(এসো নিজে করি) গ্লিটার আর্ট পেপার দিয়ে ফুলের ঝুড়ি তৈরি 10% beneficiary to @shy-fox
আসসালামু আলাইকুম
সবাই আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। আজ আমি আপনাদেরকে গ্লিটার আর্ট পেপার দিয়ে সুন্দর একটি ঝুড়ি বানিয়ে দেখাবো।আমি গ্লিটার পেপার দিয়ে এ পর্যন্ত কখনো কিছু বানায়নি।তবে গ্লিটার পেপার দিয়ে কিছু বানালে আমার কাছে সে জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। তাই আমি গ্লিটার পেপার কিনে এনে আগে এই ঝুড়িটি বানানোর চেষ্টা করলাম ঝুড়িটি বানানোর পর আমার কাছে এতো ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমার কাছে ফুল নাই ফুল থাকলে আমি ফুল ভর্তি ঝুড়ি আপনাদেরকে দেখাতাম। আশা করছি আমার আজকের ঝুড়িটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে বানানো শুরু করি।
প্রয়োজনীয় উপকরণ :
লাল ও সবুজ রঙের গ্লিটার আর্ট পেপার
কচি
গ্লুগান
পেন্সিল
প্রস্তুত প্রণালী :
১ম ধাপ
প্রথমে আমি সবুজ কালারের গ্লিটার আর্ট পেপার নিয়ে এভাবে উল্টিয়ে পেন্সিল দিয়ে দাগিয়ে নিয়েছি।
২য় ধাপ
তারপর দাগে দাগে কাগজটা কেটে নিয়েছি।
৩য় ধাপ
একইভাবে আমি লাল কালারের আটটা ও সবুজ কালারের আটটা মোট ১৬টা কাগজ কেটে নিয়েছি।
৪র্থ ধাপ
তারপর প্রত্যেকটা কাগজের পেছনে যে আঠা লাগানো থাকে সেই আঠাগুলো খুলে একটার সাথে আরেকটা লাগিয়ে দিয়েছে।
৫ম ধাপ
৬ষ্ঠ ধাপ
এ পর্যায়ে আমি গ্লুগান দিয়ে একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে দিয়েছি।
৭ম ধাপ
দেখুন আঠা লাগানোর পর আমার কাগজটা দেখতে এরকম হয়েছে। তারপর আমি গোল মাপ দিয়ে আরও একটা কাগজ কেটে নিয়েছি।
৮ম ধাপ
তারপর ওই গোল কাগজটার উপরে আঠা লাগিয়ে আমি ঝুড়ির নিচের অংশ বানিয়ে নিয়েছি।
৯ম ধাপ
এ পর্যায়ে আমি চিকন করে আর্ট পেপার কেটে ঝুড়িটার নিচে লাগিয়ে নিয়েছি।
১০ম ধাপ
এ পর্যায়ে ঝুড়ির উপরের অংশটা বানিয়ে নিয়েছি।
১১তম ধাপ
এপর্যায়ে আমি ছোট ছোট করে পাপড়ির মত কেটে নিয়েছি। লাল পাপড়িগুলো একটু বড় এবং সবুজ পাপড়িগুলো একটু ছোট করে কেটে নিয়েছি।
১২তম ধাপ
তারপর লাল পাপড়ির উপরে সবুজ পাপড়িগুলো আঠা দিয়ে বসিয়ে দিয়েছি।
১৩তম ধাপ
তারপর সবগুলো পাপড়ি একটার সাথে একটা লাগিয়ে দিয়েছি এবং মাঝখানে একটা গোল করে বসিয়ে দিয়েছি।
১৪তম ধাপ
তারপর যে ফুলটা তৈরি হয়েছে সেই ফুলটা আমি গ্লুগান দিয়ে ঝুলির উপরে লাগিয়ে দিয়েছি।
১৫তম ধাপ
ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার লাল ও সবুজ গ্লিটার আর্ট পেপার দিয়ে সুন্দর একটি ফুলের ঝুড়ি।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | অপ্পো এফ1 |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।
গ্লিটার আর্ট পেপার দিয়ে ফুলের ঝুড়ি তৈরি খুবি সুন্দর লাগছে। খুবই সুন্দর ভাবে তৈরি করেছেন। আপনার উপস্থাপনা আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
গ্লিটার আর্ট পেপারটাই দেখতে সুন্দর এটা দিয়ে যায় বানানো যায় তাই দেখতে অনেক কিউট লাগে।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
গ্লিটার পেপার দিয়ে আপনি খুব সুন্দর করে ঝুড়ি বানিয়েছেন আপু, প্রতিটা ধাপ খুব সুব্দর করে উপস্থাপন করেছেন যা আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভ কামনা রইলো
আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।
আমি খুব মনোযোগ দিয়ে বানানো দেখলাম। আপনার প্রতিটা ধাপে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন খুব ভালো লাগছে আমার। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।
