ঘুষ দেওয়া ও নেওয়া দুটোই অপরাধ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের সমাজের কথা যদি বলি। তাহলে বর্তমান পরিস্থিতি এখন অনেকটা এমন হয়ে গিয়েছে যে, ঘুষ দেওয়া ছাড়া কোনো কাজ করানোই মুশকিল হয়ে যায়। আর বিশেষ করে তা যদি কোনো সরকারি কাজ হয়। তাহলে তো কথাই নেই। আসলে এই ধরনের কথা বলার জন্য যদি আমার শাস্তিও হয়। অর্থাৎ সরকার বিরোধী কথা বলার জন্য যদি শাস্তি হয়। তাহলেও আমার কিছু করার নেই। কারণ এই কথাটা কতোটা চিরন্তন সত্য কথা। সেটা আমরা কম বেশি সকলেই জানি এবং সকলেই মানি।

কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে, যারা এই ঘুষ নেওয়ার জন্য একেবারে পাকাপোক্তভাবেই সবকিছু ঠিকঠাক করে রাখে। তাদের আসলে আজকে কেনো এতোটা দাপট বেড়েছে? তারা এতোটা সাহস কি একদিনেই পেয়েছে? মোটেও কিন্তু তা নয়। তারা কিন্তু এই ঘুষ নেওয়ার ব্যাপারটিতে একদিনে এতোটা এগিয়ে যায়নি। তাদের এগিয়ে দিতে আমরাই সাহায্য করেছি।

যেমন আমরা নিজেরাই কিন্তু প্রথমে অনৈতিক কাজে জড়িয়ে পরেছি। অর্থাৎ নিজেদের কাজগুলো খুব অল্প সময় কিংবা অন্যের আগে করিয়ে নেওয়ার জন্য আমরাই প্রথমে ঘুষ দেওয়ার ব্যাপারটি চালু করার চেষ্টা করেছি এবং এর পরেই কিন্তু ঘুষ নেওয়ার ব্যাপারটি চলে এসেছে খুব সহজেই।

তাই আমি মনে করি, ঘুষ যে দিচ্ছে সে যেমন অপরাধী। ঠিক তেমনটাই ঘুষ যে নিচ্ছে সেও প্রায় একই রকম অপরাধী। কারণ একটি সিম্পল ব্যাপার হলো, আমি যদি কোনোভাবেই ঘুষ না দেই। তাহলে যে ঘুষ নিতে চাইছে, সে কতক্ষণ কাজ না করে পারবে? যখন আমি আপনি ঘুষ দিবো না। তখন কিন্তু আর কেউ ঘুষ নিতেও পারবেনা। আর ঠিক এভাবে ধীরে ধীরে আমাদের দেশটা একদিন ঘুষ মুক্ত দেশ হিসেবে গড়ে উঠতে পারবে। কিন্তু এই সমস্ত ব্যাপার একেবারেই আমাদের হাতে আর এতে আমাদের কিন্তু অনেক বেশি অনীহা রয়েছে। কারণ আমরা সব সময় চাই কোনো কষ্ট ছাড়াই যেনো আমাদের কাজগুলো অন্যের আগে হয়ে যায়।

একটা সত্যি কথা হলো, আমাদের ভেতর থেকে যখন অনৈতিকতা চলে যাবে। তখনই কিন্তু আমাদের দেশটা নৈতিকতা ফিরে পাবে তার আগে নয়।
Sort:  
 last month 

সময়োপযোগী একটা লেখা শেয়ার করেছেন আপনি। লেখাটি সচেতনতামূলকও বটে। অবশ্যই ঘুষ দেওয়া ও নেওয়া দুটোই অপরাধ। দুজনেই সমভাবে অপরাধি। আমাদের সবার উচিত যে কোন ধরণের ঘুষকে না বলা। ঘুষ দেওয়া ও নেওয়া থেকে বিরত থাকা। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last month 

এমন একটা দেশে আমরা বসবাস করি,যেদেশের সরকারি কোনো সেক্টরে গেলে টাকা ছাড়া কোনো কাজ করানো যায় না। তাইতো বাধ্য হয়েই তাদেরকে ঘুষ দিতে হয়। তবে এটা ঠিক, ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে, ঘুষ ছাড়া কাজ করানোর। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যেও ঘুষ দেওয়া-নেওয়া ছাড়া কোন কাজই সুসম্পন্ন হয় না। প্রশাসনের দিকে তাকালে আমরা দেখি ঘুষ ছাড়া কোন কাজ সম্পন্ন করে না। প্রতিটা সেক্টরেই ঘুষ দিতে হয়। ঘুষ দেওয়া এবং নেওয়া অপরাধ এটি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.026
BTC 56965.36
ETH 2498.49
USDT 1.00
SBD 2.34