁস হয়ে যায়, তাহলে তো কষ্ট করে পুরো বই পড়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র পরীক্ষায় পাশ করলেই চলে। সামনে আরও ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে আমাদের জন্য। যাইহোক এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67947.42
ETH 3264.67
USDT 1.00
SBD 2.66