মনোযোগ দিয়ে কোন কিছু না বানালে সে জিনিসটা দেখতে এতটা সুন্দর হয় না। মন দিয়ে যদি কোন কিছু বানানো যায় তাহলে সেটা সুন্দর করে ফুটিয়ে তোলা যায় অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আপনি খুব সুন্দর গ্লিটার আর্ট পেপার দিয়ে ফুলের ঝুড়ি তৈরি করেছেন। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এবং আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল
হ্যাঁ ভাইয়া সুন্দর একটি জিনিস বানিয়ে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং আপনাদের ভাল লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগছে অনেক ধন্যবাদ আপনাকে।
গিল্টার আর্ট পেপার দিয়ে যেকোনো জিনিস বানালে সেটি দেখতে অসাধারন লাগে। বেশ দারুন লাগছে ফুলের ঝুরিটি আর ধাপ গুলো বেশ গুছিয়ে নিখুত ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।
ঠিকই বলেছেন গ্লিটার আর্ট পেপার দিয়ে যেকোনো জিনিস বানালে অনেক সুন্দর লাগে দেখতে।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
গ্লিটার আর্ট পেপার দিয়ে ফুলের ঝুড়ি তৈরি অনেক সুন্দর হয়েছে আপু। আপনার হাতের কাজের দক্ষতা আমার খুবই ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু। আপনার জন্য শুভকামনা রইলো।
হ্যাঁ ভাইয়া কাগজটাই এতো সুন্দর যে এটা দিয়ে কোন কিছু বানালে কিউট লাগে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য ।
গিলিটার আর্ট পেপার দিয়ে খুব সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। গিলিটার আট পেপার দিয়ে এত সুন্দর ঝুড়ি তৈরি করা যায় আগে কখনও ভেবে দেখিনি। আপনার তৈরি দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। তৈরীর উপস্থাপনা খুবই সুন্দর ছিল আপনার জন্য শুভকামনা রইল।
আসলে আমিও ভাবেনি যে গ্লিটার আর্ট পেপার দিয়ে এত সুন্দর করে ঝুড়ি বানানো যাবে পরে বানিয়ে দেখলাম যে আসলেই দেখতে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ আপনাকে।
গ্লিটার আর্ট পেপার দিয়ে ফুলের ঝুড়ি তৈরি করেছেন সেটা আসলেই এত সুন্দর লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আমি তো মুগ্ধ হয়ে গেলাম। আপনার হাতের কাজ খুবই পরিষ্কার। আপনার জন্য শুভকামনা রইল আপু। আমার অনেক ভালো লেগেছে
আমার ছোট্ট কিউট ঝুড়িটা আপনার এত ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগছে ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনার তৈরি করা ফুলের ঝুড়িটি অনেক সুন্দর লাগছে।গ্লিটার আর্ট পেপার দিয়ে এটি তৈরি করায় দেখতে অনেক বেশি ভালো লাগলো।ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।
ঠিকই বলেছেন ভাইয়া এটা গ্লিটার আর্ট পেপার দিয়ে বানানোর কারণে অনেক বেশী সুন্দর লাগছে নরমাল কালার পেপার দিয়ে বানালে হয়তো এত সুন্দর লাগত না।অনেক ধন্যবাদ আপনাকে।
ফুলের ঝুড়ি দেখতে একেবারে ফুলের জুড়ির মতই হয়েছে। যদি এই ঝুড়িতে কয়েকটা ফুল রাখা যেত তাহলে দেখতে আরও বেশি ভালো লাগতো। এমনিতেও অনেক অসাধারণ লাগছে দেখতে। মনে হচ্ছে এরকম ঝুড়ি সাজিয়ে রাখলেও অসম্ভব সুন্দর দেখাবে। অনেক ধন্যবাদ আপু আমাদের মাঝে এত সুন্দর করে একটা ঝুড়ি তৈরি করে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু আমিও তাই ভাবছিলাম যে ঝুড়ি ভরে ফুল রাখতে পারলে আরও অনেক বেশি ভালো লাগতো আমার বাগানে সব সময় অনেক ফুল থাকে কিন্তু এখন কোন ফুলই নেই তাই আর ঝুড়িতে রাখতে পারেনি। আর এটি শোপিস হিসেবে আমার কাছে খুব ভালো লেগেছে দেখতে কিউট লাগছে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।